নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে,
যখন কোন রোগ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে তখন আমাদের কি করা উচিৎ,
নিম্নলিখিত হাদিসটি খেয়াল করি-
‘আবদুল্লাহ ইবনু ‘আমির (রহঃ) হতে বর্ণিত আছে যে, ‘উমার (রাঃ) সিরিয়া যাবার জন্য বের হলেন। এরপর তিনি ‘সারগ’ নামক স্থানে পৌঁছলে তাঁর কাছে খবর এল যে সিরিয়া এলাকায় মহামারী দেখা দিয়েছে। তখন ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) তাঁকে জানালেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমরা কোন স্থানে এর বিস্তারের কথা শোন, তখন সে এলাকায় প্রবেশ করো না; আর যখন এর বিস্তার ঘটে, আর তোমরা সেখানে অবস্থান কর, তাহলে তাত্থেকে পালিয়ে যাওয়ার নিয়তে সেখান থেকে বেরিয়ে যেয়ো না।
Chain: Abdullah bin Yusuf al-Tunaysi ---< Imam Maalik ---< al-Zuhri ---< Abu 'Amir al-Huzani
তথ্যসূত্র - Click This Link
- http://qaalarasulallah.com/
এই হাদীসের নিষেধাজ্ঞা এমন এক ব্যক্তির জন্যই প্রযোজ্য যেখানে প্লেগ বা মহামারী দেখা দেয় এবং সেখান থেকে কেউ পালিয়ে যান। যিনি বাণিজ্য, অধ্যয়ন বা কাজের মতো অন্য উদ্দেশ্যে চলে যান, তার উপর নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
২| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৬
নেওয়াজ আলি বলেছেন: যিনি সৃষ্টি করেছেন তিনিই রক্ষা করবেন। এতো ভাবতে পারবো না।
৩| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪০
নীল আকাশ বলেছেন: দারুন জিনিস বলেছে। এটা আমি জানতাম না। ধন্যবাদ আপনাকে।
৪| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
নবী (স: ) পড়ালেখা জানতেন না, ভাইরাস/জীবাণু কি জিনিষ উনার জানার কথা নয়; এমন কি আপনিও জানেন না।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- কোরআন হাদীস এই ভাইরাস থেকে বাঁচাতে পারবে না।