নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দরের পথে...

আকবর উদ্দীন ভূঁঞা

আমি আমার মত

আকবর উদ্দীন ভূঁঞা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ টেলিভিশন (BTV) এর ভণ্ডামি.!

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

আপনি কি আপনার টিভি সেটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড পরিষ্কার দেখতে পাচ্ছেন?
না পেলে সংশ্লিষ্ট ক্যাবল অপারেটরকে জানান, অথবা ৯৩৩৫৬৭০ নাম্বারে টেলিফোনে যোগাযোগ করুন।

কিন্তু যখন এই নাম্বারে যখন ফোন করা হয় তখন ওপাশ থেকে রিপ্লাই আসে,
দুঃখিত আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন।

আমদের দেশের রাষ্ট্রীয় চ্যানেল (সকল চ্যানেলের অভিভাবক) যদি এভাবে ভন্ডামিতে লিপ্ত হয় তাহলে আমাদের টিভি মিডিয়ার ভবিষ্যৎ ভাবতে গেলে শূন্যতা ছাড়া পূর্ণতা খুঁজে পাওয়া দুষ্কর।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০

জটায়ু. বলেছেন: aponi ০২ দিয়ে ছিলেন?

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: না!

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১

রিকি বলেছেন: আপনি কি আপনার টিভি সেটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড পরিষ্কার দেখতে পাচ্ছেন?
না পেলে সংশ্লিষ্ট ক্যাবল অপারেটরকে জানান, অথবা ৯৩৩৫৬৭০ নাম্বারে টেলিফোনে যোগাযোগ করুন।


বিটিভি পরিষ্কার দেখার জন্য ফোন দিয়েছিলেন----সেটা পরিষ্কার ভিজুয়াল কোয়ালিটি ছিল কত সালে??????? সেটা তো বরাবরই পানিতে ভিজিয়ে দেখার মত অবস্থা নিয়ে চলছে !!! :-< :-< :-<

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: :P

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এইটা সার্ভিস দেওয়ার কোন ব্যবস্থা হিসাবে চালু করা হয়নি, এইটা চালু করা হয়েছে এদেশে BTV এর দর্শক কি পরিমান আছে এইটা টেস্ট করার জন্য। এইটা সরকারের জনপ্রিয়তা জরিপের ব্যবস্থাও হতে পারে।

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: বুঝলাম না!

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: আগে 02 কে দিবে? 02 ছাড়া কল যাবে না

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ধন্যবাদ, নাম্বারটা এভাবে দেওয়া উচিত ছিল ০২৯৩৩৫৬৭০

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

রঙিন মানব বলেছেন: "নাম্বারটা এভাবে দেওয়া উচিত ছিল ০২৯৩৩৫৬৭০"

এভাবে দিলে মানুষকে বিভ্রান্ত করবে কিভাবে?

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হুমম রঙিন মানব

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

মিলন হোসেন১৫৮ বলেছেন: ভাই অাপনি ত্রখনত্ত বিটিভি দেখেন

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২২

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: গরিব মানুষ তাই ডিশ নাই ;)

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

গেম চেঞ্জার বলেছেন: ভাইজান!!
বিটিভি'তে কি কি দেখেন, বললে একটু আরাম পাইতাম। B-))

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: এই মহূর্তে মন্তব্য মন্ত্রী হাসানুল হক ইনুকে দেখছি

৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

মিলন হোসেন১৫৮ বলেছেন: বিটিভি নামে ত্রকটা চ্যানেল অাছে ত্রই টা তো ভুলে গেছিলাম অাপনি অাবার মনে করিয়ে দিলেন।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আবার মনে করিয়ে দিলাম ;)

৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

মিলন হোসেন১৫৮ বলেছেন: বিটিভি নামে ত্রকটা চ্যানেল অাছে ত্রই টা তো ভুলে গেছিলাম অাপনি অাবার মনে করিয়ে দিলেন।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: মনে করিয়ে দেয়ার জন্য থেংকু দিবেন না? :P

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

বাংলার ফেসবুক বলেছেন: আমদের দেশের রাষ্ট্রীয় চ্যানেল (সকল চ্যানেলের অভিভাবক) যদি এভাবে ভন্ডামিতে লিপ্ত হয় তাহলে আমাদের টিভি মিডিয়ার ভবিষ্যৎ ভাবতে গেলে শূন্যতা ছাড়া পূর্ণতা খুঁজে পাওয়া দুষ্কর। একমত সুন্দর পোষ্ট।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ধন্যবাদ বাংলার ফেসবুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.