নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

আয়না-বাজি

২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৩

কেউ যখন আতিরিক্ত অহংকারী হয়ে যায়, তখন সে হয় বেয়াদপ। নিজে আয়না নাদেখে অন্যকে দেখতে বলে। মুসফিকও তাই করেছে। যাদের করের টাকায় তার পেট চলে তাদেরই আয়না দেখার সাহস দেখায়। আরে ভাই তুইত পারিশ্রমিক ছাড়া খেলছ না, আবার দেশপ্রেমর বুলি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৪

উদারত১২৪ বলেছেন: ১০০ ভাগ সঠিক

২| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি আর করবে সেওতো রক্তে মাংসের মানুষ।

৩| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৩

ফুয়াদের বাপ বলেছেন: বাংলাদেশ ক্রিকেটে অন্যতম ভদ্র খেলোয়ার মুশফিকুর রহমান। পুরো ক্রিকেট টিমের অন্যতম উচ্চশিক্ষিত উনি। বাংলাদেশ ক্রিকেটে অন্যতম সেরা ক্রিকেটার।

ষাঁড় পাপনের মতো পাপীর চাপে পিষ্ঠ হচ্ছে মুশফিকুর রহমান। খেলার অফফ্রম সব খেলোয়াড়েরই যায়। মুশফিকেরও যাচ্ছিল। যে ভাষায় পাপন গং রা সিনিয়র খেলোয়াড়দের সমালোচনা করে তা কোনভাবেই শুভন না। তামিম মতো অভিজ্ঞ অপেনারকে পেলাম না এই পাপন গংদের জন্য।

খেয়াল করে দেখবেন দলে বডি লেংগুয়েজ কতটা নড়বড়ে। মানসিক ভাবে কতটা বিদ্ধস্ত হয়ে আছে পুরো দল।

যারা সমালোচনা করে তারা যেনো আয়না একবার নিজের মুখটাও দেখে নেয় যে তারা তার পেশায় কতটা দেশপ্রেমিক - এটাকে অহংকার হিসেবে দেখছেন কেন বুঝলাম না। ঠিকই তো বলেছেন উনি। যে যার পেশায় নিজেকে নিজে আগে প্রশ্ন করা উচিৎ, "আমি যা করছি তাতে আমার দ্বারা আমার দেশ কতটুকু উপকৃত হচ্ছে"।

২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৩

বাংলার এয়ানা বলেছেন: Click This Link

৪| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৮

জুল ভার্ন বলেছেন: মুশফিকের বক্তব্যটা অবশ্যই ঔদ্ধত্যপূর্ণ হয়েছে। স্বার্থক হবে যদি পরবর্তী ম্যাচগুলোতেও ভালো পার্ফম করতে পারে। নচেৎ তার উচিৎ হবে নাকে খত দেওয়া।

৫| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: পাপন সাহেব সব নষ্টের মূল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.