নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ এর গন্তব্য কোন পথে যাচ্ছে।
বাংলার সকল মানুষের একটাই দাবি রাজাকারের ফাঁসি, আর এটাই সমগ্র জাতিকে এক প্লাটফর্মে দাঁড় করিয়েছে। কিন্তু দাবি যেন বিশেষ কোন মহলের স্বার্থে গতি পথ হারিয়ে ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে।আগে মুল দাবি আদায় হোক তার পর আবর্জনা পরিস্কার করার অন্যান্ন দাবি, পদক্ষেপ বা কর্মসূচী ঘোশনা করলে এত বির্তক এড়ান যেত মনে হয়।
জাতিয় আবেগ নিয়ে এই কি খেলা খেলতে চাচ্ছ সবাই (সরকার,বিরধী দল ও রাজাকার এর বাচ্চারা) আর এদের খেলার পুতুল হয়ে ছিলাম- আবার হচ্ছি আমরা আম-জনতা।
যে কোন আন্দোলন ই সমালোচনার উর্দ্ধে নয়।কিন্ত এই সমালোচনার কারনে শাহবাগ আন্দোলন এর জাতীয় আবেগ নিয়ে এক ভংয়কর পরিনতির আশংকায় মন আজ সংকিত:। আন্দোলনের মূল দাবি থেকা বিচ্চুতিই সুযোগ করে দিচ্ছে ঐ রাজাকারদের।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
নায়করাজ বলেছেন: একটাই দাবি
রাজাকারের ফাঁসি
একটাই দাবি
রাজাকারের ফাঁসি
একটাই দাবি
রাজাকারের ফাঁসি
একটাই দাবি
রাজাকারের ফাঁসি
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
অপু ওপি বলেছেন: হা হা
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
হাবিব০৪২০০২ বলেছেন: এক ভংয়কর পরিনতির আশংকায় মন আজ সংকিত:। আন্দোলনের মূল দাবি থেকা বিচ্চুতিই সুযোগ করে দিচ্ছে ঐ রাজাকারদের
সহমত
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
আখতার ০১৭৪৫ বলেছেন: শাহবাগের আন্দোলন এর সাথে আমি সব সময় আছি। তবে এর অর্থ এই নয় যে বাংলাদেশের প্রচলিত আইন বহির্ভূত কোন কর্মকান্ডে অংশ গ্রহন করতে হবে। আমি সবার কাছে একটাই আশা করব কোন ভাবেই যেন বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ না হয়। যে দেশের বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হয় সে দেশ কোথায় গিয়ে দাড়াবে ?
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
হাঁড় = ঘাঁড় বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: আন্দোলন গতকাল মিরপুরের পথে গিয়েছিল , আজকে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পথে ।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
হাঁড় = ঘাঁড় বলেছেন: একটাই দাবি,
ব্যক্তি ও দল রাজাকারের নিষিদ্ধি
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
লিঙ্কনহুসাইন বলেছেন: আন্দোলন গতকাল মিরপুরের পথে গিয়েছিল , আজকে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পথে ।