নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ayuub Ahmeed Khaan Presents

আইউব

আমার নিজের সম্পর্কে যদি বলতে চাই তাহলে এক কথায় আমি খুব অস্থির প্রকৃতির একজন মানুষ । এক কথায় আপাদমস্তক কষ্টের মধ্যে ডুবিয়ে রেখে ও আল্লাহ আমার চার দিকে সুখের একটা খোলস পড়িয়ে দিয়েছে, যে কারনে মানুষ আমাকে বাহির থেকে বুঝতে পারে না । যদি নিজের গুনের কথা বলি তা ল আমি গুছিয়ে চলতে পছন্দ করি , নিজেকে সবসময় \"মিঃ পারফেকশনিস্ট\" বানানোর চেষ্টা করি । আমার দোষ হল অল্প সময়ে ই মানুষকে বিশ্বাস করি এবং নিজের রাগ গোপন করতে পারিনা । ফ্রেন্ড রা বলে আমার সম সাময়িক ফ্রেন্ড দের কাছ থেকে আমি একটু ব্যাতিক্রম । আমার নিজের কাজ আমি নিজে ই করি, কাপড় - চোপড় ওয়াশ থেকে শুরু করে নিজের ফ্ল্যাট গোছানো সব ই।আর লাইফ স্টাইল যদি বলি ব্র্যান্ড এর প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে । যেমন CATS EYE,Gillete, TOMY HILFIGER, Revlon etc and etc. মেচিং করে প্যান্ট, শার্ট, টি- শার্ট- ফতুয়া সব কিছু ই পরা হয় । ব্র্যান্ড এর রিষ্ট ওয়াচ ইউজ করি তবে তা ডান হাতে । বাইক চালাইPulsar 5th এডিশন । সবসময় সাথে রাখি স্মার্টফোন ও মানিব্যাগ । এমনিতে সিম্পল জীবন যাপন মেনটেইন করি । সবসময় একজন ভাল বন্ধুর অভাব অনুভব করি । দেড় বছর বয়সে আব্বা মারা গেছে, কিন্তু যার আদরে আমি বড় হয়েছি অথবা আমার জীবনের সাথে যিনি ওতপ্রোত ভাবে জরিয়ে আছে তিনি আমার বড় আম্মা । আল্লাহ এবং প্রফেট(সঃ) এর উপর পূর্ণ আস্থা রাখি । প্রিয় লেখক হুমায়ুন আহাম্মেদ । জার্নাল /ম্যাগাজিন এ বিখ্যাত অথবা গ্লামারিয়াস কারো লাইফ স্টাইল সম্পর্কে কোনও প্রতিবেদন দিলে খুঁটিয়ে খুঁটিয়ে পরি আর অনুসরন করার চেষ্টা করি । যেমনঃ অপ্রাহ উইনফ্রে, ওয়ারেন বাফেট, বারাক ও বামা । আর প্রিয় সখ বলতে ফটোগ্রাফির প্রতি বিশেষ দুর্বলতা আছে, তাছারা ভ্রমন এবং শপিং করতে পছন্দ করি ।\nby_\nayub\nTel\n+8801718-061-999\nf- fb.com/ayubkhan999\nt- @ayubkhan999 \ne- [email protected]

আইউব › বিস্তারিত পোস্টঃ

নামাজে মনোযোগী হবার একটি পদ্ধতি।

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৭

নামাজে মনোযোগী হবার একটি পদ্ধতি।



আমরা যখন নামাজে দাড়াই তখন শয়তান আমাদের অন্তরে নানারকম প্ররোচনা দিয়ে নামাজে অমনোযোগী করে তুলা চেষ্টা করে,

এর থেকে বাঁচতে হলে ও নামাজ শুদ্ধভাবে পড়তে হলে আমরা যদি নামাযে যাহা পড়ি মেশিনের মতো না পড়ে বুঝে পড়ার চেষ্টা করতাম তাহলে এইরকম হত না ....



আজ আপনাদেরকে কিভাবে সুরা ফাতিহাতে মনোযোগ রাখবেন সেই সম্পর্কে আলোচনা করব ।



আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ...

