নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ বনাম কু ৩

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

এই বার নাকে তেল দিয়া ঘুমান ব্লগার ভাই রা, ইতিহাসে সৃষ্টি তো হয়েই গেল, রুটিন করে আন্দোলন বিশ্বের আর কোথাও হয়েছে বলে জানি না।সপ্তাহে এক বার জুম্মাবারে শাহবাগে বসবেন আর বাকি ৬ দিন কি কি করবেন তার রুটিন বা আন্দোলনের সূচি কিন্তু জানাবেন, ম্যাংগ পিপলের ম্যাংগ সেন্টমেন্টের যে কোন মূল্য আপনাদের কাছে নাই, বিশেষ উদ্দেশ্য এই রং তামাশা করা তা কিন্ত বুঝার আর কোন আবকাশ থাকল না।

এই আন্দোলনের সাথে প্রথম থেকেই একাত্ত্ব ছিলাম কিন্তু মনে যে সংকা ছিল তাই হচ্ছে এবং হবে। এইবার আমরা বাড়ী গিয়ে আংগুল চুষি, আর আবার তাবেদারি করার জন্যে তৈরি হয়ে যাই আ:লীগ বা বি,এন,পি র। ইলেকশনে কিন্তু ভোট আবশ্যই দিব যে যাকে ভাল মনে করবে তাকেই দিবে। সাবাশ শাহবাগ সাবাশ রাজনৈতিক কু..........................যাক এইটা অন্তত পক্ষে শান্তির বিষয় আর সামরিক কু এর দরকান নাই............সাবাশ শাহবাগ স্কয়ার।সাপ ও মরল লাঠি ও ভাংগলোনা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

অশান্ত পৃথিবী বলেছেন: সাবাশ শাহবাগ স্কয়ার।সাপ ও মরল লাঠি ও ভাংগলোনা।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

মাসুদ রশিদ বলেছেন: সাপ আবার কখন মরলো?

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

শার্লক বলেছেন: ক্যান যে এই কদিন ঘুম হারাম করলেন। এখন নাকে তেল দিয়া ঘুমান। এখন নিশ্চয় বুঝতে পারছেন কিছুই পান নি শুধু শুধু ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাইছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.