নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদেশে ব্লগারদের উপর হামলা অব্যাহত আাছে। কয়েকদিন আগে ইসলামী জঙ্গিরা ব্লগার তন্ময়কে কুপিয়ে মারার চেষ্টা করেছিল।এবার তারা গণজাগরণ মঞ্চের আরেক ব্লগার আরিফ নূরকে কুপিয়ে আহত করেছে। শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর পরীবাগে তিনি এই হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীবাগ ওভার ব্রিজের কাছে আসতেই একটি মাইক্রোবাস আরিফ নূরের সামনে থামে। মাইক্রোবাসে থাকা কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। তার চিৎকারে পাশের সিএনজি স্টেশন থেকে লোকজন রাস্তায় পড়ে থাকা আরিফকে হেলথ অ্যান্ড হোফ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার মাথায় চারটি ও শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি আঘাত রয়েছে। আরিফ সাংস্কৃতিক সংগঠন উদীচীর সংগঠক।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
মনুআউয়াল বলেছেন: Click This Link
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
পথহারা সৈকত বলেছেন: ব্লগার পরিচয় ব্যাবহার করার আগে সে ব্লগার কিনা নিশ্চিত হতে চাই ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
মনুআউয়াল বলেছেন: Click This Link
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
িমতা নুর277 বলেছেন: এ হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
Sukur742 বলেছেন: খুব ভয় পাইতেছি
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
শিব্বির আহমেদ বলেছেন: আরিফ নূর এর ব্লগের লিঙ্ক দেন , আপনি আগে যে লিঙ্ক দিয়েছেন তা তুহিন সরকার এর ব্লগ । আমার প্রশ্ন হলো , ব্লগে না থাকলে ব্লগার হয় কিভাবে ?
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
কলাবাগান১ বলেছেন: একজন লোক আক্রমনে প্রায় মৃতপ্রায়.... আর কিছু 'ব্লগার' পড়ে আছেন উনি কি ব্লগার তার পরিচয় সন্ধানে......... টপিক চেন্জ.....।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
শিক্ষানবিস বলেছেন: আপনি যে লিঙ্ক দিয়েছেন সেটা তো তুহিন সরকারের ব্লগ। উনার ব্লগ কোথায়? আমরা আরিফ নূরের ব্লগ লিঙ্ক চাই।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫
বোরহান উদদীন বলেছেন: বোরহান উদদীন বলেছেন: একটি ওয়ার্ড প্রেস ব্লগের জন্য ৩৫ থেকে ৪০ ড্লার পেইড করতে হবে, আপনাদের কারো কাছে নিজেদের একাউন্ট থেকে পেইড করার মত সিস্টেম থাকলে যোগা যোগ করবেন। পেইড করার জন্য আপনার লভ্যাংশ অবশ্যই পাবেন।
===============================================
মাসুম
মোবাইল নং-009660568593245
.
SKYPE: masumborhan3
-----------------------------------------------
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
শিব্বির আহমেদ বলেছেন: ব্লগার আরিফ এর ব্লগের লিঙ্ক দেন । ব্লগার পরিচয় ব্যাবহার করার আগে সে ব্লগার কিনা নিশ্চিত হতে চাই । পোস্টের জন্য ধন্যবাদ ।