নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংগালী কত বড় বেকুব তা আবার প্রমান করল নোরা ফাতেহি'র নাচ দেখতে গিয়ে। মাননীয় প্রধান মন্ত্রী আর কি করবেন। বার বার করে তিনি জাতীকে সাবধান করছেন অর্থনৈতিক অবস্থার বিবেচলা করে সবাইকে যথাসম্ভব কৃচ্ছতা সাধন করে চলার জন্যে। আবার কিছু প্রতারকে তাঁর মন্ত্রনালয় অনুমতি দিচ্ছেন বেকুব জাতীর পকেট কাটার। তেমনি এক প্রতারক উইমেন লিডারশিপ করপোরেশনের প্রধান ইশরাত জাহান মারিয়া। Youtube তার কান্নাকাটি দেখে আর নোরার উদাম নৃত্ত দেখার খায়েসে এই দূর্দিনের বাজারে ১৫, ১০, ও ৫ হাজার টাকা খরছ করার মত কত বেকুব দেখা গেল। লাভের লাভ কত ডলার পাচার হল এর আড়ালে? এই সবই লুটের ডালার পাচার করার নিত্য নতুন কৌশল। বেশি কিছু না বলে একটা প্রবাদ দিয়ে শেষ করি- "আজ বুঝবি না বুঝবি কাল ------- থাপড়াবি পাড়বি গাল"
২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৩
বাংলার এয়ানা বলেছেন:
প্রদিপ নিভার আগে শেষবার যেভাবে জ্বলে উঠে এই তারই উদাহরন, শেষতক পকেট হাতানোর কৌশল, চিত্রনাট্য আরো বাকী আছে। ধন্যবাদ।
২| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৬
ফুয়াদের বাপ বলেছেন: দর্শকদের সাথে তথ্য প্রতারনা করা হয়েছে মনে হচ্ছে। নূরা নাচবেনা জানলে হয়তো তিনের এক অংশ দর্শক এতো দামি টিকিট কিনতো না।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২০
বাংলার এয়ানা বলেছেন:
ইশরাত জাহান মারিয়ার ড্রেসআপ আর কার্যকলাপ ই প্রকাশ করে যে সেই রকম প্রতারক ও ভন্ড।
৩| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১০
রানার ব্লগ বলেছেন: দর্শকদের সাথে প্রতারনা করা হয়েছে কি না জানি না কিন্তু সরকার নোরা কে বাংলাদেশে কোনরকম প্রদর্শনীতে অনুমতি দেয় নাই । শুধুমাত্র ভ্রমনের অনুমতি দিয়েছে ।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৬
বাংলার এয়ানা বলেছেন:
কিন্তু সরকার নোরা কে বাংলাদেশে কোনরকম প্রদর্শনীতে অনুমতি দেয় নাই । শুধুমাত্র ভ্রমনের অনুমতি দিয়েছে ।
সবই প্রতারনার অংশ।
৪| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৩
রানার ব্লগ বলেছেন: তাহলে আপনিও প্রতারনা করছেন পাঠকের সাথে । ব্লগে এসে ফেইসবুক মার্কা পোস্ট দিচ্ছেন। ব্লগে পাঠক আশা করে একটা পরিপুর্ন পোস্ট ।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫
বাংলার এয়ানা বলেছেন:
শেষ লাইটা আপনার বুঝার জন্যে বেশি কিছু না বলে একটা প্রবাদ দিয়ে শেষ করি- "আজ বুঝবি না বুঝবি কাল ------- থাপড়াবি পাড়বি গাল" ধন্যবাদ
৫| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩০
বাকপ্রবাস বলেছেন: নোরা ওদের সুড়সুড়ি জাগিয়ে যায়নি তায় ওদের মন খারাপ, ইউটিউব থেকে দেখে কিছুটা লাঘব করা যায়
৬| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪২
অপু তানভীর বলেছেন: যারা টাকা খরচ করে গেছে তাদের কাছে এই ১০/৫ হাজার কোন ব্যাপার না । আমাদের দেশে এই ১০/৫ হাজার টাকা খরচ করে টিকেট কেনার মানুষের অভাব নেই । সত্যিই নেই । দেশে পরিস্থিতি নিয়ে এদের কোন চিন্তাও নেই । যদি দেশ বিপদে পড়ে তারা তখন বিদেশে পাড়ি জমাবেন ।
আমরা জন সাধারণ পড়বো বিপদে !
৭| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: বাঙ্গালী বেকুব না। বেকুব হলে দূর্নীতি করতে পারতো না।
২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩
বাংলার এয়ানা বলেছেন:
বাঙ্গালী বেকুব না। বেকুব হলে দূর্নীতি করতে পারতো না।
বেকুব হলাম আমরা ম্যাংগ পিপল, তার সুযোগ নিচ্ছে ঐ দূর্নীতিবাজরা।
৮| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:০৬
অনল চৌধুরী বলেছেন: হারামের টাাকা হারামেই গেছে !!!
৯| ২০ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
নেওয়াজ আলি বলেছেন: যদি ভবিষ্যতের জন্য দর্শকের শিক্ষা হয় ভালো হতো
১০| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২০
বিটপি বলেছেন: সরকার অনুমতি দেয়নাই, তারপরেও করেছে। এখন দায় কার? পুলিশের একটা বহুল ব্যবহৃত স্টেটমেন্ট হল কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে। দেশে প্রচলিত আইন ভেঙে কেউ নিজের স্বার্থ হাসিল করবে, কার দায় ঠেকেছে অভিযোগ করার? আর অভিযোগ যদি করেও, পুলিশ তা আমলে নেবে কোন যুক্তিতে?
ল এনফোর্সমেন্টের জন্য দেশে একটা এজেন্সি আছে। তারা কি কাজ করে জানা দরকার। এর আগে একজন মিউজিশিয়ান তার মেয়ের বিয়েতে ১৫ কোটি টাকা খরচ করেছে, পর্নস্টার সানি লিওনকে এনে নাচিয়েছে - পুরোটাই করেছে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। কে কি াল করেছে তার? অথচ ইনকাম ট্যাক্স অফিসে একটা ফ্ল্যাট কেনার টাকার উৎসের ব্যখ্যা দিতে দিতে নিম্ন মধ্যবিত্তের জান শেষ হয়ে যায়।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: দেশের এতো বাজে পরিস্থিতিতে যেখানে ব্যবসায়ীরা এমন্কি পুরা দেশ ঋণে ডুবে আছে সেখানে নোরার পেছনে এতো টাকা খরচ করা ঠিক হয়নি। ১ বছর আগেও দেশের ব্যবসা পরিস্থিতি ঠিক ছিল। ২০২২ এ জঘন্য অবস্থা।