নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিজেলের মূল্য বৃদ্ধির কারনে যে ধর্মঘট চলছে তা কি জনগনের জন্যে হচ্ছে না ভাড়া সম্বনয় বা বৃদ্ধির উদ্দেশ্যে।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ভারতের কলকাতায় প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ৮৯.৭৯ রুপি বা ১০৪ টাকা। ২৬টি স্থল বন্দর দিয়ে প্রতিদিন যে পরিমাণ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢোকে, তাও বিবেচনার বিষয়। আর পাচারের আশঙ্কা তো আছেই।।
আমার জিজ্ঞাসা পাচার রোধ করার জন্যে ১৬ কোটি জনগনের পকেট কেন কাটতে হবে, আপনাদের দায়িত্বটা কি? তারপরও আপনারা জনগনের সরকার।
জনভোগান্তির কথা বিবেচনা করে পরিবহন মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের আহ্বাবান জানিয়েছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আমার খুব জানতে ইচ্ছে করে এই ভোগান্তির কথা কি একবারও মনে করেছে মাননীয় মন্ত্রী মহদয় ডিজেলের মূল্য বৃদ্ধির সিন্ধান্ত নেবার পূর্বে? মাননীয় জন-দরদী মন্ত্রী।
তারপরও চেতনার স্বার্থে আমরা নিশ্চুপ সব সয়ে যাচ্ছি - এই যেন চেতনার বশিকরন মন্ত্র।
২| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬
বিটপি বলেছেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় বিপিসির লোকসান হচ্ছে। বিপিসি প্রায় ৩৩ হাজার ৭৩৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েছে। লোকসান হতে থাকলে এই প্রকল্পগুলো চালানো কঠিন হবে। পাবলিক জানে, উন্নয়ন ও দুর্নীতি এই দেশে মাসতুতো ভাই। মানুষ বাঁচুক আর মরুক এই দুই ভাইকে বাঁচিয়ে রাখতেই হবে।
৩| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: সরকার - লাগে টাকা দেবে গৌরীসেন (আম জনতা),কোন প্রশ্ন ছাড়া।
আম জনতা - নিজে কিভাবে চলবেন তার কোন উপায় জানা না থাকলেও ও নিজের সংসার না চললেও এবং সরকার আপনার জন্য কিছু না করলেও, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে সরকারের যে কোন সিদ্ধান্ত কোন প্রশ্ন ছাড়া মেনে নিতে বাধ্য থাকিবেন। যদি আপনি প্রশ্ন করেন বা সরকার বাহাদুরের কোন সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেন তাহলে কি হবে বা সরকার বাহাদুর কি করতে পারেন তার বহু নজির আমাদের সামনে আছে।
কাজেই,সাধু সাবধান। কিছুটা ব্যাথা হলেও মেনে নেয়ার চর্চা করুন,কারন মেনে নিতেই হবে। সুতরাং চুপ থাকুন ।
৪| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: দেশের আজ এই অবস্থা দুটা কারনে-
১। পুলিশ অসৎ। প্রতিটা ক্ষেত্রে পুলিশ অসৎ। এমন কি পুলিশ ফুটপাতের দোকান গুলো থেকে রোজ চাঁদা নিচ্ছে।
২। সরকারী চাকরীজিবি ঘুষ নেওয়া নিজের দায়িত্ব বলে মনে করে।
পুলিশ এবং আমলারা যদি ভালো হয়, সৎ হয় এবং তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে তাহলেই দেশের উন্নতি সম্ভব।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০৮
নীল আকাশ বলেছেন: বেশি কথা কইয়েন না। রাজাকার খেতাব জুটে যাবে।