নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

নিজের চোখকে অবিশ্বাস করতে ইচ্ছা করছে?

০৭ ই মে, ২০১৩ রাত ৮:২৩





এই লিখাটা না লিখলে নিজেকে ও নিজের বিবেক কের সাথে বিশ্বাসঘাতকাতা করতে হয়। আমি জানি এই লিখা বর্তমান পরিস্তিতি র আলোকে অনেকের কাছেই বিশ্বাস যোগ্য মনে নাও হতে পারে। কিন্তু একটু নিজের সুভ বিচার বুদ্ধি ও শিক্ষার আলোকে চিন্তা করার আহবান রইল?



গত ৫ মে সকাল ৯ টার পর থেকে প্রেস ক্লাব মোড় হতে দৈনিক বাংলা মোড় হয়ে গনভবন – গুলিস্তান – জিপিও – হাই কোর্ট এই পুরু রাস্তা ছিল কড়া নিরাপত্তা বেস্টনি ও প্রচুর পুলিশ। কোন যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। বলে রাখা ভাল বাইতুল মোকররাম মসজিদ এ সময়ে কোন সাধারন মুছুল্লিও প্রবেশ করতে পারে নাই।



আমি নিজ কাজের কারনে মতিঝিল এর উদ্দেশ্য যাবার পথে এই সড়কে বাধা গ্রস্ত হই। নিরুপায় হয়ে গোলাপ শাহ মাজার হতে বঙ্গবন্ধু এভেনুর আওয়ামি লীগ অফিস পার হয়ে স্টেডিয়ামের ২ নং গেট এর সামনে পৌছাই। তখন ছিল বেলা প্রায় ১০/৩০ মিঃ। এই জাত্রা পথে কোন হেফাজতের কর্মিকে আমি দেখতে পাই নাই উক্ত এলাকায়।



যখন আমি স্টেডিয়ামের ২ নং গেটের নিকট পৌছাই তখন আমি দেখতে পাই বঙ্গবন্ধু এভেনুর পার্টি অফিস হতে একটি দল হটাত ধাওয়া সুরু করে বাইতুল মোকারম মসজিদ এর দিকে ঐ সময়ে যা ছিল সম্পুর্ন ফাকা ও কড়া পুলিশ প্রহরায়। এই কড়া প্রহরায় আমি পরিস্কার দেখলাম কি ভাবে ঐ ধাওয়াকারিরা দুই ভাগে বিভক্ত হয়ে বাইতুল মোকারম মসজিদ এর উত্তর গেট ও বাইতুল মোকারম মসজিদ এর সিড়ি হতে এক গ্রুপ নিজাদের অন্য গ্রুপ কে ইট পাটকেল মারছে আর পুলিশ দূর হতে দেখছে।



বিভিন্ন সংবাদ মাদ্ধম ও বিভিন্ন মন্ত্রিদের যে কথা বার্তা শুনছি তাতে নিজ চোখ, বিচার বুদ্ধি, বিবেক সব কিছুকেই আজ আর বিশ্বাস করাও কঠিন হচ্ছে।



এত কড়া নিরাপত্তার মাঝে কি ভাবে বায়তুল মোকারম মসজিদে ও তার আসে পাশের এলাকাতে এই তান্ডব হলো?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:২৮

মোমের মানুষ বলেছেন: ভাল করে একটু খোজ নিয়ে দেখেন তো? বায়তুল মুকাররমের পাশে বই এর দোকান গুলোতে আগুন দিল কারা?

২| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩৬

যোগী বলেছেন:
রাজাকারের বংশধর, ঐ দোকান গুলোর মালিকেরাই বলেছে তাদের দোকানে আগুন দিয়েছে মোনাফেক হেফাজতিরা।
তোর কোন প্রমান লাগবে???????????

০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৬

বাংলার এয়ানা বলেছেন: আমি যদি রাজাকারের বংশধর হই তাহলে তোর তো কোন বংশ পরিচয়ই নাই।

৩| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৮

মুহাম্মদ ফয়সল বলেছেন: যাহোক রাজসাক্ষীর পয়দা হয়ে গেছে! আপনি নিশ্চয়ই রাত আড়াইটায় শাপলা চত্তরেও ছিলেন, ওখানে মানুষের লাশের জন্য নিশ্চয়ই হাটতে পারছিলেন না.... ঐ গল্পটা আর বাকি রইল কেন, অবিশ্বাস্য সেই অভিজ্ঞতাটাও দয়া করে প্রকাশ করুন!

৪| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:০৭

বাংলার এয়ানা বলেছেন: মুহাম্মদ ফয়সল আপনার জন্য ছবিটি কারন আমি ঐ সময়র ছিলাম না তাই লিন্ক দিলাম, দেখান ফটো সপের কারসাজি আছে কি না?
Click This Link

৫| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:১১

েমাজােম্মলরক্স বলেছেন: Agun dice BAL ra

৬| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:৪২

মাইন রানা বলেছেন: মিডিয়ার কাছে ছবি আছে ভিডিও আছে কিন্তু তারা সেগুলি লুকিয়ে উল্টো খবর প্রচার করছে

৭| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:০১

সািদ্দন বলেছেন: আরে বেটা যোগী তুই তোর যোগী চর্চা দিয়া আমারে দেখা একজন হেফাজতি যে আগুন লাগাইছে। হেফাজত তুমার মত ভন্ড যোগীর জন্য টিকে থাকার হুমকি স্বরুপ, তাইতো ওগো সহ্য হয় না।

খবর হইলো : হাজারো ক্যামেরা থাকা সত্বেও হেফাজত আগুন দিয়েছে' এমন ভিডিও এমনকি ছবিও কেউ দেখাতে পারে নাই...
সত্যি আজব ব্যাপার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.