![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা না বলেও কত কথা বলা যায়!
না, অবাক হবার নয়
সালাম, শফিক, বরকত, জব্বার
এরা কত কথা কয়।
শুনতে কি পাও কভূ?
এরা তো নয় মাত্র হাতে গোণা
বিশ কোটিরও বেশি লোকের
হৃদয়ে আজো বোনা-
আছে তাদের স্বপ্ন-জাল।
ওরা নিঃশব্দে কথা বলে তবু।
ছবিঃ ইন্টারনেট
©somewhere in net ltd.