নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

তবে কি ব্লগার চাঁদগাজী বর্তমান সরকার অর্থাত আওমীলিগের কাছে মাথা বিক্রি করে দিয়েছেন ?

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩


তবে কি ব্লগার চাঁদগাজী বর্তমান সরকার অর্থাত আওমীলিগের কাছে মাথা বিক্রি করে দিয়েছেন !আমি এ কথা বলতে বাধ্য হচ্ছি কেননা ওনার প্রতিটি লেখায় বেগম জিয়া,তারেক জিয়া,ফালুদের বিরুদ্ধে । এটা অবশ্য যার যার ব্যক্তিগত বিষয়
কে কার সাপট বা কে কার দল করবে,কিন্ত তাই বলে একজন লেখক হিসেবে লেখলে অথবা একজন লেখককের কাছে এক পেশে লেখা মনে হয় কারোই কাম্য নয়। আমার কথা সেখানে নয় আপনি যদি আওয়ামিলীগকে সাপট করেন সেটা ভালো কথা এবং তাদেরকে নিয়ে যত খুশি লেখেন কেহ বাধা দেয়ার মত নাই ।আপনি যদি সরকারের হয়ে লেখতে চান তাতেও কোন সমস্যা নাই দয়া করে শুধু এক পেশে বিএনপিকে দোষারপ করে আওয়ামীলিগকে ধোয়াতুলসী পাতা বানিয়ে না।দোষ গুণ সব মানুষের মধ্যেই থাকে শুধু বিএনপির খালেদা,তারেক,ফালু,রিজভী,খোকাদের দোষ আছে তা নয় কিন্ত।যেখানে দলমত নির্বিশেষে সর্বদলীয় ভাবে সকলের মিলে মিশে মিয়ানমার
থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো প্রয়োজন সেখানে আপনি বলেন বেগম জিয়াকে রোহিংগা ক্যাম্পে যাওয়ার অনুমতি দেয়া সঠিক হয়নি।
এই বিশাল ভয়ংকর অবস্হার মাঝে বেগম জিয়ার কিছু করার নেই ওখানে; বেগম জিয়া, উনার পরিবারের সদস্যরা লোভী ও প্রমাণিত অসৎ মানুষ; উনার সাথে যারা সেখানে যাবে এদের অনেকেরই ক্রিমিন্যাল রেকর্ড আছে; ওরা ওখানে গিয়ে সমস্যার সৃষ্টি করবে মাত্র; রিলিফের নামে বেগম জিয়া অবশ্যই চাঁদাবাজী করেছেন, উনি উনার সম্পত্তি থেকে জাতিকে কিছু দিয়েছেন, এ রকম কোন ইতিহাস নেই; এরা নিতে জানেন, দিতে ভুলে যান। আরবদেশ সমুহে, আমেরিকা, ইউরোপে বাংগালীরা রোহিংগাদের জন্য বিপুল পরিমাণ ডলার সংগ্রহ করছে; তার কিছু অংশ হয়তো বেগম জিয়াকে দেয়া হতে পারে; এগুলো সরকারের হাতে যাবে না। বেগম জিয়া ১৯৮২ সালে নিজেই জাতির কাছ থেকে রিলিফ নিয়েছেন, আজও ফেরত দেননি; উনি কিসের রিলিফ দেবেন আবার? উনি এখন ক্ষমতায় থাকলে রিলিফ থেকে একাংশ উনার পরিবারের লোকেরাই নিয়ে যাবার সম্ভাবনা ছিলো।

এতই যখন বুঝেন এবং আপনার সরকার যখন ধোয়াতুলসী পাতা তখন আপনার সরকারের দোষ গুণের কথাগুলো একটু তুলে ধরেন
জাতির সামনে জাতি দেখুক কে সৈরাচারীর সীমা লঙ্গন করেছে বিএনপি না স্বাধীনতা পক্ষবাদী আওয়ামীলিগ।

মন্তব্য ৪৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: শুধু মাথা নয় পুরো শরীর বিক্রয় হয়েছে বলে আমার মনে হয়।আর কাপড় চোপড় বিএনপির কাছে।দু একবার বিএনপির নামেও কিছু ভাল ভাল কথা লিখিয়েন।ওনাদের অনেক দূঃখ।কেউই লেখেনা।দু একজন থাকলেও ওনারা সাহস পায় না।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: আচ্ছা তাই নাকি ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৬

