নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল সকাল এ biology এক্সাম। আজ রাত এ বই নিয়ে না বসে fb তে বসে আছি friendz দের কাছে suggestion নিয়ে পড়তে বসবো ৷ কিন্তু হঠাৎ দেখি সেই #মেয়েটির message...........
মেয়েটি কে আগে যখনই fb তে active দেখতাম তখনই msg দিতাম । কিন্তু কখনই বিশেষ কোন reply পাইনি । তার কাছ থেকে আজ অবদি মনে হয় ৩ টি woard ই reply পেয়েছি ।
-#what
-#why
-#but
এই তিন খানা reply বাদ দিয়ে আর কিছু এসেছে বলে আমার মনে নাই । তাই নিরাশ হয়ে অনেক দিন knock করি না।
আজ সে knock করেছে । তার কাছ থেকে msg দেখে আমিতো আনান্দে আত্মহারা ৷কিন্ত পর মুহুর্তেই মনে হল মনে হয় ভুল করে চলে এসেছে । তাই msg টি seen করে reply না দিয়ে বের হয়ে এলাম ।
কিন্তু এ কি দেখি আবার msg ।
"ki_করেন "
এই বার আমি reply দিলাম ।
আমি: মনে হয় ভুল করে এই id তে msg দিলেন
মেয়েটি : না আপনাকে কেই দিয়েছি । ঠিকই আছে ।
আমি :বলুন কি উপকার করতে পারি ?
মেয়েটি : কেন কোন দরকার ছাড়া কি আপনাকে knock করতে পারি না ?
আমি :কেন পারবেন না । ( একটু আবেগি হয়ে )
মেয়েটি : আপনি কি আমার উপর রাগ করে আছেন ?
আমি : আরে না কি যে বলেন । আপনার উপর রাগ করতে পারি ।
মেয়েটি : না আসলে .................................
--------------------------------------------------------------------------------
এই ভাবে ৪/৫ টা msg চালাচালি করার পর মেয়েটা আমকে যা দিল তা অনেক টা আকাশের চাদ হাতে পাওয়ার মত ।
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
মেয়েটি ঃ +880 ১৭###### । This is my number call me #now .
আমি ঃ এখনি call দিব এত রাতে ।
মেয়েটি ঃ তুমি যদি এখনি call না দাও তাহলে জীবনে তোমার সাথে আর কথা বলব না ।
আমি ঃ wait এখনি call করছি ।
আমি মনে মনে করলাম এ তো বিনা মেঘে বৃষ্টি পাত । মেয়ে যখন নিজেই বলছে তখন আমার call করতে ক্ষতি কি ।
তাই চট fb থেকে বের হয়েই call option এ গেলাম nb call দিতেই দেখি ৷ মেয়ে voice. শুনে মনটা আমার খুশি তে ভরে গেল । first word "#এই" । কিন্তু এর পর যা শুনলাম তাতে মেযাযটা একে বারে খারাপ হয়ে গেল । শুনলাম
"এই call টি করার জন্য আপনার account a যথেষ্ট পরিমান balance নাই । দয়া করে Recharge করুন । "
Option থাকলে হইত বলেই ফেলতাম আপনার আমার উপর দয়া করুন । এই call টি করতে দিন । ধার নিব সে উপায় নাই । সেই কাজ আগেই সেরে ফেলেছি ।
এখন frndz দের উপর মেযায খারাপ হচ্ছে হেবি আকারে । শালা গুলা set টাকা ভরে না । আর আমার set এ টাকা থাকলেই হয় । বলবে dst set টা দে তো একটা call করি । আর এক বার call দিলে balance শেষ না হওয়ার আগে কোন ছাড়াছাড়ি নাই ।
ঘড়িতে সময় তখন ২ a.m. এত রাতে এখন Flexi লোড কোথায় পাবো ৷ তাই বাধ্য হয়ে বাপের set টা নিয়ে এক frnd kase phn করলাম। ও থাকে ওর মামার বাড়িতে । মামার আবার #ফ্লেক্সি লোড এর business আছে ৷ ফোন করলাম first time ধরল না । 2nd time ধরল । সালাম দিল । Bt যেই নাম বললাম । সেই ওর মন্ত্র ভান্ডার থেকে কিছু #মন্ত্র পাঠ করে সুনালো আমাকে । এত রাতে phn দেওয়া জন্য ।
যাই হক ওকে কোন রকম manage করে । set a টাকা ভরলাম । আর বললাম কাল xam দিয়ে বের হয়ে আগে তোর টাকা শোধ করে দেব ।
Phn টা রেখেই phn delam মেয়েটাকে । Recive করে
মেয়েটি ঃ ১০ মিনিট ধরে wait করছি এত সময় লাগে call করতে । যাও কথা বলব না তোমার সাথে ।
আমি ঃ i am so sorry । আসলে আমার ৩/৪ টা moblie তো ৷ যেটা দিয়ে সবাইকে call করি ঐ টা খুজে পচ্ছিলাম না । তাই late হল ।
মেয়েটি ঃ ohhhh! তাই ৷ কোন ব্যাপার না ।
আমি ঃ তুমি রাগ করনি না তো ৷
মেয়েটি ঃ না । একদমি রাগ করি নাই । আচ্ছা শোন...............
