নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I work in the dark to serve light

কোথাও কেউ নেই

কোথাও কেউ নেই › বিস্তারিত পোস্টঃ

হাদিসের পরিভাষা

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৩

হাদিসের শ্রেণীবিভাগ (বর্ননাকারিদের বিশ্বাসযোগ্যতা ও স্মৃতিশক্তি অনুযায়ী)
কোন হাদিস বর্ননার ক্রম ধারা (chain of narration) পর্যালোচনা করে, ঐতিহাসিক ও ধর্মীয় জ্ঞান উভয় ব্যবহার করে হাদিস বর্ননাকারি (narrators) ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতা যাচাই করে বিশুদ্ধ/জাল হাদিস নির্নয় করার পদ্ধতিকে Biographical evaluation/ عِلْمُ الرِّجال (`Ilm al-Rijāl)/ রিজাল শাত্র বলা হয়। [১]
শুদ্ধতা অনুশারে হাদিসকে নিম্নরুপভাবে করা যায় ;
১। সহিহ
২। হাসান
৩। দয়ীফ
৪। মাওদু

সহিহ
কোন হাদিস নিম্ন লিখিত শর্ত গুলিকে[২] পূরন করলে তাকে সহীহ বলা যাবেঃ
১। বর্ণনার শৃঙ্খলে (Chain of Narration) প্রতিটি বর্ণনাকারি বিশ্বাসযোগ্য হতে হবে;
২। বর্ননাকারি যেভাবে হাদিস শুনেছেন সেভাবে বর্ননা করতে সক্ষম, অথবা তিনি যেভাবে শুনেছেন সেভাবে লিখে রেখে গিয়েছেন ।
৩। এক শৃঙ্খলে প্রতিটি বর্ননাকারিদের নিজেদের মধ্যে সংযোগ (একজন বর্ননাকারি পূর্বের বর্ননাকারির কাছ থেকে শুনে রেখেছেন ) থাকতে হবে।
৪। হাদিস এবং এর ইসনাদ (বর্ণনার শৃঙ্খল/Chain of Narration) সকল ত্রূটি থেকে মুক্ত।
৫। এটি ইতিমধ্যে প্রতিষ্ঠিত (গৃহীত) অন্য হাদিসের সহিত সাংঘর্শিক নয়;
হাসান
যে সমস্ত সহিহ হাদিস এর শর্ত পূরন করেনা, কিন্তু ধর্মের মূল বিষয়বস্তুকে সমর্থন করে সেটি হাসান হাদিস।
এক টি হাদিস হাসান হবে যদি এর বর্ননাকারিঃ
- সত্যবাদী হন, নির্ভরযোগ্য কিন্তু ভুল করেন, সত্যবাদী কিন্তু ত্রূটি মুক্ত নন।
- যিনি সত্যবাদী এবং নির্ভরযোগ্য বলে পরিচিত, কিন্তু হাদিসের সংরক্ষণ / স্মৃতিতে তার দক্ষতা কম।
এবং,
এই হাদিসটি অন্য সহিহ হাদিস এর সহিত সাংঘর্সিক নয়।

দয়ীফ
যদি কোন হাদিস, সহিহ হাদিস এর সহিত সাংঘর্সিক হয়, এবং এর chain of narration এ কোন বর্ননাকারির বিশ্বাসযোগ্যতা না থাকে তবে এটি দায়িফ হাদিস।
মাওদু
হাদিসের chain of narration এ কোন বর্ননাকারি যদি বানোয়াট/ মিথ্যা রচনার জন্য অভিযুক্ত হন তবে সেই হাদিসটি মাওদু হাদিস।

তথ্যসূত্রঃ
১। Muqadimah Ibn al-Salah, by Ibn al-Salah, edited by 'Aishah bint 'Abd al-Rahman, p. 101, Dar al-Ma'arif, Cairo
২। Sahih hadith criteria of Ibn Hajar al-Asqalani

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৮

মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে এমন একটি বিষয় শেয়ার করার জন্য।

২| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: হাদীস দিয়ে কি বর্তমান দুনিয়া চলে?

৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩১

হাবিব বলেছেন: প্রচুর বানান ভুল, যা লেখার মানকে নিচু করেছে

৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৬

ইনাম আহমদ বলেছেন: কপিপেস্ট?

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:০৫

কোথাও কেউ নেই বলেছেন: নাহ ।
অনুবাদ এবং সংকলন
তথ্যসূত্র দিয়ে দিচ্ছি

৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৩:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কিন্তু ওয়াজ মহাফিলে অকথ্য ভাষায় মুখে যা আসে সেটাই হাদিসের বানী বলে চালিয়ে দেয়া হচ্ছে।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

অজ্ঞ বালক বলেছেন: ভালা একটা টপিকস ছিল। আরো গুছাইয়া, সুন্দর কইরা, নিজের মতন পোস্ট দিতেন। ভাল্লাগতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.