![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।
ছোটবেলাতে দিদিমার কাছে আমরা গল্প শুনতাম, সাপ ও সাপুড়ের গল্প। প্রায়ই শুনতাম, কাউকে সাপে কামড় দিলে দুই ওঝা ডাকতে নেই, কেননা, এক সাপুড়ে বিষ উপর দিয়ে বের করে আরেকজন নিচ দিয়ে। দুই ওঝা দুই দিক দিয়ে বের করতে গেলে হতভাগা সাপের কামড় খেয়ে সেখানেই অক্কা পাবে।
আমরা আবার বড়বেলাতে এসে সাপের গল্প শুনছি আর হাসছি।
সম্প্রতি বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে সাপতত্ত্ব দিয়ে উসকে দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘সাপের ঝাঁপি মাথায় নিয়ে যতই চিত্কার করুন, সাপকে বাঁচাতে পারবেন না। ওঝা মরে সাপের কামড়ে। উনি যে বিষধর সাপগুলোকে বাঁচাতে চাচ্ছেন, তাঁদের হাতেই উনার ভয়াবহ পরিণতি হবে।গণভবনে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
মজার ব্যাপার দুই দলের ভিতরে একদল সাপ কিলবিল করে আর তাদের ছোবলে মারা যাচ্ছে আমাদের মতন গোবেচরা মানুষগুলো। তারা কেউ দেখতে পারছেন না। কারন তারা তাদের পৌষ্য সাপ আর তারা সাপুড়ে ও ওঝার যৌথ ভূমিকা পালন করে হত্যা করছেন আমাদের ভিতর বিশ্বজিৎদের।
৪ঠা জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২০৭/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত।)
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: টিক কথা
দৃষ্টি
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ
আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।
আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: ভালো লাগল।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
এম ই জাভেদ বলেছেন: রাজনীতির এই সর্প হয়ে দংশন আর ওঝা হয়ে ঝাড়ার প্রহসন বন্ধ হোক।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
রীতিমত লিয়া বলেছেন: এম ই জাভেদ বলেছেন: রাজনীতির এই সর্প হয়ে দংশন আর ওঝা হয়ে ঝাড়ার প্রহসন বন্ধ হোক।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
স্নিগ্ধআকাশ বলেছেন: বেশ ভাল বলেছেন ভাই। এই সব সাপ এবং সাপের উঝা উভয়ের হাত থেকেই দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
বাবুরাম সাপুড়ে বলেছেন:
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
একটু স্বপ্ন বলেছেন:
এত বাস্তবসম্মত উদাহারণ কিভাবে আনেন বলেন তো?
হায় আমাদের রাজনীতি..
সুন্দর পোষ্ট..
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
অয়ন আহমেদ বলেছেন: ধন্্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
লাবনী আক্তার বলেছেন: বেশ বলছেন ভাই!