কানিজ রিনা বলেছেন: এই চাঁদগাজী কখন কোন দলের বাঁশ দিয়ে
লিখে তার ঠিক নেই। তবে এবার বেগম
জিয়ার একপেশে ভাবে বাঁশ দিয়ে লিখেছেন।
ধন্যবাদ।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

ব্লগ সার্চম্যান বলেছেন: এইটা ঠিক কইছেন আপা ওনার মাথায় সারাখণ অন্যকে কিভাবে বাঁশ দিবে সেই চিন্তাই কাজ করে ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী ভাই কখনোই কারো কোন কিছু ইতিবাচক চোঁখে দেখেন না,
সে দলের হোক বা লীগের হোক, বন্ধু হোক বা শত্রু হোক।
ওনার চোঁখ সবসময় বাম দিকে দেখে, ওনার ডান চোঁখের বর্তমান অবস্থা
বড়ই করুন। ডান চোঁখের চশমার পাওয়ার বাড়াতে হবে যদি একান্তই তা
কার্যকর থাকে!!

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: আমার হিসেবে নূরু ভাই চাঁদগাজী ভাইয়ের পুরো চশমার পাওয়ারই বাড়াতে হবে।:)

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

দুখু বাঙাল বলেছেন: নূরু ভাই মনের কথাটা বলেছে। এটা আমি অনেক আগ থেকেই লক্ষ করছি। উনার ইতিবাচকতা কম।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ২:১৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ঠিক বলেছেন ভাই ধন্যবাদ।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: আমি নূর মোহাম্মদ নূরু ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে বলছি, আমি ব্লগে ১ম যে পোস্ট টা দিলাম তাতে কারো কোন দ্বিমত পোষণ করার কোন অবকাশ না থাকলেও তিনি কোথা থেকে হাজির হলেন এবং খুব সুক্ষ ভাবে অপমান করলেন। তারপর অবশ্য সব জায়গায় দেখেছি তিনি কোন জায়গায় ভালো মন্তব্য করেননা। (প্রতিবন্ধকতা আছে কিনা জানিনা) তবে উপায় থাকলে তার মত টাক মাথাওয়ালা জ্ঞানী পাব্লিক কে ব্লগ থেকে ব্লক করতাম। ধন্যবাদ জানায় আপনাকে বিষয় টা তুলে ধরার জন্য।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৬

ব্লগ সার্চম্যান বলেছেন: আমিও একমত পোষণ করছি ।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাদ্গাজী ভাইএর ওই পোস্ট আমার ভাল্লাগেনি, আমি প্রতিবাদ করেছি।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৩

নূর আলম হিরণ বলেছেন: উনার ব্লগে যান আমি তো দেখি উনি শেখ সাহেব, তাজউদ্দীন, শেখ হাসিনা, কাউকেই ছাড়েননি! আপনি সম্ভবত উনার শেষের দুই তিনটা পোষ্ট পড়ে এই পোষ্ট লিখেছেন! ধন্যবাদ।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৩

প্রামানিক বলেছেন: চাঁদাগাজীর স্বভাবটাই হলো সব পোষ্টের নেগেটিভ সাইট তুলে ধরা।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৬

চিন্তিত নিরন্তর বলেছেন: অনেক সময় তার মত সমালোচক আপনাকে ভালো লিখতে সাহস যোগাবে।

আমি মনে করি এটাই তার জনপ্রিয়তার অন্যতম একটি কারন।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যই না ! কারণ তিনি সমালোচনা করতে জানেন,
উপদেশ কিংবা গাইড লাইন দেবেন না কখনো্ই।
তার মন্তব্যের উত্তর দেয়া মানে অযথা ক্যাচাল।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২২

নতুন বিচারক বলেছেন: ওনাকে নিয়ে পোস্ট দিয়ে আমি ব্লক খাইছি আপনিও শেষ । :(

১২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: শুধু একটা কথাই বলি- চাঁদগাজী সাহেব নিরপেক্ষ।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব নুর বলেছেন: শুধু একটা কথাই বলি- চাঁদগাজী সাহেব নিরপেক্ষ।
হ্যাঁ, তাইতো !!

