![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৩ সালের ১ অক্টোবর রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল ৩ নম্বর অভিযোগ পড়ার সময় সাকা চৌধুরী বলেন, ‘যুদ্ধে ৩০ লাখ লোক মারা গেছে তো? লেইখা দিলেই হয়, তার মধ্যে ২০ লাখ আমি মারছি...।’ তিনি বলেন, ‘রায় তো গতকালই ওয়েবসাইটে পাওয়া গেছে। এই রায় এখান থেকে হয়নি। এই রায় বেলজিয়াম থেকে এসেছে।’ রায় ঘোষণার শুরুতে সাকা চৌধুরীকে পাঁচবার নির্বাচিত সাংসদ বলে উল্লেখ করেন বিচারপতি আনোয়ারুল হক। এ সময় সাকা চৌধুরী বলেন, ‘কয়বার সাংসদ নির্বাচিত হয়েছি তাও বলতে পারে না।...এত মিথ্যা কথা বলছে, ওটা লিখতে ভুলে গেছে।’
রায়ের প্রথম অংশ পড়ার একপর্যায়ে সাকা চৌধুরী বলেন, ‘আমাকে লক্ষ লক্ষ মানুষ রায় দিয়ে নির্বাচিত করেছে, আর আমি এই তিনজনের রায় শুনতে এসেছি...।’
নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগের বর্ণনার সময় ট্রাইব্যুনাল বলেন, তিনি একজন জনপ্রিয় মানুষ ছিলেন। সঙ্গে সঙ্গে সাকা চৌধুরী মন্তব্য করেন, ‘সে মদ বেচত।’
সাজা ঘোষণা শুরু হলে সাকা চৌধুরী বলেন, ‘তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও। সাঈদীর মতো লোকরে ফাঁসি দিছে, আমি তো মস্ত বড় গোনাগার।’ রায় পড়া শেষে তিনি উচ্চ স্বরে বলতে থাকেন, ‘এ রায় তো আগেই আইন মন্ত্রণালয় থেকে বেরিয়েছে। এ জন্য আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ।...রায় এসেছে বেলজিয়াম থেকে। এরা শুধু মুখ নাড়ছে।’ রায় পড়ার সময় বিচারকদের কটাক্ষ করে সাকা চৌধুরী বলেন, ‘কী ইংরেজি লিখছে? নিজেরাই পড়তে পারছে না।’ রায়ে স্বাধীনতাযুদ্ধের দলিলপত্রের প্রসঙ্গ এলে টিপ্পনী কাটেন, ‘সহি হাদিস’।
২০১২ সালের ১৪ মে আদালতকক্ষের শৃঙ্খলাভঙ্গ এবং চিৎকার করে কথা বলার জন্য সাকা চৌধুরীকে সতর্ক করেছিলেন ট্রাইব্যুনাল। এতে সাকা চৌধুরী উচ্চ স্বরে বলেছিলেন, ‘মিস্টার নিজামুল হক (ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক), ডোন্ট শো ইউর রেড আইজ, আই রিকোয়েস্ট ইউ উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হিউমিলিটি।’ (জনাব নিজামুল হক, চোখ রাঙাবেন না, যথাযোগ্য শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে বলছি।)
২০১০ সালের ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে প্রথম হাজিরার দিন সাকা চৌধুরী বলেন, ‘আমি সিটিং মেম্বার অব পার্লামেন্ট। আমাকে কথা বলতে দিতে হবে। বর্তমান সরকার কারজাই সরকার। এই কারজাই সরকারকে মানি না।’ ট্রাইব্যুনালে বিএনপির সমর্থক ও আইনজীবীদের ঢোকা নিয়ে হইচই হলে তিনি বলেন, ‘প্রয়োজনে ৫০০ কেন, ৫০০০ আইনজীবী আসবে। প্রয়োজনে কারওয়ান বাজার, পল্টন ময়দানে বিচার হবে।’
২০১১ সালের ১৭ জানুয়ারি শুনানির দ্বিতীয় দিনে এজলাসে ঢুকেই সাকা চৌধুরী বলেন, ‘এটা কি ক্যামেরা ট্রায়াল? পাবলিক ট্রায়াল হতে হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যদি পাবলিক ট্রায়াল হয়, আমারটা কেন পাবলিক ট্রায়াল হবে না?’
