নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথাকথিত প্রগতিশীল সুশিল ব্যাক্তদের একটা প্রশ্ন করতে চাই.......
প্রশ্নটা হলো- যখন তাদেরকে কেউ নাস্তিক প্রমান করতে চায় তখন উনারা নিজেদের মুসলিম প্রমান করার জন্য অনেক চেষ্টা করেন।
এই প্রশ্নের উত্তর টা নিয়ে আমি অনেক ভেবেছি। উনরা সব সময়ে নিজেদেরকে প্রগতিশীন মুসলিম দাবি করতে চান।
এই প্রগতিশীল ও সুশীল বুদ্ধিজীবিদের কথামত আসলে আমরা কি রকম মুসলিম কখনও কি আমরা তা নিজেদের প্রশ্ন করেছি?
আমরা আসলে জুম্মা টু জুম্মা মুসলিম কি?
জুম্মার দিন মসজিদে স্হান সংকুলান হয় না, আর অন্য জামাতে কি হয় তো সবারই জানা। জুম্মার দিক আমরা কয়জন ফজর এর নামাজ সময় মত আদায় করি?
প্রগতিশীল মুসলিম হল - থার্সডে নাইট পালন করব সুরা পান করব, আবার জুম্মার দিন হাজিরা দিব মুসলমানের খাতায় যেন নামটা থাকে।
আমরা নিজেদের কি কখনও এই প্রশ্ন করেছি কি - আসলে আমরা কি ধরনে ধর্মিক?
মদ, গাজা, মেয়ে মানুষ সব কিছুই করব আবার মুসলিম বলেও নিজেকে প্রতিষ্টিত করার আপ্রন চেষ্টা করব এটাই কি প্রগতিশিল সমাজ ব্যাবস্হা নাকি?
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
বাংলার এয়ানা বলেছেন: দু:খ খালি একটাই ঐ চুশিল ব্যাক্তিরা বুঝল না
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: জি এতোদিনে বুঝলেন??
সারা দুনিয়াতেই ইসলামী দলগুলো নানাভাবে বিভক্ত। সৌদি-দুবাই এখন বিশ্বের বাইজি বাড়ি। তারা ইহুদি নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের পা চাটে অর্হনিশি। বাংলাদেশেও সঠিক ইসলাম পালন করে কে?? খুঁজে পাবেন না। বাঙালির ভণ্ডামির চিত্র নিয়ে আমার একটা লেখা পড়ার আহবান।
Click This Link