![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই আবাল-নাদান
আমরা সবাই নানান রোগে রোগী
কারো চির সর্দিকাশি, কেউ বা উচ্চ রক্তচাপে ভুগি।
কারো আবার ভিন্ন বাতিক- মাথায় বুদ্ধি কম,
কেউ বা কিছু খেতে পাইনা, পেটে বদহজম
কচু খেলে চুলকায় কারো, কারো গলায় চুলকায় বুনো ওল-
সবকিছুরই এক সমাধান আছে, বাঘা তেঁতুল।
চটপটিটা টেস্টি হয়নি, টেস্টি হয়নি টাকি মাছের ঝোল
সেখানেও যোগ করে নিন সুমিষ্ট তেঁতুল।
তেঁতুল খেলে সর্দি কমবে, কমবে উচ্চ রক্তচাপ,
কথায় আছে তেঁতুল নাকি সব ওষুধের বাপ।
তেঁতুল খেলে মাথা খুলে, কমে পেটের পীড়া
তেঁতুল ত্বকে লাবণ্য দেয়, বলেন বিজ্ঞানিরা।
তেঁতুল কাটা-ঘা শুকাবে, কেটে যাদের বেরিয়ে গেছে খুন
তেঁতুল দিয়ে...আমাদের হেফাজত করুন।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
টুটুল বলেছেন: ভাই, তেঁতুলের এতগুলো উপকারের কথা শুনেও আপনি এ কথা বলছেন- খুব কষ্ট পেলাম।
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
নজসু বলেছেন: শুনেছি তেঁতুল বেশি খেলে নাকি গায়ের রক্ত পানি হয়।
সত্যি নাকি?
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
টুটুল বলেছেন: গুজবে কান দেবেন না।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩০
রাজীব নুর বলেছেন: তেঁতুল এবার দেশটারে খাবে।