নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: আওয়াল হোসেন টুটুল

টুটুল

সৎকাজে ১০০% বিশ্বাসী।

টুটুল › বিস্তারিত পোস্টঃ

সিস্টেম লস

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৩

কোন্‌টা মিথ্যে, কোন্‌টাই বা সত্য
চুলচেরা-ব্যবচ্ছেদে এ সকল তথ্য-
না হয় বাদই দিলাম, মেনেই নিলাম
কোনোভাবে খোয়া যায়নি কয়লা;
কয়লা ধুয়েই তবে এতো ময়লা
কী করে কমে গেলো সিস্টেম লসে!
দুদক ‘ত’-সহ দন্ত খোঁজে বসে বসে
মাঝে মাঝে এ মামলায়, ও মামলায়।
আচ্ছা, দন্তহীন শার্দুলের কি দন্ত গজায়!
কয়লা ও হীরা তো একই জাত-গোত্রের
দুজনেরই যোগ আছে জন্মের সূত্রের।
একজন কালো আর একজন ধলো
তবে এতো ব্যবধান খোঁজো কেনো বলো
সকলেই? মূল্যের বিচারে তো কেউ কম না
কারো থেকে। ব্যবধানঃ একে সাজে গয়না,
অন্যে, জ্বলে চুল্লিতে।
দুজনেই খতিতে
পয়সার উৎস।
এইবার বুচ্ছো!
সিস্টেম লস বা খনি চুরি (পুকুর চুরি নয়) যা-ই হোক
দায়মুক্তি পাবে, যদি সরকারের লোক
হয়ে থাক তুমি। অন্যথায় ‘ত’ দন্তে
দুদক কী করে অন্তে
কেউ কিছু জানিনা। তবে ভাবি বসে বসে
কী জানি, পড় কিনা সিস্টেম লসে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: আসলে কয়লা গুলো বাতাসে মিলিয়ে গেছে।

২| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২১

মিখু হোসাইন তিতু বলেছেন: দুর্নীতি তে যোগ হয়েছে ফিঙ্গারিং কপি করার পদ্ধতিও....
বিস্তারিত দেখে আসবেন আমার ব্লগে :-আপনি জানেন কি...

৩| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬

বাকপ্রবাস বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

টুটুল বলেছেন: ভালো মন আর ভালো দৃষ্টি থাকলে, পৃথিবীর সবই সুন্দর লাগে। আপনার বেলাতেও কি সে রকম কিছু ঘটলো নাকি!

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩

আহমেদ জী এস বলেছেন: টুটুল ,




বিদ্যা-বুদ্ধি-বিবেচনা-বিবেকের সিস্টেম লসে পড়ে গেছি আমরা সবাই....................

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১

টুটুল বলেছেন: একেবারেই সত্য কথা, ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.