নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাটার দল চেটে-পুটে সাড়া
ছাদ কেটে করে উৎসব
থাকতে ছাদ কাটা বাস
কি দরকার ছিল ছাদ কাটা
টাকা কড়ি করে ছার খার
টাকাত তার মমতাময়ী মার
২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৫
বাংলার এয়ানা বলেছেন: ছাদ কাটা বাস?
আছে ঐ মেরিন ড্রাইবে
যদি যাও কক্সেস বাজারে
চড়িও একবার মন জুড়িয়ে
হাসি দিও বেশ কেশে
যাদের জন্যে এই উৎসব
ছবিতে যায় না তাদের চেনা
মহৎ এই কারবার
হারায় চাটার চেতনায়
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফেইসবুকে নাকি এ ছবিটা ভাইরাল হয়েছে।
বাংলাদেশে খেলাধুলার ক্ষেত্রে তেমন আন্তর্জাতিক অর্জন নেই। ফুটবলে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়াই এখনো পর্যন্ত আমাদের বড়ো অর্জন। ক্রিকেটে এশিয়া কাপে রানার আপ হওয়াই সেরা পারফরমেন্স। যেসব দেশের ছবি ইনসাইডে দেখানো হয়েছে, তাদের সাফল্যের অন্ত নাই। অ্যাথলেট, ফুটবল, অলিম্পিক - জিওপলিটিক্সেও তারা সেরা। আমাদের যদি অত সাফল্য থাকতো, তাহলে পা-চাটারা চাটতে চাটতে টায়ার্ড হয়ে যেতেন, এয়ারপোর্টে বা রাজপথে এত চমক থাকতো না।
এটুকুকে পজিটিভলি নিন। এটা সিরিয়াসলি পা-চাটার মতো কিছু মনে হয় নি আমার কাছে। আর এটা ছিল মেয়েদের ফুটবল। প্রধানমন্ত্রী নিজে একজন মেয়ে। উনি বরং নিজে রিসেপশন দিলেও সেটা ভালো লাগতো।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৮
বাংলার এয়ানা বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চাটাচাটির কী পেলেন? এমন অর্জন আর আছে?
২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২
বাংলার এয়ানা বলেছেন: জেগে ঘুমালে কি তাকে আর জাগান যায়? আপনার প্রশ্নটি সেই রকম।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৯
শাহ আজিজ বলেছেন: হেড লাইনটা আপত্তিকর ।
ঢাকায় টুরিস্টদের জন্য এরকম বাস আগেই দরকার ছিল । এবার হল খেলোয়াড়দের সুত্রে । কিন্তু আপনার এত আপত্তি কেন ?
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০০
কলাবাগান১ বলেছেন: উনার আপত্তি কেন বুঝলেন না @শাহ আজিজ..
শেখ হাসিনার ব্লেসিং ছিল ১০০% নারী ফুটবল ডেভেলপমেন্ট এ....
জামাতি রা ক্ষমতায় থাকলে.....
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনি নিজেই তো মনে হয় জেগে ঘুমাচ্ছেন। পুরো ছাগলামি পোস্ট।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন:
বুঝলাম না চার লাইন ম্যাওপ্যাও লিখে কি বুঝায়ছেন। এটা চাটার কি হলো?
এই লন শাপলা চত্বরের ছবি।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৯
রানার ব্লগ বলেছেন: আসলেই ছাদ ছাড়া দোতলা বাস তো আছেই ওটা আনলেই হতো । একটা আস্ত বাস কাটার কি দরকার ছিলো !!! তারপর বাসে গায়ে পোস্টার হবে কাপের আর মেয়েদের সেখানে প্রমান সাইকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি !! তেল আর কাকে বলে । স্বয়ং প্রধানমন্ত্রী এইগুলা দেখলে আশাকরি এই সব তেলবাজ কর্মকর্তাদের উচিৎ জবাব দিতেন ।
২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৮
বাংলার এয়ানা বলেছেন: ধন্যবাদ, সবাই আমাকে এক হাত নিল, কিন্ত আসল সারমর্ম বুঝার লোক কম, আজ সবাই ফেইজবুক গরম করে ফেলল, র্নিলজ্জ বেহায়ারা আজ সব অর্জন মলিন করে দিল।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার ছড়ায় বিষয়টা পরিষ্কার হয়নি বলেই অনেকে বিরুপ মন্তব্য করছেন।
২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩০
বাংলার এয়ানা বলেছেন: ধন্যবাদ ভাই। লিখাটি যখন লিখেছি তখন মিডিয়া ও ফেসবুকে কোন খবর আসেনি, বলতে পারেন লিখাটা অগ্রিম লিখা ছিল। এখানে অনেক ব্লগার যেমন আমাকে বিরুপ মন্তব্য করেছেন তখন তারা ভেবেছিলেন যে আমি একটু বাড়িয়ে লিখেছি। পরবর্তিতে যখন বেহায়াপনা প্রকাশ পায় সেই ওনারা অন্যদের লিখায় মন্তব্যের ভোল পাল্ট্যিয়েছেন।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইউ আর গুড ফর ফর নাথিং,
রং নাম্বারে কেন বাজাও রিং!
হোক না ছাদ কাটা বাসের-
চেনা হলো ছা যত বাঘের!
ছাদ কাটা বাস পেলে কোথায় দেশে?!!
এবারে পারলে একটু হাসি দাও কেশে!