নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পুকুরে এক দল ব্যাঙ বাস করত, ব্যাঙদের কোন রাজা নেই বলে তাদের মনে বড় দু:খ । তাই তারা একদিন দলবদ্ধ হয়ে দেবতা জিউসের কাছে গিয়ে হাত জোড় করে বল্লো, প্রভু, আমাদের শাসন করার কেউ নেই, আমাদেরকে দয়া করে এক জন রাজা দিন । ব্যাঙরা বড় নিরীহ জীব দেখে জিউস বড় এক খানা কাঠ পুকুরে ফেলে দিয়ে বল্লো, এই নাও তোমাদের রাজা। নতুন রাজা পেয়ে ব্যাঙ গুলো দিল পুকুরের তলদেশ ডুব।কিছুক্ষন পরে একজন পানির উপরে মাথা তুললো দেখলো কাঠটা কিছুই করছে না । দেখে তাদের ভয় কেটে গল, এরপর তারা আস্তে আস্তে কাঠের কাছে গেল । তবুউ কাঠটা কিছুই করছেনা, তাই দেখে ব্যঙরা তখন কাঠের উপর উঠে নাচানাচি শুরু করে দিল । কাঠ তবুউ নিরব, নিশ্চল ।
ধ্যাত্তেরি - এটা আবার কি রাজা, চলো জাই জিউসের কাছে ।
এবার জিউস ব্যাঙদের আপত্তি শুনে ভিষন রেগে গিয়ে, ব্যাঙদের শাসন করতে পাঠালে এক জলঢোড়া সাপকে । সাপটা প্রতি দিনই একটা করে ব্যাঙ ধরে খেতে লাগলো ।
আর ব্যাঙরা আফসোস করে বলতে লাগলো আমাদের নিজেদের দোষেই আজ আমাদের এই অবস্থা ।
মইনউদ্দিন ফখরুউদ্দিনের মাইনাস টু ফর্মূলা আমরা পায়ে ঠেলে বিদায় করেছি এখন তার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশবাসী ।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
মনুআউয়াল বলেছেন: সহমত
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
নাহিনরানা বলেছেন: আমি আপনার সাথে একমত।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১
জাহাঙ্গীর জান বলেছেন: উনাদের অসমাপ্ত কাজের জন্য জাতি কখনো উনাদের ক্ষমা করবেনা, আপনার সাথে সহমত ।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
ঢাকাবাসী বলেছেন: ঐ গর্ধভগুলো আমাদের জন্য কয়েকটা মারাত্মক ভুল করে গেছে, তার মধ্যে উপরে ১ নং মন্তব্যকারী যা বলেছেন সেটাই প্রধান।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ভোরের সূর্য বলেছেন: মইনউদ্দিন ফখরুউদ্দিনের তত্বাবধায়ক সরকারের সবচেয়ে বড় ব্যর্থটা ছিল এই দুই নেত্রিকে মাইনাস না করা।