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
এই ভাবে কথা বলতে বলতে দেখি কখন
৫ঃ৩০ বেজে গেছে ।
মেয়েটি ঃ যান এখন রাখি । আমার খুব ঘুম আসছে
আমি ঃ ok. যান কাল phn করবো তমাকে ।
মেয়েটি ঃ bye ........ Bye..... #সোনা ।
আমি ঃ bye.....bye..... #পাখি ....
বলে phn টা রেখে দিলাম । phn রাখতেই মনে হল কাল to xam.... Suggestion ও নিলাম na কিছু পড়লাম ও না ।
তারপর ভাবালাম এখন আর সময় ও নাই আর জেগে থেকে পড়ার মত energy ও নাই । তাই প্রতিদিন এর মত পাশের মেয়ে টার খাতা দেখেই লিখে দিব । এখন কষ্ট করে পরে আর লাভ নাই ।
পরের দিন সকাল ৯ঃ৩০ উঠে ফুরফুরে মেযায নিয়ে গেলাম xam দিতে । Hall এ question পাওয়ার সাথে সাথে দেখি frndz দের আকখক্ষপ । কারোর এটা common বাধে নাই to কারর ঐটা ৷
কিন্তু আমার সব #common ছিল। কারন পাশের মেয়ে টার কাছে sob common । তাই question paper পড়ার আর প্রয়োজন বোধ করলাম না । পাশের জনের খাতা zerox copy করতে লাগলাম । bt মন আমার xam hola কিছু তেই বসছে না । মাথয় একটা চিন্তা ই ঘুর ঘুর করছে । বের হতে হবে এই খান থেকে phn করতে hobe ওকে ৷
এই ভেবে একটু অন্যমনষ্ক হয়ে পাশের জনের খাতা দেখে লিখতে লিখতে লাগলাম । Sir এর দিকে আমি দৃষ্টি পাত না করলেও sir আমার দিকে ঠিকই দৃষ্টি পাত করলেন এবং আমাকে ডাক দিলেন কাছে ।
বুঝতে পারলাম এই বারই আমার জায়গা chage করে দিবেন।
Sir ঃ বাবা, তুমি যে ওর খাতা দেখে লিখছো এটা তো অপরাধ ।
আমি ঃ জি sir ।
Sir ঃ তাইলে তুমি স্বীকার করছ । Tumi অপরাধি ।
আমি ঃ জি sir ।
Sir ঃ তাহলে এখন কি আমার তোমার খাতা নিয়ে নেওয়া উচিত না ?
আমি ঃ জি sir. উচিত । বলেই #খাতা টা sir এর হাতে দিয়ে xam hall হতে বের হয়ে আসলাম
আমি বের হয়ার সময় এক বার পেছন ফিরে তাকালাম দেখি sir সহ পুরো class আমার দিকে তাকিয়ে আছে । এমন একটা অবস্থা তারা যেন first time আমাকে দেখছে ।
So what. আমি sir কে । মনে মনে একটা thnx যানালাম । cause আমিও এটাই ceasilam -----
যাই হোক । Hall থেকে বের হয়ে mobile টা বের করে চাপলাম *566# দেখি আছে মাত্র ১৩•০৩ টাকা । তাই দৌড়রে আসাদ গেটের ফ্লেক্সি load এর দোকানে যেই ১০০ টাকার card নিলাম আর একটা । frnd কে দেব বলে যে Taka টা এনেছিলাম সেটাও শেষ ৷
টাকা ভরেই call দিলাম । Call দিলাম শুনতে পেলাম
" আপনার dial কৃত number টি এই মুহুরতে #ব্যাস্ত আছে । "
কয়েক বার try করলাম একই case....
ভাবলাম হয়তো কোন close frnd এর সাথে মনের কথা । মানে আমার কথা বলছে তাই ভেবে মনটা আমার আনান্দে নেচে উঠল ৷
Clg থেকে বের হয়ে যেয়ে দড়াটানাতে চা এর দোকানে বসলাম এক frnd কে নিয়ে । আধা ঘন্টা পর আবার call দিলাম ।
নাহ এখন number busy........ এত কিসের কথা ........ Phn করা বাদ দিয়ে fb তে login করলাম । দেখি online আছে কিনা কিন্তু এটা কি হল ৷
-
এটা কি দেখলাম । msg inbox a. ডুকে দেখি মেয়ে msg গুলার পাশে #picture নাই । লেখা #fb_use-er.
