![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুলগুলো ছোট নয় কাঁধ ছুই ছুই,
দুই হাতে রাখে সে চামিলি ও জুই।
ব্যাগটা কাঁধে তার, থাকে যে ঝুলানো,
কাগজে কাগজে ভেতরটা মুড়ানো।
একমনে দেখে সে নজরুল রবীন্দ্রের ছবি,
সে নাকি হতে চায় নামি দামি কবি!
এভাবে কবি হওয়ার কোন উপায় নাই,
সবার আগে কবিতা, লেখাটাতো চাই।
নিরালায় বসে তাই লেখে সে পদ্য,
এতো কোন পদ্য নয়, হলো যেন গদ্য!
লেখার মাঝে তার নেই কোন ছন্দ,
একি কোন কবিতা? এই নিয়ে ধন্ধ।
পাঠকেরা পড়ে বলে লিখেছ মন্দ,
যতসব পাগলামি কর এবার বন্ধ।
এসব শুনে তার মনে লাগে কষ্ট,
ভাবটা ছেড়ে দেয়, হয়েছে যথেষ্ট।
(ভুলত্রুটি হলে ক্ষমা চাই আর কেমন লাগলো অবশ্যই জানাবেন)
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ
এডিট করলাম
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২২
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই
৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২
sunny09 বলেছেন: সবই বুঝলাম , শুধু একটা উত্তর দেন এই চামেলী আর জুইয়ের পরিচয় কী ?
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আসলেইতো এই চামেলী আর জুইয়ের পরিচয় কী!
দাড়ান জাইনা আসি
ঐ কবির খোঁজ চলছে।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭
শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগলো ।ছন্দ দারুণ ।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২২
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ধন্যবাদ ভাই shahadath hossain
৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
রঙিন মানব বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫২
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ধন্যবাদ রঙিন মানব
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
বেগটা < ব্যাগটা হবে।