![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসি পায় তাই হাসি, হাসি আর ভাবি,
চেনা চেনা মুখগুলি আজ বদলে গেলো সবি!
বদলে গিয়েছে সেই রাজপথ,
বদলে গিয়েছে ধুলি,
বদলে গিয়েছি এইনা আমি,
বদলেছি কত বুলি!
আঁধার নেমেছে, প্রদীপ জ্বলেছে, বদলেছে কত ছবি!
ডুবিয়া আবার ফিরিয়া আসিছে হাজার হাজার রবি।
ধূসর হয়েছে অজস্র মুখ,
হারিয়ে গিয়াছে শত।
বদলে গিয়েছে গল্পগুলি
ডাইরিতে লিখা যত।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
ত্রিকোণমিতি বলেছেন: সময় বদলাতে বাধ্য করে
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: নিজের অজান্তেই কেমন করে সব বদলে যায়।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
এম ডি মুসা বলেছেন: খুব ভাল লাগল ভাই