![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু,
একটি গল্প লিখ।
ভুলে যেওনা কিন্তু দেখ!
সেই গল্পটি লিখবে আমাদের স্বাধীনতা নিয়ে,
যা ছিনিয়ে এনেছিলাম ত্রিশ লক্ষ প্রান দিয়ে।
পাকিপশু আর বাঙালির দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে
মরণ অশ্র আর স্বদেশ প্রেমের মধ্যে,
জয় কার! অবাক বিশ্ব তাকিয়ে ছিল,
আগুন সাগরে ঝাপ দিয়ে বাঙালি জয় পদ্ম নিয়ে এল।
জানা কথা, তারাতো চির সংগ্রামী হবেই তাদের জয়।
কে তাদের দমাবে? কে তাদের রুখবে তারাতো নির্ভয়।
লাঞ্ছিত বোনের মুখে আবার হাসি ফুটল,
সন্তানহারা মায়ের ব্যথা আনন্দ হয়ে বইল।
স্বাধীন দেশে উড়ল,
স্বাধীন পতাকা,
নিয়ে মজিবের নৌকা আর জিয়ার ধানের সোনালিকা।
তবু কেন আসেনি আমাদের সত্যিকারের স্বাধীনতা?
কেন গ্রাসে রয়েছে আজো নিষ্ঠুর পরাধীনতা?
কেন আজো সবাই পেট পুরে খেতে পায়না?
কেন পুরন হয়না সাধারণ মানুষের সামান্য বায়না?
স্বাধীন দেশের মানুষের মুখে থাকে প্রশান্তির হাসি,
তবে কেন বাংলার মানুষের গলায় ঝুলছে দুঃখের ফাঁসি?
উত্তর দিয়ে, সাজিয়ে লিখতে হয়না যেন ভুল!
ভেবে না পেলে একটুখানি চুলকে নিও চুল।
তারপর যা লিখবে,
কেন সাধারণ মানুষের নিষ্ঠুরভাবে দিতে হয় প্রাণ?
এতে কী রক্ষা হয় স্বাধীনতার সম্মান?
বড়কর্তারা তাদের ক্ষমতার লোভে,
ধংস করছে কত মানুষ,
কত অমূল্য সম্পদ,
একবার কি ভাবে?
তবু কেন তাদের কথায় কাজ করে,
অযথাই এত তরুণের প্রাণ যাচ্ছে ঝরে?
তবুও কি বলবে আমদের এই দেশে, এসেছে স্বাধীনতা?
মানুষের মৌলিক অধিকারের যেথায় নেই কোন নিশ্চয়তা!
অতি সাবধানে সাহস দিয়ে লিখ গল্প খানি,
এই গল্প তোমার প্রাণ নাশের কারন হতে পারে,
তাও রাখ জানি!
বড়কর্তাদে নির্দেশে, এক বা একাধিক বুলেট কিংবা ছোরা,
যা জীবন ইতির নির্যাশ দিয়ে ভরা,
তা বিঁধতে পারে তোমর বুকে,
যার জন্য মরতে হবে, নির্মম কষ্টে ধুকে।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১১
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ধন্যবাদ রঙিন মানব
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল কবিতা। ধন্যবাদ
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৫
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২
শাহাদাত হোসেন বলেছেন: সুন্দর একটি কবিতা
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ধন্যবাদ shahadath hossain
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৭
রঙিন মানব বলেছেন: বাস্তব চিত্র নিয়ে কবিতা। ভালো লাগলো।