নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দরের পথে...

আকবর উদ্দীন ভূঁঞা

আমি আমার মত

আকবর উদ্দীন ভূঁঞা › বিস্তারিত পোস্টঃ

অফিসে দুর্নীতি, সড়কে দুর্গতি

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩


গত কিছুদিন আগে কলেজ থেকে বাড়ি ফিরছিলাম সিএনজি করে। আসার পথে ড্রাইবারের সাথে কিছু কথা হয়েছিল যা ছিল এই রকমঃ

-মামা অবস্থা মেলা খারাপ গত কয়দিন সিএনজি লই বাইর হইতাম পারি ন, যে কড়া ট্রাফিক।

-কেন গাড়ির কাগজপত্র ঠিক নাই?

-না কাগজপত্র ঠিক আছে। কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই।

-তো লাইসেন্স বানিয়ে নেন তাহলেইতো হয়।

-লাইসেন্স বানাইবর লাই ১৬ আজার টেয়া পামু কই? আমার ২ মাস মিলাইয়োতো ১৬ আজার টেয়া ইনকাম অয়না।

-লাইসেন্স বানাইতে এত টাকা লাগে!

-হয় মামা। সরকার যদি দুই তিন হাজারে ভিত্তে করার ব্যবস্থা করি দিত তাইলেতো অইত।

বাড়িতে এসে তথ্য বাতায়নের ওয়েবসাইট ঘাটাঘাটি করে যা জানতে পারলাম তা হলো-
পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ১৬৮০/-টাকা (০৫ বছরের নবায়ন ফীসহ)
অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ২৫৪২/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ)
যার কোনোটাই ৩ হাজারের উপরে নয়, তাহলে ১৬ হাজার টাকা!
কল দিলাম এক ভাইয়ার কাছে তার প্রাইবেট কার চালানোর লাইসেন্স আছে।
অবাক হওয়ার বাকি আরো ছিল, ওনার লাইসেন্স বানাতে লেগেছে ২০,০০০ টাকা!
ওনাকে ২৫৪২ টাকার কথা বলতে উনি বললেন দেখ ভাই ওইটা কাগজে কলমে। টেবিলের উপরে নিছে ছাড়া আমাদের দেশে কোন কাজটা হয়।

আসলেই আমি কি বোকা! আমি ভুলেই গিইয়েছিলাম আমি কোন দেশের নাগরিক।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি কি আসলে কোন দেশের নাগরিক, নাকি রোহিংগা?

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ভাই বোকা মানুষতো তাই আপানার মন্তব্যের মূলভাব বুঝলামনা
যদি একটু বুঝিয়ে বলতেন...

২| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬

বাকপ্রবাস বলেছেন: ১৭ হাজার দিয়ে আমি বানিয়েছি, আমি ড্রাইভিং জানি তবুও ওই টাকাতেই বানাতে হল, না হলে ১৪ ঘাটের পানি খেয়ে এসে ২০ হাজার দিয়ে বানাতে হবে

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: বাহ ভালোত! যারা ড্রাইভিং জানেনা তারাও টাকার গুনে লাইসেন্স পয়।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

কিশোর মাইনু বলেছেন: সবার আগে এই ঘুষ টাই ঠিক করতে হবে।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: সেটা সবার জানা কিন্তু করবেটা কে?

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: নেতা খাতা আমলা সচিবদের পয়সা কামানোর সোর্স। সম্ভবত উপরের মহল ও এসবের ভাগ পায়।

১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৮

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: সম্ভবত

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

মাকার মাহিতা বলেছেন: কন্টাকে লাইসেন্স করতে ১০০০০ টাকা লাগে।

১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৬

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: দালালের মাধ্যমে?

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯

ইনাম আহমদ বলেছেন: এই যুক্তি দেখাইয়া একখান পোস্ট দিছিলাম। ফেসবুকে পঞ্চাশটা ব্লক খাইছি। বাঙালি খালি রাস্তায় নাচানাচি করা পোলাপাইন দেখসে, গরীর ড্রাইভারের পেটের কথা একবারও ভাবে নাই।
যেসব বাবামায়েরা নিজের বাচ্চারে নিরাপদ সড়ক চাই আন্দোলনে পাঠাইছেন তাদের মধ্যে এইসব বিভাগে কর্মরত একজনও নাই? বাচ্চাদের রাস্তায় না রাইখ্যা BRTA অফিসে রাখা হইলে একদিনে তিন চার লাখ লাইসেন্স বাইর হইতো। ড্রাইভিং পরীক্ষা কোনও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা না, ওইটা ফাইভ পাস পোলাও পাস করবার পারে। লাল লাইট, হলুদ লাইট, দুই চারটা সিগন্যাল আর রাস্তার সংকেত জানা থাকলেই চলে, গাড়ি চালু করাটা আহামরি কিছু না।
কিন্তু আমাদের সোনার বাংলায় ঘুষ ছাড়া যেমন চাকরি পাওয়া যায় না, তেমনি প্রফেশনাল লাইসেন্সও পাওয়া সম্ভব না। খালি রাস্তায় খাঁড়াইয়া খাঁড়াইয়া লাইসেন্স আর কাগজপত্র চেক না কইরা লাইসেন্স যেখানে তৈরী হয় ওইখানে চেক করা দরকাল ছেলো সোনামণিদের।

১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৮

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: সহমত

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:







আপনি রাস্তায় নিরাপদ সড়ক আন্দোলনে নামুন! সব উদ্ধার হয়ে যাবে!

১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫০

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: রাস্তারটা হয়েছে এবার চলেন লাইসেন্স অফিস যাই

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০২

কিশোর মাইনু বলেছেন: দেখা যাক সেই কেউ টা আমি হতে পারি কিনা।।।

১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫১

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আমি আমরা চাইলেই সব সম্ভব

৯| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬

জাহিদ অনিক বলেছেন:

শিরোনাম হতে পারে---- অফিসে দুর্নীতি, সড়কে দুর্গতি

১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৭

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ধন্যবাদ ভাই আপনার দেয়া শিরোনামটা পছন্দ হল

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: শুধু দেখে যাবেন।
কোনো কথা বলা যাবে না।

১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫২

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: না বলে বলেইতো আজ এই অবস্থা

১১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

সুমন কর বলেছেন: X(( X(

১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৪

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: :(

১২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: সত্যিই ভুলে গেছিলেন। এখানে ৫০০ টাকার ট্রেনের টিকেটও ব্লাকে কাটতে হয় ১৫০০ দিয়ে। সেখানে ড্রাইভিং লাইসেন্স!

১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৭

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: জ্বি ভাই :( ঘুষখোরদের জন্য এ এক অপার সম্ভাবনার দেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.