নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা নাকি দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা।
একটা যুদ্ধ করার জন্যে যে সামগ্রিক পরিকল্পনা ও মেধা প্রয়জন তা কি আপনাদের আছে? মনে হয়না।
আপনাদের দাবি আদায়ের জন্যে যা করছেন তা কি আপনাদের উর্বর মস্তিক্য থেকে আসা? যদি তাই হতো তা হলে মানে হয় এই আন্দলন আর সর্বজন সমাদ্রিত হত।
আপনারা একটা সহজ সমিকরন ভুলে গেছেন যে, পাকিস্তান বর্জন বা তাদের সাথে সব সম্পর্ক বর্জন করার দাবি করা হচ্ছে তা তো বিশেষ রাজনৈতিক উদ্দেশ হাছিল করা ছাড়া আর কিছুই নয়। তা আজ দিবালোকের মত পরিস্কার।
যদি পাকিস্তান ও তার দোসর রাজাকার, আলবদর মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করার প্রয়োজন হয় তা হলে কারো লেজুরবৃত্তি না করে সামগ্রিক পরিকল্পনার, মেধা ও মনন প্রয়োজন যা আপনাদের কর্মসূচীতে বা কাজ কর্মে প্রকাশ পাচ্ছে না।
একটা কথা ভুলে গেলে চলবে না, বাংলাদেশে প্রচুর আটকে পড়া পাকিস্তানী রয়েছে বিভিন্ন জেনাভা ক্যাম্পে, গনজাগরন মঞ্চের বাড়া বাড়ির কারনে মনের কোনে শংকা জাগে, হয়ত এই বাড়া বাড়ি একটি দাঙ্গার সূর্তপাত না করে।
আজ মুহাম্মাদপুরে জেনেভা ক্যাম্পে যে প্রচুর পরিমান বোমা তৈ্রির সরঞ্জাম পাওয়া গেছে তা কি এরই আলামত না আন্যকিছু।
আপনাদের নিকট আকূল আবেদন দেশ ও জাতিকে আনেক দ্বিধা বিভক্ত করেছেন আর করবেন না।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫
দেশপ্রেমিক পোলা বলেছেন: কয় পাগল ছাগল এক জায়গায় জড়ো হয়েছে, আর যা ইচ্ছা তাই দাবী করছে সরকারের কাছে। পাকিস্থানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, যেন মামু বাড়ীর আবদার চাইলাম আর হয়ে গেলো। তার আগে পরে কি ঘটতে পারে, কিম্বা সকল সম্পর্ক ছিন্ন করা আদৌ প্রাকটিকালি সম্ভব কিনা - সেগুলো চিন্তা করে দেখার মত কোন উর্বর মস্তিস্ক গনজাগরণ মঞ্চে নেই। মুখপাত্র ইমরান এইচ সরকার, সেই পুলিশকে বলে তুই রাজাকার - কতবড় গোয়ার্তুমিতে ভরা তাদের কর্মকান্ড। অনেক দেশ এমনকি জাতিসংঘও নিন্দা জানিয়েছে কাদের মোল্লার ফাঁসি। আর এরা শুধু পাকিস্থানের পিছনে লেগেছে। পাকিস্থানের মত একটা থার্ড ক্লাস দেশ, যে কিনা নিজেদের তালেবানদের ঠেকাতে পারে না - তারা আমাদের নিন্দা করলেই কি বা না করলেই বা কি?? বরং জাতিসংঘ কিম্বা যুক্তরাষ্ট্র যদি নিন্দা করে সেটি আমলে নেয়ার দরকার আছে আমাদের। কারণ আমাদের মত ক্ষুদ্র দেশের প্রতি কেউ যেন নাখোশ না হয় সেটি বিবেচনা করা উচিত।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৩
দেশপ্রেমিক পোলা বলেছেন: কয় পাগল ছাগল এক জায়গায় জড়ো হয়েছে, আর যা ইচ্ছা তাই দাবী করছে সরকারের কাছে। পাকিস্থানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, যেন মামু বাড়ীর আবদার চাইলাম আর হয়ে গেলো। তার আগে পরে কি ঘটতে পারে, কিম্বা সকল সম্পর্ক ছিন্ন করা আদৌ প্রাকটিকালি সম্ভব কিনা - সেগুলো চিন্তা করে দেখার মত কোন উর্বর মস্তিস্ক গনজাগরণ মঞ্চে নেই। মুখপাত্র ইমরান এইচ সরকার, সেই পুলিশকে বলে তুই রাজাকার - কতবড় গোয়ার্তুমিতে ভরা তাদের কর্মকান্ড। অনেক দেশ এমনকি জাতিসংঘও নিন্দা জানিয়েছে কাদের মোল্লার ফাঁসি। আর এরা শুধু পাকিস্থানের পিছনে লেগেছে। পাকিস্থানের মত একটা থার্ড ক্লাস দেশ, যে কিনা নিজেদের তালেবানদের ঠেকাতে পারে না - তারা আমাদের নিন্দা করলেই কি বা না করলেই বা কি?? বরং জাতিসংঘ কি যুক্তরাষ্ট্র যদি নিন্দা করে সেটি আমলে নেয়ার দরকার আছে আমাদের। কারণ আমাদের মত ক্ষুদ্র দেশের প্রতি কেউ যেন নাখোশ হয় সেটি বিবেচনা করা উচিত।