নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রজন্ম চত্তর আন্দোলন নিয়া এরশাদ কাকুর বক্তব্য কি গ্রহনযোগ্য?
প্রজন্ম চত্তর নিয়া কথা বলাতে এরশাদ কাকুর বিরুদ্ধে তো কোনই প্রতিবাদ করলনা প্রজন্ম চত্তর এর নেতারা?
আমরা ভুলে গেছি এই এরশাদ কাকু একজন স্বৈরাচার যে কিনা ৮৬ তেই বিদায় হত, যদিনা তৎকালীন প্রধান বিরোধী দল ও বর্তমান মহাজোটের প্রধান দল তার সজান নির্বাচনে আংশ গ্রহন না করত।
মহাযোটের শরিক দললেই কি প্রজন্ম চত্তর কাকুর বিরুদ্ধে কোন শ্লোগান বা কর্মসূচী দিল না? এটা আবার নতুন কোন খেলা? এরশাদ কাকু যদি একটু খোলসা কইরা কইতেন?
ঐ বিচি পাকা আসিফ নজরুল কে যদি একই কারনে নব্য রাজাকার আখ্যা দিয়া চামড়া তুলে নেবার শ্লোগান দেওয়া ও দেশত্যগ করার আহবান জানান যায়, তো এরশএরশাদ কাকুর ক্ষেত্রে তো আরো বড় কিছু হওয়া উচিৎ? নাকি এত বড় বিচিওয়ালা কেউ নাই যে কিছু বলার?একি রংগ?
২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫
রশিক রশীদ বলেছেন: এরশাদ কাকু কিন্তু এই নতুন প্রজন্ম অর্থাৎ ছাত্র আন্দোলনের কাছেই ধরাশায়ী হয়েছিলেন তাই পুরান ঘায়ে নতুন যন্ত্রনা শুরু হয়েছে।
৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
ভাম_বেড়াল বলেছেন: এরশাদের বালের গিট্টু আজও পাকিস্তানেই বাঁধা। লম্পট ছাগুটাকে সেখানেই পাঠানো হোক। জাতীয় দলের অন্য দালালগুলো সমেত।
৪| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০
শোয়েব হাসান বলেছেন: এরশাদ নাকি আওয়ামী লীগের পুরুষ শাখার সভাপতি
৫| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫
মদন বলেছেন: হাসিনা হইলো এরশাদের বইন, এরশাদের কিছু হইলে হাসু আপা বইসা থাকবো???
৬| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
প্রািন্ত বলেছেন: এইবার আঁতে ঘা লেগেছে। বাঃ কি তামশা। এরশাদ যেই আওয়ামীলীগের স্বার্থ বিরোধী কথা বলেছে ওমনি সে স্বৈরাচার হয়েগেল। এদিন তো কাকুর এই তকমাটা মুজিব কোটের নিচে ঢাকা ছিল। এরশাদ কাকু জিন্দাবাদ। আপনার সাহস আছে। বাংলাদেশের কোন মানুষ এই দালালী মার্কা শাহবাগের আন্দোলনের বিরুদ্ধে কোন কথা বলেনি। আমি সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। কিন্তু শাহবাগে দালালি মার্কা আন্দোলন চাই না। ওদের দালালীর জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল গুলোতে সাধারণ মানুষের মাঝে প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে।
৭| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭
এস বাসার বলেছেন: এরশাদ কাকু আর আসিফ কাগু যেই হোক না কেন, জামাত শিবিরের পক্ষ নিলেই বানচোতের দল কট!
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
পক্ষপাতদুষ্ট বলেছেন: এ-তে এরশাদ তুই রাজা কার ? তুই রাজা কার ?
র-তে রওশন এরশাদ, তুই রানী কার ? তুই রানী কার ?