নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব হত্যার প্রতিবাদ করায় আমাকে হুমকি দিয়ে ইমেইল করে সাবধান করা হয়েছে । অন্যথায় আমাকে রাজীব এর পরিনতি ভোগ করার হুমকি।হুমকিদাতাদের বলছি হত্যার্ মাধ্যমে কোন সত্যেকে আড়াল করা যায় না।ব্লগার খুন করে গণজাগরণ দমানো যাবে না।আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দেশের স্বার্থে আমরা কোনো আপস করা হবে না।'
৭১ এও মানুষ দেখেছে এই কপুরষতা, কাপুরুষেরা ক্ খনই বিজ্ য় আটকাতে পারে নাই ,
পারবেও না, বিজ য় কেবল সময়ের বেপার, বিজয় কেবল আমাদেরই ...
রাজিবের রক্ত বিথা যেতে পারে না .জেলায় প্রতিরোধ গড়ে তোলা হোক....।
যুদ্ধাপরাধীদের মৃত্যুদন্ড চাই -- দিতে হবে। বুদ্ধিজীবি রাজীবের রক্ত বৃথা যেতে দেব না ।রাজীবের রক্ত বৃথা যেতে পারে না।জামাত শিবিরকে এই বাংলা থেকে বিতাড়িত করতে হবে।
‘রাজীবের স্বপ্ন ছিল, সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও আইন করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। তাঁর এই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তোমরা আন্দোলন ছেড়ে যাবে না।’
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
আমি বীরবল বলেছেন: "মুই কার খালুরে"!
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
Abul বলেছেন: পুলিশ সবাইকে আলাদাভাবে কখনই নিরাপত্তা দিতে পারবেনা। তাই সক্রিয় ভূমিকা পালনকারীদের দিনের বেলাতেই বাসা, হলে বা কোথাও যাওয়া উচিত। আরো ভালো হয় তারা যদি একাধীক ভাবে চলাচল করে।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
বাপন রহমান64 বলেছেন: ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরী।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
জয় রায় ৫৪ বলেছেন: আমাদের দেশে ওদের নিধনের শক্তি বা সামর্থ বোধ হয় সকলের জাগরণের বিকল্প আর কিছু নেই।আমরা আজ ধর্মকে গুলিয়ে ফেলেছি রাজনীতির কাছে।আর তাই এই দুর্বল স্থানেই হাত দিয়েছে ৭১এর পরাজিত শক্তি।কাজে লাগাচ্ছে দেশের ভবিষ্যত প্রজন্মকে।তৈরী করছে নব্য রাজাকার।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
সুরাইয়াখান বলেছেন: ব্লগারদের নিরাপত্তা নিয়ে চিন্তাভাবনা করছে পুলিশ প্রশাসন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, "যেসব ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন আছে, সেসব ক্ষেত্রে অবশ্যই নিরাপত্তা দেওয়া হবে। ভয় পাবেনা মনুআউয়াল ভাই। ভালো থাকবেন.....।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
রিয়ান৯১১ বলেছেন: ভয় পাবেন না। জয় বাংলা।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: brother , inform to law and forces immediately about this threat .