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: @নতুন বিচারক- সত্যি কথা বলব ভাই তাতে সে যত বড় টুটের টুট ই হোকনা কেন !!! তাতে আমার কিচ্ছু যাই আসেনা।

@রাজীব নুর সাহেব। আপনার পোস্টে উনি নিরপেক্ষতার ভুমিকা রেখেছে ভেবে হয়তো আপনি এই কথা বলছেন, অথবা আপনি তার পেয়ারের লোক হতে পারেন। দেখুন ওনার সাথে আমাদের এত গুলো লোকের কোন শত্রুতা নেই যে আমারা তার সম্পর্কে বানিয়ে বানিয়ে বলছি।

@নূর মোহাম্মদ নূরু - একমত জনাব।

@চিন্তিত নিরন্তর- জনাব, তারমত সমালোচক এর বাঁশ জাতীয় সমালোচনায় নতুন লেখকদের সাহস যোগাবে না। বরং বেচারার সাহস জন্মানোর আগেই মরে যাবে।

@নূর আলম হিরণ- ভাই উনি ভালো লেখেন সেটা স্বীকার করতে কোন বাধা নেই। কিন্তু উনি অন্য কোন লেখকদের (বিশেষ করে নতুন) সহ্য করতে পারেননা।

যাইহোক। আমার এই কমেন্ট যদি "চাঁদগাজী" মহদয় সাহেব দেখে থাকেন তবে তাকে বলব- আপনাকে নিয়ে করা মন্তব্যের জন্য যত খুশি গালি দিতে পারেন। শুধু অনুরোধ কষ্ট করে আমার কোন পোস্ট আপনি পরবেন না বা দয়া করে কোন মন্তব্য করবেন না। ধন্যবাদ।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হউক, চাঁদ গাজী সবসময় ব্লগে মন্তব্যের ঘরে ১ নম্বর হয়....এহনও তাঁর মন্তব্য নাই...ডুব দিল (নাকি ফারুকির ডুব দেখতে হলে গেল) বিষয়টি বড়ই রহস্যজনক :-& :-&

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
@ নাঈম ফয়সাল নয়নঃ ধন্যবাদ আপনাকে সাহসী উচ্চারণের জন্য।
সম্ভবত কেউকেটা জাতীয় কেউ হবেন, ইতি মধ্যে আমার একটি মন্তব্য
গায়েব করে দিতে সক্ষম হয়েছেন।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: উনার এইরকম মানসিকতা এবং পরমত সহিষ্ণুতা না থাকায়, আমি যা ভাবি তাই ঠিক বাকী সব ভুল জাতীয় চেতনায় উজ্জিবীত বলে আগে বহু বহু নিকের কবর হয়েছে!
এই নিকটা কিভাবে যেন দীর্ঘদিনই টিকে রইল! দুর্জনেরা বলে উপর! মহলে নাকি পজিটিভ কানেকশন!

উনি জেড ফোর্সের এক্স যোদ্ধা হিসেবে জানার পর খুবই সম্মান করতাম! কিন্তু পরে যখন দেখলাম একধরনের বিকার গ্রস্থতা কাজ করে- যতটা সম্ভব ইগনোর করেই চলেছি। আপনার শান্তির জন্যই!
উনার মতো করে সবাই যদি বাক-স্বাধীনতার নামে যা খূশি তাই বলা শুরু করে- সামু কুরুক্ষত্র হতে ঘন্টা সময়ও লাগবে না!

আশা করি উনি সার্বজনীন ভাবনা মাথায় রাখবেন। তাতে সকলের মনে শান্তি এবং স্বস্তি বজায় থাকে। উনি থাকবেন কি?

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৫

ব্লগ সার্চম্যান বলেছেন: আশা করি উনি সার্বজনীন ভাবনা মাথায় রাখবেন। তাতে সকলের মনে শান্তি এবং স্বস্তি বজায় থাকে।
ভ্রাতা এই একটি বিষয় মাথায় রেখেই ওনার উদ্ধেশে এই পোস্ট দেয়া ।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

বানেসা পরী বলেছেন: আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা দেশের চেয়ে আওয়ামীলীগ আর বি.এন.পি. নিয়ে মাথা ঘামাই বেশি। রাজনৈতিক দলগুলোর কোন্দল নিয়ে এত বেশি ইস্যু তৈরী করি যার ভীড়ে দেশ আর জনগণের স্বার্থ চাপা পড়ে যায়।

