নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

রামপাল বিদ্যুৎ

১৪ ই মে, ২০১৩ দুপুর ২:০৩

ফেসবুক সংগ্রহ



সরকারের পরিবেশ সমীক্ষাতেই স্বীকার করা হয়েছে এভাবে সুন্দরবনের ভেতর দিয়ে কয়লা পরিবহনকারী জাহাজ চলাচল করার ফলে



১ / কয়লা পরিবহনকারী জাহাজ ও কয়লা লোড আনলোড করার যন্ত্রপাতি থেকে দিনরাত ব্যাপক শব্দ দূষণ হবে /



২ / রাতে জাহাজ চলার সময় জাহাজের সার্চ লাইটের আলো নিশাচর প্রাণীসহ সংরক্ষিত বনাঞ্চল সুন্দরবনের পশু পাখির জীবন চক্রের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে /



৩ / কয়লা পরিবহনকারী জাহাজ থেকে কয়লার গুঁড়া ভাঙা টুকরো কয়লা তেল ময়লা আবর্জনা জাহাজের দূষিত পানিসহ বিপুল পরিমাণ বর্জ্য নিঃসৃত হয়ে নদী খাল মাটিসহ গোটা সুন্দরবন দূষিত করে ফেলবে /



৪ / সুন্দরবনের ভেতরে আকরাম পয়েন্টে বড় জাহাজ থেকে ছোট জাহাজে কয়লা উঠানো নামানোর সময় কয়লার গুঁড়া ভাঙা কয়লা পানিতে মাটিতে পড়ে বাতাসে মিশে মাটিতে মিশে ব্যাপক পানি বায়ু দূষণ ঘটাবে /



৫ / চলাচলকারী জাহাজের ঢেউয়ে দুইপাশের তীরের ভূমি ক্ষয় হবে /



আমি সেলিব্রেটি না / আমি ডাকলে হাজার মানুষ মাঠে ভিড় করবেনা / আর হাজার অংকের মানুষ সরকারের কাছে ময়লা যেখানে লাখো মানুষের সমাবেশ ভণ্ডুল করে দিতে পারে ১০ মিনিটে / সুতরাং যথাশিঘ্র প্রয়োজন উপরের সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ / যে যার অবস্থান থেকে দেশ এবং দেশের বাইরে নিজ নিজ উদ্যোগে প্রতিবাদ চালিয়ে যান /



বাংলাদেশের মানবাধিকার কর্মীরা রানা প্লাজার চিপায় পড়ছে এটা জানি কিন্তু পরিবেশ আন্দোলনকারীরা কইরে ভাই / ? / সব কি একসাথে আওয়ামিডাইল খাইয়া ঘুম পাড়তাছে /



জেগে উঠো বাঙালি /

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:২৮

মেহেদী হাসান '' বলেছেন: জেগে উঠো বাঙালি

২| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৩৫

কামের কথা কন!! বলেছেন: রাম পাল নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলুন সামুকে এই ধরনের পোস্ট স্টকি করার অনু রোধ করছি।

৩| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫২

মেহেদী হাসান '' বলেছেন: কামের কথা কন!! বলেছেন: রাম পাল নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলুন সামুকে এই ধরনের পোস্ট স্টকি করার অনু রোধ করছি।

৪| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩

মৌনতা০১ বলেছেন: For better understanding of the fact please go through the following blog posts.

1. Click This Link
এটা সামহোয়ার ইন ব্লগে স্টিকি পোস্ট ছিল।



২। Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.