Profile এ ডুকতে যেয়ে দেখি ....... কিছুই দেখা যাই না ।
বুঝতে আর বাকি রইল না । আমি
Fb তে -block.
Mobile- black list.
মাথা আমার কাজ করা বন্দ হয়ে গেল । Frnd r phn টা থেকে call দিলাম । দেখি #waiting e আছে ।
একটু পরে recive করে
মেয়ে ঃ Hello , কে বলছেন ?
আমি ঃ আমি বলছি .....
মেয়ে ঃ আমি কে ? Ohhh বুঝতে পেরেছি ।
আমি ঃ জানতে চাছিলাম কেন...... (বলতেই আমাকে থামিয়ে দিয়ে )
#মেয়ে: #কারন_আগের_দিন_আমার_bf_এর_সাথে_অনেক_ঝগড়া_হয়েছিল__তাই_ও_যেন_আমার_mobile_a_call_দিয়ে_আমার_number_waiting_পাই_এবং_যে_ভাবে_আমি_অন্য_কোন_ছেলের_সাথে_কথা_বলছি_এবং আমাকে হারানোর ভয়ে আমার সাথে আর ঝগড়া না করে এই ভেবে তোমাকে কাল কল করতে বলেছি এবং ঠিক তাই হয়েছে ও আজকে সকালে আমর কাছে মাফ চেয়েছে । ওয়াদা করাছে আর এরকম korbe ।
আমি ঃ কিন্তু আমিতো ভেবেছিলাম .....
মেয়ে ঃ তুমি কি ভেবেছ .... #_don't_care...
আমি ঃ কিন্তু ....
মেয়ে ঃ কোন কিন্তু নই । ami আমার #bf এর সাথে কথা বলছি । আমাকে distrub কর না ...........
............ #Don't call me again #bye.
বলেয় phn টা রেখে দিল । Phn টা রাখতে এই মনে হল । আমার upor দিয়ে 220 volt এর electricty প্রবাহিত । heart beat দেয়া off করে দিল । হাত থেকে চা এর cup টা পরে গেল ।
চুপা বসে থাকলাম কিছু সময় । আমার frnd আমার condition টা বুঝতে পেরে আমাকে বোঝতে শুরু । কিন্তু অবুঝ মন তো তা মানতে নারাজ ।
সেদিন খুব ভাল করে বুঝতে পারলাম এই জীবনে #৪ টা জিনিষ আমাকে দিয়ে হবে না
১. #বাপ্পি লেহেরির চোখ দেখা ।
২. #আটা, ময়দা বাদে এই দেশের রাস্তায় মেয়ে দেখা
৩. #Xam এ ভাল result করা ।
৪. #নিজের পাশে একটা gf পাওয়া ।
তখনি মনে মনে প্রতিজ্ঞা করলাম । আর যাই হোক আজ থেকে #gf এর চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলব । আর লেখ-পড়াতে মন দিব। এই মনঃভাব এমন serious ভাবে নিলাম যে এটা brek করা । অসম্ভব আর এতোটাই ipmossibe যে হইতো #আনন্ত_যলিল এই impossible কে possible করতে পারবে না।
যাই হোক ৷ দুঃখ , ভারাক্রান্ত মন নিয়ে চা এর দোকান এর বাইরে এসে দাড়াতেয় প|শে থাকা বন্ধু আমার বলে উঠল
বন্ধ ঃ মামা #পাখিটা দেখ কি সুন্দর ।
আমি দেখব না । মাথা নিচু করে দাড়িয়ে থাকলাম । কিন্তু হারামিটা ঠিকই দেখল পাখিটাকে । এক বার দেখার পর আমি আর চোখ সরাতে পারললাম না । ও বলল
- চল number টা নিয়ে আসি ।
আমি ঃ #চল ........
আবার শুরু হল সেই খোজ যা চলছে চলবে ......
কিন্তু সেই বার first Nd last time clg xam a অকৃতকাযর্ হয়ে । বন্ধুদের সহিত "v" sine সহ সেলফি upload দিতে পারি নাই ।
বিশেষ দ্রষ্টব্য: ঘটনাটি সম্পূর্ন কাল্পনিক । এটি কোনভাবেই personal life এর সাথে related না . আমরা এটি নিয়ে কোন রাজনীতি না করি ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২০
দ্য েস্লভ বলেছেন: সত্য না হলেও এরকম ঘটনা বেশ কমন হয়ে পড়েছে। এতে সময়,টাকা,স্বাস্থ্য নষ্ট হচ্ছে। মেধার সঠিক ব্যবহার কমে যাচ্ছে। পড়ে ভাল লাগল