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫

তারেক ফাহিম বলেছেন: গাজী ভাই কই হারালো প্রথমে পড়ে মন্তব্য করিনি, দেখি কে কি বলে আর গাজী ভাইর অপেক্ষায়।

হারানো বিজ্ঞপ্তি দেওয়া লাগবে না তো :`>


কম বেশি সবার পোষ্টে গাজী ভাই, কমেন্টস্ করে কিন্তু কারো কাছে ইতিবাছক আবার কারো কাচে নীতি বাছক।

কিন্তু গাজী ভাইকে নিয়ে সমালোচিত ব্লগটি পড়ে আমারও একটু লাগছে।

২০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের সবার মাঝে একটি মিল, আমরা সবাই ব্লগার; কিন্তু আমরা সবাই একই বিষয় (বিশেষ করে, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সায়েন্স, ইতিহাস) নিয়ে একই লেভেলে ভাবি না, লিখি না, দেখি না; এমনি আমাদের জানার, পর্যবেক্ষণ, এনালাইসিস একই লেভেলের নয়, সমান্তরাল হওয়ারও সম্ভাবনা কম, এবং এগুলোর পেছনে অনেক প্রভাবও থাকে, স্হান, কাল, পাত্র, শিক্ষা, কালচার, কমনসেন্স, পরিবেশ।

ব্লগে আমরা নিজদিগকে প্রকাশ করে থাকি পোস্টের মাধ্যমে; আপনি কি, কেন, ইত্যাদি নিয়ে আপনি অনেক রচনা লিখতে পারেন; কিন্তু আপনার পোষ্টই আপনার "প্রোফাইল"; আপনাকে কোন ব্লগার জানেন না, জানেন আপনার পোষ্টকে।


২১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমার জীবনের একটা অংশ কেটেছে পশ্চিমে, আমি আমার জাতিকে ভালোবাসি, আমার জাতিকে বুঝার চেষ্টা করি; আমার উপর হয়তো পুর্ব ও পশ্চিমের প্রভাব আছে; ফলে, মাঝে সামান্য কনফ্লিক্ট হয়; কিন্তু সেটা আজও বিশাল সমস্যার সৃষ্টি করেনি।

আমি পোষ্ট পড়লে, আগে সব সময় আমার মতো করে মন্তব্য করতাম, এতে আমার কিছু নিক হারাতে হয়েছে; এখন আমি চেষ্টা করছি, ব্লগের নিয়ম মেনে মন্তব্য করতে, এতে আমার ভাবনা সীমিত হয়। আমাকে অনেক ব্লগার তাদের পোষ্টে মন্তব্য করতে নিষেধ করছেন সময় সময়, উনারা আসলে ব্লগিং যে পাবলিক ডোমেইন, সেটা বুঝেন না; আশাকরি, উনারা সময়ের সাথে বুঝতে পারবেন।

২২| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


আমার মন্তব্য নিয়ে বিভিন্ন সময়ে ব্লগে পোষ্ট এসেছে, এতে ২/৩ বার আমি নিক হারায়েছি; কিন্তু আমার ভাবনা খুব একটা বদলায়নি; নিক হারায়ে নতুন নিক নেয়ার জন্য আমাকে অনেকে বেহায়া, বেহায়া ডেকেছেন; আমার ধারণা, উনারা মন্তব্যের শক্তি বুঝতে সক্ষম হননি, মন্তব্য একজন শক্তিশালী লেখকের জন্ম দিতে পারে, মন্তব্যের ফলে, ব্লগার নিজকে রিফাইন করার সুযোগ পেয়ে থাকেন। ব্লগের বাইরে যারা পপুলার লেখক, তারা ব্লগে লিখুক, দেখবেন তারা ফ্লপ করবে; কারণ, তাদের ভুল আজীবনের জন্য থেকে যায়, কেহ তাদের ভুল ধরিয়ে দেয়ার জন্য উনাদের লেখায় মন্তব্য করেন না।

