![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো ভোটের রাজনীতি!
আমজনতার লাইগা নেতার উছলায় পিরিতি।
জনগণের সেবায় নেতা নিবেদিত প্রাণ
চাও যদি, তাও পাইড়া দিবো দূর আকাশের চান
তোমার আমার মন ভোলাইতে হাজার প্রতিশ্রুতি।
মুছাইয়া দিবো নেতা দুঃখ কষ্ট জ্বালা
তোমরা যদি দাও তারে গলায় বিজয়মালা
সুদিনের সুবাতাস নেতায় দিবো রাতারাতি।
সব নেতারই ফুলের মতোন পবিত্র চরিত্র
সবার সাথে বুক মিলাবে নেইতো শত্রু মিত্র
ভোটের পরে দেখবা নেতার আসল মুরতি।
২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নেতাদের চরি ইত্র, ফুলের মত পবি ইত্র।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: গোলযোগ এড়াতে নির্বাচনের আগেপরে ১৫ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখুন