নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতে আদালতে নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় স্বীকারোক্তি দেয়নি কুখ্যাত নুর হোসেন। আদালতে হত্যার দায় অস্বীকার করে ন্যায় বিচার প্রার্থনা করেন নূর হোসেন।
রোববার কলকাতায় গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনসহ দুই সহযোগীকে বারাসাত আদালতে নেয়া হয়। রোববার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাতের অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিমের আাদালতে নেয়ার পর খুনের মামলায় গ্রেফতার এড়াতে ভারতে আত্মগোপনসহ পালিয়ে আসার বর্ণনা দেন এই গডফাদার। এসময় আদালতে উপস্থিত তার অপর দুই সহযোগী সস্বীকার করেন, তারা হত্যাকাণ্ডের পর গত ১০ই মে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারতে প্রবেশ করেন। ফ্লাইটে করে তারা কোলকাতায় অবতরন করে আত্মগোপন করেন বলে আদালতকে জানান।
আদালতে নূর হোসেন হত্যার দায় অস্বীকার করে ন্যায় বিচার প্রার্থনা করেন।
আদালত নূর হোসেন এবং তার দুই সহযোগীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন
১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
মনুআউয়াল বলেছেন: আমার মনে হয় নূর হোসেন ভারতে রাজনৈতিক আশ্রায় চাইবে
২| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
কেএসরথি বলেছেন: আরে কিছুই হবে না এদের। কখনো হয়নি, ভবিষ্যৎেও হবে না।
১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
মনুআউয়াল বলেছেন: আমার তাই মনে হয়
৩| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
বোধহীন স্বপ্ন বলেছেন:
চোরের মা'র বড় গলা
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
ভোরের সূর্য বলেছেন: রিমান্ডে নিয়ে যখন প্যাঁদানি দেয়া শুরু করবে তখন সব স্বীকার করবে। ওয়েট এ্যান্ড সি।