নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

কেন এত রক্ত??

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:১৪

প্রিয় হাসিনা আপা,

আমার এই লিখা জানি আপনার কাছে পোছাবে না, তার পরও লিখছি।

আমার বংশগত ভাবে স্বাধীনতার স্বপক্ষের অনুসারি। আপনি যখন ক্ষমতায় আসেন আমার আশায় বুক বাধি। বংগ বন্ধু কন্যা আমাদের সঠিক পথ পরির্দশক হবে।

যার ফনশ্রুতিতে আপনার সকল কর্মকান্ড আমরা বিনা যুক্তিতে মেনে নিয়েছি। আপনার রাতের ভোটে, বিনা ভোটও আমরা সবাই মেনে নিয়েছি, আমি নিজেও আপনার মেয়াদে কোন ভোট দেয়নি বা দিতে পারিনি। তার পরেও আপনাকে সর্মথন দিয়েছি। চাওয়া ছিল আপনি বাংলাদেশের মাহাথির হবেন। তাই আপনার যর্থাত সময় প্রয়োজন, তাই আমরা আপনাকে মৈন সর্মথন দেয়েছি।

বিগত ১৫ বছরের শাসনামলে আমরা প্রতি ক্ষেত্রে দেখেছি আম জনতাকে নিয়ে আপনি ও আপনার দলের ব্যাঙ্গ বিদ্রুপ। তার পরেও সবাই মৈন ছিল, যে মৈনতা সম্মতির লক্ষনই ছিল। আপনি ত সকল বিষয়ে জ্ঞানী।

পেয়াজের মূল্য বাড়ার সমাধান আপনি দিলেন পেপে।
মাংসের বিকল্প দিলেন কাঠাল।
কাচা মরিচ শুকিয়ে রাখারও পরামর্শ আমরা আপনার থেকে পাই, আরো কত জ্ঞানের ভান্ডার যে আপনার থেকে আমরা পেয়েছি তা বলাই বাহুল্য, তার পরও আমরা মৈন ছিলাম।

আপনার মনে পড়ে কি ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন, যা কোন ভাবেই রাজনৈতিক আন্দোলন ছিল না। কিন্ত সেই আন্দোলনকে আপনি ঠিক আপনার মত করে সহিংস করে তুলেছে আপনার ছত্রলীগ কে লেলিয়ে দিয়ে এবং আপনার চিরা চরিত এন্টিবায়টক জামাত, বিএনপি ও জঙ্গিবাদের নামে। সেই সময়তেও কতগুলো কোমল প্রান আপনি হরন করছেন।

আজ যারা কোটা আন্দোলন করছে তারা কিন্ত সেই ২০১৮ সালের ছাত্ররা যার আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের সেই ছাই চাপা আগুনে আজ আপনি পুড়ছেন। বার বার আপনি রং হেডেড হয়েছেন। নিজের দাম্ভিকতার কারনে। সব রোগের কিন্ত চিকিতসা এক নয়, কিন্তু আপনি বার বার একই এন্টিবায়টিক ই ব্যাবহার বা প্রয়োগ করেছেন যার ফলে আতি ব্যাবহারের কারনে তা এখন আর কাজ করছে না।

আজ মনে হচ্ছে যে পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন সেই পিতা কেন স্বাধীনতার মাত্র চার বছেরের মাথায় নির্মম ভাবে পুর পরিবার সহ খুন হলেন। অনেক ইতিহাস সুনেছি কিন্ত বিশ্বাস করিনাই।

কিন্ত আপনার বর্তমান কর্মকান্ডের কারনে আপনি আপনার পিতার সব অর্জনকেই আজ প্রশ্নবিদ্ধ করছেন। এই যেমন বাপ কা ব্যাটা সিপাই কি ঘোড়া, কুছ নেহি ত থোড়া থোড়া।

তার পরেও আপনার সুবিদ্ধির উদয় হচ্ছেনা আপনি বার বার প্রশ্ন করছেন কেন এত আন্দোলন। আপনি এই বাংলাকে আপনার পিতা হত্যার প্রতিশোধের ক্ষেত্র বানাচ্ছেন নাতো। আজ বজ্গবন্ধুর চুড়ান্ত মৃত্যু হল আপনার দ্বারা।



মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
কেউ বলছে না - অনেক হয়েছে আর রক্তপাত চাই না,
শিক্ষকরা শুশীল বিজ্ঞজনরাও বলছেন না।

কিসের আন্দোলন?
যে আন্দোলনে কোন সুনির্দিষ্ট দাবি নেই। মূল দাবি আগেই মিটে গেছে।
আন্দোলনের আফটার এফেক্ট ড্যামেজ কোন মুল দাবী হতে পারে না।
ড্যামেজের দায় সবার। সরকার ও আন্দোলন কারি সবাই দায়ী।
এক লাখ সিম নিয়ে বহিরাগত যুবক ঢুকলো কারা। একই সাইজের লাঠি কারা সরবরাহ করল?
কিসের দাবিতে কেয়ামত নাযিল করে দিল? কারা?
তুচ্ছ কোটা জন্য শত শত মানুষের প্রান হারালো, এরপরও আরো রক্ত চাই?
নেতাহীন এ ইসু হীন আন্দোলন রক্তপাত কতদিন চালাবেন?

২| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৩১

জটিল ভাই বলেছেন:
আমার জানা মতে "মৈন" কোনো শব্দ নেই। শব্দটি "মৌন" যার দ্বারা, কথা না বলে চুপ করে থাকা, বা নীরবতা বুঝায়।

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৪

বাংলার এয়ানা বলেছেন: সরি ভুলের জন্যে।

৩| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৫০

রানার ব্লগ বলেছেন: ফাইটামল !!!! দিয়ে কি আর কাজ হয় ?

৪| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:০৬

অক্পটে বলেছেন: রাক্ষুসীর তরে আজকের স্লোগান

মুদির পোষা হাসিনা
তোমায় ভালবাসি না

ধিক ধিক ধিক হাসিনা
তোমায় ভালবাসি না

বুকের ভেতর অনেক ঝড়
বুক পেতেছি গুলি কর

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:২৯

বাংলার এয়ানা বলেছেন: খেলা হলো না শামিম ওসমান খেলা ছেড়ে পালিয়েছে।

৫| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৪০

করুণাধারা বলেছেন: ভালো লিখেছেন।

০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৯

বাংলার এয়ানা বলেছেন: ধন্যবাদ

৬| ০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৫

এক্সম্যান বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
কেউ বলছে না - অনেক হয়েছে আর রক্তপাত চাই না,
শিক্ষকরা শুশীল বিজ্ঞজনরাও বলছেন না।

কিসের আন্দোলন?
যে আন্দোলনে কোন সুনির্দিষ্ট দাবি নেই। মূল দাবি আগেই মিটে গেছে।
আন্দোলনের আফটার এফেক্ট ড্যামেজ কোন মুল দাবী হতে পারে না।
ড্যামেজের দায় সবার। সরকার ও আন্দোলন কারি সবাই দায়ী।
এক লাখ সিম নিয়ে বহিরাগত যুবক ঢুকলো কারা। একই সাইজের লাঠি কারা সরবরাহ করল?
কিসের দাবিতে কেয়ামত নাযিল করে দিল? কারা?
তুচ্ছ কোটা জন্য শত শত মানুষের প্রান হারালো, এরপরও আরো রক্ত চাই?
নেতাহীন এ ইসু হীন আন্দোলন রক্তপাত কতদিন চালাবেন?


বিনোদনের জাহাজ, যেই প্রশ্ন সরকারকে করা উচিৎ উনি করছেন ব্লগারকে, আন্দোলন সমর্থকদের। =p~ =p~
আর জনাব দিন কানা শিক্ষকরা, শুশীল, বিজ্ঞজনরাও মাঠে নেমেছে, মাঠে নামার আর কেউ বাকি নাই। আগে চোখের চিকিৎসা করান।

০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৬

বাংলার এয়ানা বলেছেন: হাসান কালবৈশাখী প্রশ্নের আরো কিছু উত্তর আশা করেছিলাম। সবাই চিনে রাখুন দালালদের।

রক্তের হলি খেলায় মেতছ তুমি
পালানোর পথ যেন না পায়
অনেকে পালিয়ে গেছে খেলা ছেড়ে
বিচার ছাড়া কেউ যেন যেতে না পারে
বিচারপতির বিচার যেন এই পজন্ম করে যায়
প্রিতিটি রক্ত বিন্দু রহিসাব চাই
শোকাবহ আগষ্ট নয় বিজইয়ের জুলাই -২৪

৭| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:২২

ঋষি ভৃগু বলেছেন: আপনি খুব দারুণ লিখেছেন, বঙ্গবন্ধুর চুড়ান্ত মৃত্যু হয়েছে শেখ হাসিনার দ্বারা। শেখ হাসিনার সর্বোচ্চ প্রাপ্তি হয়তো এটাই যে আপনি তার ভিতর মাহাথিরকে দেখেছেন। আওয়ামী লীগ দলকে সবচেয়ে সুসময় হাসিনা দিলেও সাংগঠনিক ভাবে সবচেয়ে দুর্বল করে দিয়েছে এই শেখ হাসিনা। ৪৩ বছর ধরে দলের সভাপতির পদে থেকে দলের গণতন্ত্র নষ্ট করেছেন, এতদিন দলীয় প্রধান হয়েও কোন সুযোগ্য আওয়ামী নেতৃত্ব সৃষ্টি করতে পারেননি। হাসিনা পরবর্তী সময়ে আওয়ামী লীগ আবারও কঠিন দুঃসময় পার করবে, বিনা ভোটের এই পিরিয়ডের দুঃশাসন গুলো আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়াবে, আওয়ামী লীগ হাসিনা পরবর্তী একটা জনবিচ্ছিন্ন দল হবে।

০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৯

বাংলার এয়ানা বলেছেন: বেশ কিছুদিন আগে চলার পথে দুই হকারের কথপোকথন আমার কানে আসে। এক জন আরেকজকে বলতে সুনলাম

"ভাষনে মুজিব আর শাসনে জিয়া"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.