নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিন-ভূত তাড়ানোর নামে তরুণীদের সঙ্গে পর্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে আহসান হাবিব পিয়ার নামে এক ভণ্ডপীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও থেকে পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে পর্নো উৎপাদন ও সংরক্ষন করার কাজে ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহসান হাবিব পিয়ার দাওরায়ে হাদিসে পড়াশুনা করেছেন। নিজেকে এএইচপি টিভির সাংবাদিক বলে পরিচয় দিতেন এবং নিজের ইউটিউব চ্যানেলে ধর্মের কথা বলে জনপ্রিয়তা অর্জন করেন পিয়ার।
মধ্যপ্রাচ্যে তার অধিক জনপ্রিয়তা রয়েছে। সোশাল মিডিয়াতেও সে ধর্মের কথা বলে অনেক ফলোয়ার তৈরি করে। সে নিজেকে পীর দাবি করে জিন তাড়ানোর কথা বলে মেয়েদের নির্যাতন করত। শুধু তাই নয় বিভিন্ন সময়ে মেয়েদের সাথে ইমো এবং তার নিজ ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা যৌন উত্তেজক কথোপকথন করে ও এদের অনেককে নিজ বাসায় এনে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যৌন সম্পর্ক স্থাপন করত।
এ বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম জানান, পীর দাবি করা ভণ্ড হুজুর মেয়েদের সঙ্গে যৌনকর্ম করার সময় ভিডিও করে তা কম্পিউটারে সংরক্ষণ করত।
পরে সুযোগ মতো ভিডিওর কথা বলে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা আদায় করত।
তার বিরুদ্ধে খিলগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে
২| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
মেটাফেজ বলেছেন: হালায় দেহি ডিজিটাল পীর।
৩| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চোখে কালজ লাগিয়ে ভিডিও করো। তারে দেখে অন্য লিঙ্গের মনে হতো।
আমাদেরকে সতর্ক হতে হবে। নেকাব, টুপি, লম্বা দাড়ির দিন শেষ। ওরা আমাদেরকে ব্যবহার করে। ধর্মের নামে নির্যাতন করে।
সত্য বললে নাস্তিক নাম লাগিয়ে সদল আক্রমন করে।
৪| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
বাংগালী নাকি পাকিস্তানী?
৫| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: মাগো, কি লুতুপুতু চেহারা, সুরমা লাগয়ে আধ্যাত্মিক ভাব নিয়েছে
৬| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেয়াদবরা ধর্মকে ব্যবহার করা শুরু করেছে। শর্টকাট মুসলমানদের সচেতন হতে হবে...
৭| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: আমার এই নোংরা দেশে আর এক মিনিটও থাকতে ইচ্ছা করে না।
৮| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৬
জগতারন বলেছেন:
এই লোক-এর ভি-ডি-ও' দেখে এ বছরের প্রথমে দেয়া আমার মন্তব্য ছিলঃ
এই বকর বকর করা আহসান হাবীব, পিয়ার'কে স্মরন করায়ে দিতে চাই যে, হযরত মুহাম্মদ নামটি উচ্চারন করার সাথে সাথে তাহার প্রতি দুরুদ পড়া আবশ্যক। বলতে হবেঃ (সাঃ) বা (দঃ) বা বলতে হবেঃ আল্লাহর তরফ থেকে তাহার প্রতি শান্তি বর্ষিত হওক।
আমারতো মনে হয় এই আহসান হাবীব, পিয়ার, ইসলামের নাম নেয়া, চোখে কাজল বা সুরমা দেয়া, মুখে দাড়ী ও আলখেল্লা পরা এক ভণ্ড প্রতারক কিনা!!!
এর ভি-ডি-ও'তে মুহাম্মদ (সাঃ) নামটি উচ্চারন করার পর তার প্রতি যথাযত সম্মান প্রদর্শন করা হয়নি দেখে; আমি তার দেয়া ভি-ডি-ও' দেখা শেষ করি নি। দর্শকদেরও বলব তার ব্যাপারে ভালোভাবে না জেনে তার কোন ভি-ডি-ও’ দেখা থেকে বিরত থাকুন।
সে হয়তো কোন ইহুদি বা মোনাফেকদের কাছ থেকে টাকা এনে গরীব দুঃখীদের এভাবে টাকা বিতারন করছে। কিন্তু তার এ সমস্ত কাজের প্রকৃত লক্ষ হতে পারে মোনাফেকি ও ইসলামের ক্ষতি করা। সুতারং সাবধান!!!
৯| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭
কাউয়ার জাত বলেছেন: আহসান হাবিব পিয়ারকে নির্দোষ দাবী করছি না। কারণ পরে ঘটনা সত্য প্রমাণিত হলে আমাকে লজ্জায় পড়তে হবে।
তবে তাকে দোষী বিশ্বাস করার আগে আমার কিছু প্রশ্ন থেকে যাচ্ছে।
১০| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৪০
চিটাগং এক্সপ্রেস বলেছেন: জানোয়ারটার পুরুষাঙ্গ কেটে গলায় ঝুলিয়ে দেওয়া উচিত ।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পিয়ার তুমিও ?