নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য অনেক অথবা কিছুই রহস্য নেই।

শহীদুল ইসলাম অর্ক

খুঁজি- নিজেকে, অন্যকেও...

শহীদুল ইসলাম অর্ক › বিস্তারিত পোস্টঃ

কতদিন দেখেনি দুচোখ

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মাঝে মাঝে খুব বেশি নস্টালজিক হয়ে যাই। এই যেমন আজ। বসে আছি হতোদ্যম, দুচোখে জলজ কান্না। স্মৃতিভারাতুর হৃদয় সব সময় ক্রন্দসী হয়।

মনে পরে কৈশরের উদ্দাম দিন গুলোর কথা। বুড়ি তিস্তা, গুলুদাহ শ্মশান, শহীদ মিনার, কাচারীর গোবিন্দ জিউ মন্দির মাঠে নাটকের ম্যারাথন রিহার্সেল।সারাদিন এক ভূত তাড়িয়ে নিয়ে বেড়াত আমাদের লেখালেখির খাতা থেকে দৈনিক পত্রিকা অবধি, মন্দির মাঠ থেকে নাট্যমঞ্চ অবধি।

লিটলম্যাগ করবো বলে বিজ্ঞাপন সংগ্রহ করি রাতদিন। ছুটে যাই প্রেসে। এক নিরন্তর কর্মযজ্ঞে নিবিষ্ট হই আমরা কজন। আমি, জুলফিকার, রবীন আর মাসুম।

সারাদিন কাজ শেষ করে কুড়িগ্রাম থেকে রাতে ফিরতাম উলিপুরে। হালকা শীতে, ম্লান কুয়াশায় আমরা চারজন। বাসে নয় রিকশায়। আঠার কিলো পথ গান আর কবিতায় গলা ফাটাতাম। রবীন্দ্রসঙ্গীত থেকে হালের ব্যান্ড । সব । প্রায়ই গাইতাম প্রিন্স মাহমুদের কথা সুরে আইয়ূব বাচ্চুর গাওয়া একটি গান, 'কতদিন দেখেনি দুচোখ, নির্ঘুম চোখ বন্ধু তোমায়।'

চাঁদের আলোয় পিচঢালা পথ। দুধারে জীবনানন্দ দাশের কবিতার মত কুয়াশায় ঢাকা ধান কাটা ক্ষেত।

অলীক এক বেদনার্ত রূপসীকে ভেবে গাওয়া সেই গান আজও শুনলে বুকের মধ্যে হাহাকার করে ওঠে।

ইট কাঠ পাথরের আড়ালে যান্ত্রিক জীবনে আজ সেই নারী যেন আমার হারানো কৈশরের স্মৃতি-সেই রাস্তা, সেই কুয়াশা জোছনায় ডুবে যাওয়া ক্ষেত,সেই বন্ধুরা, সেই বাড়ি ফেরা আর সেই গান-
'কতদিন দেখেনি দুচোখ,
নির্ঘুম চোখ
বন্ধু তোমায়।
তুমি কি এমন সময় তাকিয়ে আকাশ
ভাবছ আমায়।'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.