নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি লিখি করেও কোনো পোস্ট দেয়া হচছিলনা, যাই হোক আমার প্রথম লেখায় সবাইকে স্বাগতম ।
আমি আমার হজ যাত্রার অভিজ্ঞতা এখানে share করব ।
একদিন হঠাৎ করেই মা জানালেন আমার এক দুলাভাই এবার হজে যাচেছন, আমি তার সাথে যেতে চাই কিনা, যেহেতু হজে যাওয়ার ইচ্ছা ছিল তাই রাজি হয়ে গেলাম । রেজিস্ট্রেশনের জন্য দুলাভাইয়ের দরকারি কাগজপত্র নিয়ে দেখা করলাম । তিনিই হজ এজেন্সির সাথে যোগাযোগ করে প্রাথমিক নিবন্ধনের ব্যবস্থা করলেন, তখন নভেম্বর মাস, ২০১৬, July,২০১৭ তে confirmation message পেলাম আমি ২০১৭ তেই হজে যেতে পারব। confirmation message এ থাকে Hajj Tracking Number যা দিয়ে http://www.hajj.gov.bd থেকে লগ ইন করে জরুরী তথ্য দেখা যায়।
logged in অবস্থায় আপনি নিম্নোক্ত তথ্য সমূহ পাবেন:
যখন আমার flight date যানতে পারলাম, তখন থেকেই দরকারি জিনিসপত্র কেনাকাটা শুরু করলাম ।
এখানে বলে রাখা ভালো, Luggage (from Bangladesh govt.), shoe bag, small travel bag, jamarah stone bag normally hajj agency provide করে থাকে।
কেউ যদি 5 kg' র উপ রে মালামাল luggage এ carry করতে চান, তবে বাইরে থেকে ভাল luggage কেনাই ভাল । কারন অতিরিক্ত ওজনে HAAB (Hajj Agencies Association of Bangladesh) এর luggage handle ছিরে যাবে যেটা আপনাকে ভীষন বিপদে ফেলবে ।
যাই হোক, সংক্ষেপে হজ এর প্রয়োজনীয় জিনিসপত্রের List হল :
1. Passport.
2.Tickets/booking confirmations.
3. Ihram cloth (at least two).
4. Medication.
5. Bank Credit card.
6. Saudi Riyal (approximate 2500).
7. Required Medicine.
8. Odourless tissue, non perfumed soap.
9. Sunglasses.
10. normal sandal (flipflop).
11. Sleeping bag for Muzdalifah ( cheap, light one you’d be willing to leave behind, if necessary)
12. Luggage and Backpack.
13. Marker pen, normal pen, notebook and hajj guide.
14. Smartphone, charging cable, power bank.
15. prayer mat (জায়নামায).
অবশ্যই vaccine (give by Bangladesh government) দিয়ে নিবেন ।
চিন্তামুক্ত মন, সুসাস্থ্য শরীর হজ সফরকে রাখে প্রানবন্ত ।
©somewhere in net ltd.