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

নিরাপদ দেশ চাই বলেছেন: চাদ্গাজী রাজনীতির সাথে জড়িত নন কোনভাবেই , সেটা উনার লেখা পড়লেই বোঝা যায়। কিন্তু উনার একটা ফোবিয়া আছে যার নাম খালেদা ফোবিয়া। খালেদা জিয়ার নাম কোথায় দেখলে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। এই মুহুর্তে খালেদা জিয়া ক্ষমতায় নাই। আবার ক্ষমতায় আসবে এমন কোন সম্ভাবনাও তৈরী হয় নাই। বিএনপির নিকট অতীতের হাওয়া ভবনের কাল ইতিহাস সবাই ভুলে গেছে এমনটা মনে করার কোন কারনও ঘটে নাই। বর্তমান হচ্ছে পুরো দেশ এক অবৈধ স্বৈরাচারী সরকারের চরম দুঃশাশনে অতিষ্ঠ।এই মুহুর্তে তাদের বাদ দিয়ে সাত আট বছর আগের সরকারের চুরান্ত সমালোচনা স্বাভাবিক ভাবেই কারোরই পছন্দ না।এর মানে এই না যে সবাই বিএনপির সাপোর্টার হয়ে গেছে। উনাকে বাস্তবতাটা বুঝতে হবে। নিজেকে ফোবিয়া থেকে মুক্ত করতে চেষ্টা করতে হবে।

২৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: চাঁদগাজী কিছুদিন পর দেশে আসছেন, আওয়ামীলীগ এর সমালোচনা করে ৫৭ ধারায় মামলা খেতে নাহ হয় তাই আর কি??? দেশের কাজ শেষ ইমিগ্রেশন ক্রস করলে আমরা আবার আগের চাঁদগাজী দেখতে পাব। :P

২৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সর্বশেষ পোস্টে একটু বেশী বলে লিখেছিলেন এটা সত্য। তবে উনি দুই দলকে সমানভাবে সমালোচনা করেন বলে মনে হয়। বি এন পি পক্ষের লোকও শেখ মুজিব, তাজউদ্দিনের সমালোচনা করতে একটু সময় নেয়। কিন্তু চাঁদগাজী কাউকে ছাড়ে না...

২৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

মানিজার বলেছেন: চাদগাজী'র স্ববাভ খালি নেগেটিভ তুলে ধরা কে বললো ? চাদগাজী কাকার নিজের কোন মতদর্শন থাকতে পারে না নাকী/? আর আওয়ামীলীগের পা উনি কোনদিন চাটছেন কন তো ?

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

আবু তালেব শেখ বলেছেন: চাদগাজি নিরপেক্ষতার প্রতিক।
কাউকেই উনি ছাড় দেন না।
তবে ইদানীং বেগম জিয়ার প্রতি কঠোর আক্রোশের হেতু বুঝলাম না।

২৮| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ব্লগার চাঁদগাজীর কমেন্ট বা পোস্ট বোঝার মত প্রাপ্তমনষ্কতা এই ব্লগের সিংহভাগেরই নেই। তথাকথিত নিরপেক্ষতা উনি দেখান না এটাকে আমি ব্যাক্তিগতভাবে এপ্রিশিয়েট করি। নির্দিষ্ট কোন পোস্টে উনি সাধারনত সবপক্ষকে খুশি করার চেষ্টা করেন না এটা লক্ষ্য করেছেন কি ? উনার সমালোচনার ধার সহ্য করার ক্ষমতা অনেকেরই হয় না। পৃথিবীতে কেউই সমালোচনার উর্ধে নয়, উনিও নন। আমার সাথেযে উনার টক্কর লাগেনি, তা মনে কইরেন না। তারপরও উনার পোস্টের জন্য অপেক্ষা করি...........

২৯| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩

নাইম রাজ বলেছেন: চাঁদগাজী ভাইজানেরর পোস্টগুলো বেশির ভাগ বি এন পির বিরুদ্ধে আসে।

৩০| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল না উনি আমার ফেবারেত একজন রাইটার। :)

৩১| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজীর বেশ কিছু ব্লগ এবং মন্ত্যব্যের সাথে আমি একমত হতে পারি নি | কিন্তু তার একটি বিষয়ে আমার কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই - তাহচ্ছে তিনি বাংলাদেশকে সত্যি খুব ভালোবাসেন, এবং খুব ভালোবাসেন বলেই প্রায়শই চরম অপ্রিয় সত্যি কথা বলে ফেলেন |

