![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#১
সিক্ত যখন তোমার তনু
পুকুরঘাটে নিত্য দেখি,
হালকা বসন সাপের মতন
বসায় যখন তৃপ্ত চুমু,
রিক্ত তখন আমি ভাবি
কোথায় এমন তালার চাবি?
#২
যদি তুমি ভালবাস শোন তবে
মাঘী শীতে খুব ভোরে ওঠা হবে।
কুয়াশায় চুপিচুপি কথা হবে।
ঠোঁটে যদি জমে জল কুয়াশার
চুমু দিয়ে শুষে নেব আমি তার,
ষোলকলা প্রেম দেব উপহার।
#৩
শ্রাবস্তী বহুদূর, তাই তাকে খুঁজি
তোমার পিনোন্নত সুপুষ্ট স্তনে!
যুগল ওষ্ঠ আর কামমত্ত প্রাণে
আমার ক্রুদ্ধ দেহের নিশ্চিত রুজি!
নিত্য তুমি খুলে দাও রহস্যের দ্বার
অতলস্পর্শী সুখের গহীন আঁধার।
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
শহীদুল ইসলাম অর্ক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। অনেক সময় পুরোনো অনেক কিছুই হঠাৎ সামনে চলে আসলে ভাল লাগে। যেমন হঠাৎ শোনা পুরোনো কোন গান। এই লেখাগুলি একযুগের ও বেশি সময় আগে লেখা। তখন আমার দেহমনে ছিল পাগলা কৈশরের সবুজ ঘ্রাণ। লাইব্রেরি ঘুরে ফেরা সে কিশোরটি তখন সবে যৌবনের দিকে উঁকি দিচ্ছিল আর থরথরো কম্পিত আবেগে দু চার লাইন লিখতে শুরু করেছিল। তখনকার সেই সেন্টিমেন্টটাকে আজ বড্ড মিস করছি। অনেকটা স্মৃতিকাতর হয়ে সেই পুরোনো কয়েকটি লাইন পোস্ট দিলাম আজ।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: শহীদুল ইসলাম অর্ক,
ছন্দে ছন্দে অন্য রকম ভাবনা।
শুভ কামনা।
(নাম ভুল করার জন্য জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। )
৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩
শহীদুল ইসলাম অর্ক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
এই কথাগুলো ও বিষয়গুলো এখন পুরোনো