রাষ্ট্রপক্ষ ২০১১ সালের ২০ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে সাকা চৌধুরী বলেন, ‘গণ-আদালতে একবার এ অপরাধে বিচার হয়েছে। এক খাসি কতবার কোরবানি দেবেন?’ ২০১১ সালের ২৪ নভেম্বর ট্রাইব্যুনালে সাকা চৌধুরী বলেন, ‘আমাকে কোনো অভিযোগ ছাড়া গ্রেপ্তার করে তারপর তদন্ত করা হলো। ব্যাপারটা এমন—বাপের পরিচয় ছাড়া ছেলের শাদি হয়ে গেছে। এখন বাপের পরিচয় হালাল করতে বাপের বিয়ে করাচ্ছে।’
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭
নাবিক সিনবাদ বলেছেন:
১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪০
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন:
৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৫
শাহাদাত হোসেন বলেছেন: বাপের পরিচয় ছাড়া
ছেলের শাদি হয়ে
গেছে। এখন বাপের
পরিচয় হালাল করতে
বাপের বিয়ে করাচ্ছে।’
সেতেরে ফাসিঁ দিস না সেতের থেকে আমরা আরো রস পামু ।
১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৪
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: একমত
৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭
আরণ্যক রাখাল বলেছেন:
১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন:
৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪১
রাফা বলেছেন: এই উক্তি গুলোতে আপনি হাসির উৎস খুজে পেয়েছেন -বেশ ভালোতো!!একটা চরম বেহায়া নির্লজ্জ রাজাকারের দম্ভ উক্তিতে তথাকথিত ছাগিয়তাবাদি আর তার অনুসারিরাই এরকম উৎফুল্ল হয়ে মজা পেয়ে থাকে।
১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আপনি বিষয়টাকে অন্যদিকে মোড় দেয়ার চেষ্টা করছেন। খুবই দুঃখজনক
৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭
অগ্নিবীণা! বলেছেন: অসাধারণ!
১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন:
৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫০
ফারুক এহসান বলেছেন: কথা সবগুলোই সত্য
১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৯
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হুম হয়তোবা
৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৫
রাফা বলেছেন: অন্যদিকে নয়, আমার উপলব্দি সত্যি এবং কঠিন।আপনি বরং বিষয় গুলোকে খেলো মনে করছেন।কারন ঐ যে বললাম ছাগিয়তাবাদিতে বিশ্বাসিরা এটাকেই সঠিক বলে মনে করে।
তাদের কাছে ৩০ লক্ষ হয়ে যায় ৩ লক্ষ।
১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আপনার কঠিন ভাষাগুলি বুঝার সাধ্য হয়তোবো আমার নেই নয়তোবা ইচ্ছে করেই বুঝছিনা।
তবে এটা সত্যি যে এই ব্লগটি শুধু মাত্র মজা করার উদ্দেশ্যে লিখেছি অন্য কোন উদ্দেশ্যে নয়।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৯
লীনা জািম্বল বলেছেন: চরম আর পরম
১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আংশিক বোধগম্য নয়।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
মানবী বলেছেন: মজার পোস্টের জন্য ধন্যবাদ আকবর উদ্দীন ভূঁঞা।
পোস্টে ভালোলাগা জানালাম।
১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১২
রাহমান বিপ্লব. বলেছেন:
'রঙ্গে ভরা বঙ্গদেশ' সেইটাই বুঝলাম!
১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন:
১২| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
মিথুন আহমেদ বলেছেন: আফসোস এই মানুষটা সরকারি দলে থাকলে আরও কিছুদিন রাজনৈতিক রঙ্গরসিকতা শুনতে পারতাম। গুডবাই লায়ন অব চিটাগাং।।
১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন:
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
খোলা মনের কথা বলেছেন: বাঘের বাচ্চা বলতে হয়। সব জায়গাতে সমান ভাষা প্রয়োগ
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: বাঘের বাচ্চা
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
প্রবালরক বলেছেন: অর্ধেক হাসতে পারলাম, অর্থেক বাকি থাকল।
যেসব বিধিমালা অনুসরন করে এ বিচারটি হল এবং রায় হল সেসব উ্ল্লেখ থাকলে বাকি অর্থেক হাসা যেত। বেলজিয়ামে রায় তৈরী হয়েছে ইকোনোমিষ্ট প্রমান করে দেয়ায় এ অভিযোগ মাথায় নিয়ে বিচারপতি নিজামুদ্দীন সাহেব পদত্যাগ করেছিলেন(অবশ্য পদত্যাগপত্রে উল্লেখ করেছিলেন স্বাস্থ্যগত কারন।)
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হুমম
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২২
সজিব হাওলাদার বলেছেন: গুডবাই লায়ন অব চিটাগাং।।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হুমম
১৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহাহা,,, লাস্ট লাইন এপিক
২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:০৪
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন:
১৭| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯
প্রামানিক বলেছেন: এ বিষয়গুলো জানা ছিল না।
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৪
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ দিবেন না?
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
রঙিন মানব বলেছেন: হি হি হি
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৯
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: সূত্রঃ m.prothom-alo.com/bangladesh/article/687594/সাকার-যত-দম্ভোক্তি