আমাদের দেশের আসলেই খুব দুর্ভাগ্য যে, যে দলই ক্ষমতায় যায় সেই দলই ক্ষমতার চরম অপব্যবহার করে নানানা অন্যায় কাজ করতে থাকে | আর পুলিশ প্রধান থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের আমলা চক্র এই অন্যায়ের স্বপক্ষে এমন সব মিথ্যাচার করার প্রতিযোগিতা শুরু করে যা দেখে সত্যি লজ্জা পেতে হয় | সত্যিকারের স্পষ্টভাষীর বড়োই অভাব বাংলাদেশে, সমাজের অধিকাংশই এখন স্বার্থের কারণে দলকানা হয়ে পড়েছে | এই পরিপ্রেক্ষিতে চাঁদগাজীর মন্ত্যব্য দুই রাজনৈতিক মেরুর সমর্থকদের কাছে অপ্রিয় মনে হলেও তার অনেকাংশই খুব সময়োপযোগী এবং চরম বাস্তবতার প্রলেপে মোড়া |

৩২| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

রানার ব্লগ বলেছেন: বেগম জিয়া,তারেক জিয়া,ফালু এই তিন জনা কে নিয়া রসালো বলেন আর তির্যক বলেন সবধরণের আলোচনাই হয়ে আসছে। চাঁদ গাজী ভাই তো কেবল খোঁচা দিলেন।

৩৩| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এ পর্যন্ত চাঁদগাজীকে কোনো দলে ফেলার মতো মনে হয় নাই।

৩৪| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

শাহরিয়ার খান রোজেন বলেছেন: চাঁদগাজী কি লিখবেন আর কি লিখবেন না সেটা কি আমরা ঠিক করে দিব?

৩৫| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চাঁদগাজী মামার মতিগতি স্বয়ং খোদাও বুঝতে পারেন না বোধহয়, আর মানুষ কোন ছাড়! এই পোস্ট পড়ে বোঝা গেল বিম্পিপন্থিরা কোন সমালোচনাই সহ্য করতে পারে না! উনি যে বঙ্গবন্ধু, তাজউদ্দীন, শেখ হাসিনারও সমালোচনা করেছেন বিভিন্ন পোস্টে, মন্তব্যে; এগুলো আপনার চোখে পড়ে নি?

৩৬| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

টারজান০০০০৭ বলেছেন: আমার প্রিয় চাঁন গাজী

৩৭| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুপ ভাই কিছু বলবেন, থুরি , বলে ফেলেছেন,,
তিনি মাঝে মধ্যেই নিক পাল্টান বা পাল্টাতে বাধ্য হন!
হবারই কথা, সবাইতো সাগর নয় যে সব কিছু হজম করে
নিবেন। তাই মাঝে মধ্যে উগরে দেয় তাতেই এই অবস্থা।
তবে আমার কিঞ্চিত সন্ধেহের উদয় হয়েছে, এই নিকটা
তারই নয় তো ( ব্লগ সার্চম্যান ভাই আমার সন্ধেহ ভুল হলে
মার্জনা করবেন) নিজের বাজার দর ঠিক করতে হয়তে এমন
লেখা ও পোস্ট। এটা তার একটা কারসাজী। তাই সাধু সাবধান।

গতকালের জোয়ারতো আজকে ভাটায় রূপ নিয়েছে. তার পক্ষ্যে
অনেত সাপোর্টার পাওয়া যাচ্ছে। চলতে থাকুক।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: চিন্তা কিছের নূরু ভাই বাজার দর উঠতে থাকুক আর তারপক্ষের সাপটারদেরকেও আমর এই পোস্টে স্বাগতম জানাই ।
ওনারা আসুক মত প্রকাশ করুক । ;)
আমরাতো আর কারো ব্যান বা ব্লক দাবী করি নাই শুধু একটু সবাইকে বা সবার দোষ গুন গুলো নিয়ে লেখার আহ্ববান করছি।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য ।শুভ কামনা থাকল।

৩৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

পলাতক মুর্গ বলেছেন: চাঁদগাজী একজন মানসিক প্রতিবন্ধী

৩৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

পলাতক মুর্গ বলেছেন: চাঁদগাজী একজন মানসিক প্রতিবন্ধী

৪০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

পলাতক মুর্গ বলেছেন: চাঁদগাজী একজন মানসিক প্রতিবন্ধী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.