![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অফিস হল মহাখালিতে, বাসা বনশ্রী থেকে অফিসে জাবার সবচেয়ে সহজ উপায় হল
বনশ্রী - হাতিরঝিল –গুলশান – মহাখালি।
হাতিরঝিল থেকে গুলশান যাবার সহজ উপায় হল চক্রাকার বাস/ওয়াটার বাস। কোন কারনে অফিসের গাড়ি মিস করলে, ওয়াটার বাসের মাধ্যমে আমি হাতিরঝিল পার হয়ে গুলশান যাই।
শহুরে জীবনের ব্যস্ততা এবং কৃত্রিমতার মধ্যে স্বল্প সময়ের নৌ ভ্রমন প্রশান্তি দায়ক টনিকের মত কাজ করে। তাছাড়া ঢাকাতে প্রাকৃতিক জলাশয় নেই বল্লেই চলে, থাকলেও দূষনে তাদের অবস্থা বিপর্যস্ত। অবশ্য হাতিরঝিল এখনও ভয়াবহ পরিস্থিতিতে পৌছেনি।
যাইহোক, মন্দিরের কাছে যে জেটি আছে সেখানে আমি টিকেট কাটি, টিকেট ২০ টাকা। সেখান থেকে লেকের ভিতর দিয়ে গুলশান (গুতারা ঘাট) এলাকায় নামি। এরপর বাস অথবা পুরা পথ হেটে অফিস যাই। যাওয়ার পথে হোটেল ঘরোয়া পড়ে, মন ভালো থাকলে ভুনা খিচুরি খেয়ে নেই।
আমার নৌ ভ্রমন এর ছবি গুলিও শেয়ার করলাম।
২| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
কতটুকু পথ আপনি ওয়াটার বাসে যান, কত সময় লাগে; ছবিগুলো কত আগের?
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৩
কোথাও কেউ নেই বলেছেন: - আমি একজন পুরকৌশলী;
- দূরত্ব প্রায় ২ কি.মি., সময় লাগে ১০ মিনিটের মত, ছবি গুলি নভেম্বর, ২০১৭ সালের।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: হাতিরঝিলে নানান কারনে যাওয়া হয় কিন্তু নৌকায় উঠতে আমার ভীষন ভয়। এরা ভাড়াও বেশি নেয়। তবে বাসের সার্ভিস ভালো। বাসে ভাড়া বেশি নেয়।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৩
কোথাও কেউ নেই বলেছেন: ভাড়া বেশি না মাত্র বিশ টাকা।
বাস ভাড়া একই দুরত্বে দশ টাকা
৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৬
ইফতেখার ভূইয়া বলেছেন: হাতিরঝিলে আমাদের পরিবার দীর্ঘদিন ছিলো। আমাদের নানা বাড়িও ওখানটাতেই। তিন নম্বর ছবিতে বাড়িটাও দেখা যাচ্ছে। বারান্দায় বসে বিকেলবেলা চাওয়া খাওয়া হতো, বাবা বেঁচে থাকতে তিনিও ঐ বারান্দায় এসে বসতেন আমাদের সাথে। ২০১৭ সালে দেশে বেড়াতে গিয়ে ছোট্ট একটা ভিডিও করেছিলাম বৃষ্টির দিনে। ছবিটা দেখে নষ্টালজিক হয়ে গেলাম। এখন অবশ্য নিজেদের বাড়ির কন্সট্রাকশন কাজ চলছে। ছবির জন্য ধন্যবাদ।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি থাকি উত্তর বাড্ডায়, কাজে অকাজে কয়েকবার চড়েছি আমিও।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো । এভাবেই জলযাত্রা ছড়িয়ে পড়ুক ঢাকাতে । আরও খাল আছে যা উদ্ধার করা গেলে এই জলযাত্রা আরও জমজমাট হবে , সহজ হবে চলাচল । শুভ হোক জলযাত্রা ।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
আপনি কি প্রফেশানে আছে, কিসের অফিস মহাখালীতে?