![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেই তো প্রাচীন সেই কবেকার পুণ্ড্রের নগর
নেই তো পুরোন দিন প্রজাপীড়নের কাল,
নেই তো হাহাকার মাঠময় সেই তেভাগার
আছে শুধু রূপান্তরে রক্তলাল মহাজনী সকাল।
চক্রাকারে ফিরে আসে সেই কারবারী সময়
শাইলক ফিরে আসে আবার পুরোন সত্তায়
মহাজন ফিরে আসে বিছিয়ে চাতুরী জাল
ফিরে আসে নিরীহের রক্তে হোলী খেলার বিকাল!
কলঙ্কিত ক্ষণ কাটে, সুখ খুঁজি রক্তভেজা ডানায়
এ যেন সহজ সত্য মেনে নিই আমরা সবাই,
নূরলদিন ইলামিত্রেরা আজ মরে গেছে বুঝি তাই
শোষকের কূটচালে খাঁড়া ঝোলে সবার মাথায়।
মাঝেমাঝে স্বপ্ন দেখি তবু কখনো কখনো
কিছু দ্রোহ জমা থাকে হৃদয়ের গোপন কুঠুরীতে
তাই দিয়ে দাবানল জ্বেলে যায় কেউ এখনো
জানি কালোর বিরুদ্ধে আলো যাবে ঠিক জিতে।
©somewhere in net ltd.