নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

ষ্টুডেন্ট ভাড়া

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৯

ছাত্ররা তাদের ন্যায্য বাস ভাড়ার জন্যে আন্দোলন করছে তাতে আমাদের সবার নিরব সম্মতি রয়েছে।
কিন্ত প্রশ্ন হচ্ছে এই আন্দোলন প্রতিহত করার জন্যে ছাত্রলীগ কেন এত আগ্রহী। ছাত্রলীগের কার্যকলাপে মনে হচ্ছ সরকার এই আন্দোলনকে নিজস্ব অশস্তি বিবেচনা করছে যার ফলশ্রুতিতে ছাত্রলীগকে পুলিশ'র দ্বায়িত্ব অর্পন করা হয়েছে। বিগত ছাত্র আন্দোলনে একই ফরমেট পরিলক্ষিত হয়। সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি ছাড়া কিভাবে ছাত্রলীগ এই এ্যাকশনে নামে? সরকার কি জনগনের না লুটেরা বাস শ্রমিক-মালিকের পক্ষে।

ছাত্ররা আন্দোলন করতে বা প্রতিবাদ করতে পারছে, যারা বিভিন্ন পেশায় নিয়জিত তারা কিন্তু রাস্তায় নামতে পারছে না, শুধু নিরব সর্মথন করা ছাড়া।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্ক শহরে ছাত্রদের ও পুরো আমেরিকায় বয়স্কদের ভাড়া কম; কিন্তু সেটা দিচ্ছে সরকার ও সিটিগুলো। বাংলাদেশে ছাত্ররা ভাড়া কানোর জন্য সরকারকে বলছে, নাকি বাসের লোকদের বলছে, কারা ভাড়া কমানোর কথা?

২| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২৭

জুল ভার্ন বলেছেন: সিটি বাসগুলোর মালিক ব্যক্তি কেন? এই প্রশ্ন তুলুন। গণ পরিবহন ব্যক্তির হাতে জিম্মি কেন? বিআরটিসির গাড়ি কিনে কি বিভিন্ন অফিসে ভাড়া খাটার জন্য? পাবলিকের টাকায় ওখানকার এত লোকের বেতন দেয়া হয় কি জন্য?
কুয়ালালামপুর দেখেছি রাজধানীতে ফ্রি বাস সার্ভিস আছে। তোমার তিলোত্তমা ঢাকায় নাই কেন সেই প্রশ্ন তুলো।
প্রয়োজনে ছাত্রদের বহন করার জন্য ফ্রি বাস রাস্তায় নামাতে হবে।
হে ছাত্ররা! তোমরা তোমাদের জন্য স্পেশাল এবং ফ্রি পরিবহন ব্যবস্থা চালুর দাবি জানাও। মনে রাখবা, অধিকার কেড়ে নিতে হয় অধিকার কেউ দেয় না।
এই দেশে চোরেরও চুরির অধিকার আছে। তাইলে তোমরা কেন অধিকার হারা হবা?

৩| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: অতি ফালতু বিষয় নিয়ে ছাত্ররা লাফাচ্ছে। ছিঃ

৪| ২৫ শে নভেম্বর, ২০২১ ভোর ৪:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছাত্রদের জন্য সবকিছু ফ্রী করে দেয়া হোক।চারের অধিক বিয়ে করতে পারবে। বৌ বাল বাচ্চা নিয়ে হলে ফ্রী থাকা খাওয়া।

৫| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:০৮

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশে কোনো কিছুর দাবি করতে হলেই সবাই রাস্তায় নেমে পড়ে! জনদুর্ভোগ বাড়ায়। দাবি আদায়ের কি এছাড়া আর কোনো পথ নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.