পড়ে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে।



হাদীসে আছে যে সূরা ফাতিহার এক এক অংশ তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহ এর জওয়াব দেন। এই প্রেমময় জওয়াব অনুভব করার জন্য আপনাকে অবশ্যই মনোযোগ, একাগ্রতা, উপভোগ ও অনুভবের সাথে সাথে নামাজ পরতে হবে ।

***হাদীসটি নিম্নরূপ :

হযরত আবূ হুরায়রা (রা) বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি :

>>>> আল্লাহ তাআলা বলেন, আমি নামাযকে আমার ও আমার বান্দাহর মধ্যে দুভাগে ভাগ করেছি।

আর আমার বান্দাহ আমার নিকট যা চায় তাই পাবে।



বান্দাহ যখন বলে, ‘‘আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন।”

অর্থ :যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল

সৃষ্টি জগতের পালনকর্তা।



তখন আল্লাহ বলেন , “ আমার বান্দাহ আমার প্রশংসা করল।”



যখন বান্দাহ বলে “আর রাহমানির রাহীম”।

অর্থ :যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।



তখন আল্লাহ বলেন আমার বান্দাহ আমার গুণ গাইল”



যখন বান্দাহ বলে “মালিকি ইয়াওমিদ্দীন ”

অর্থ :যিনি বিচার দিনের মালিক।



তখন আল্লাহ বলেন “আমার বান্দাহ আমার গৌরব বর্ণনা করল”



যখন বান্দাহ বলে, “ইয়্যাকা না বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন

অর্থ :আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।



তখন আল্লাহ বলেন “এ বিষয়টা আমার ও আমার বান্দাহর মাঝেই রইল । আর আমার বান্দাহর জন্য তাই যা সে চাইল (অর্থাৎ আমার ও আমার

বান্দাহর মধ্যে এ চুক্তি হলো যে সে আমার কাছে চাইবে, আর আমি তাকে দেব)।



যখন বান্দাহ বলে “ইহদিনাস সিরাতাল মুস্তাকীম সিরাতাল্লাযীনা আন আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দোয়াললীন”



অর্থ :আমাদেরকে সরল পথ দেখাও,

সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।"



তখন আল্লাহ বলেন এটা আমার বান্দাহর

জন্যই রইল আর আমার বান্দাহর জন্য তা ই যা সে চাইল।”

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৬

ইছামতির তী্রে বলেছেন: সত্য বলেছেন। আমি সবসময় তাই করার চেস্টা করি। অর্থের মনোযোগ দিলে নামাযে একাগ্রতা বজায় রাখা যায়।

পোস্টে +++

২| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

পরের তরে বলেছেন: জাজাকাল্লাহ খায়ের.......আল্লাহ আমল করার তৌফিক দান করুন।

৩| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৪

আদরসারািদন বলেছেন: ভাই! সুন্দর একটা পদ্ধতি। আপনাকে ধন্যবাদ দেবার জন্য লগইন করছি। আল্লাহ্ আপনাকে এর উত্তম প্রতিদান দিক। ----আমীন

৪| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৪

মো: আবু জাফর বলেছেন: অসাধারন সুন্দর পোস্ট

৫| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪

হাসিব০৭ বলেছেন: আমি অনেকদিন ধরেই কুরআন শরীফের বাংলা অনুবাদ সহ শানে নূজূল মানে প্রতিটা আয়াত এবং সূরা কিসের পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে সেটার বিস্তারিত বর্ননাসহ খুজতেছি। আপনার কি এই সম্পর্কে কিছু জানা আছে

৬| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩

সুফিয়া বলেছেন: আমরা যারা নিয়মিত নামাজ পড়ি তারা অনেকেই সূরা ফাতিহার অর্থ জানলেও নামাজ পড়ার সময় উপলব্ধিতে নিই না। আপনি ঠিকই বলেছেন। নামাজ পড়ার সময় যদি অর্থ উপলব্ধি করা যায় তাহলে শয়তানের উপদ্রব থেকে সহজেই রক্ষা করা যায়। আল্লাহ আমাদের সবাইকে প্রতিটি সূরার অর্থ উপলব্ধি করে নামাজ পড়ার তৌফিক দান করুন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য।

+++++

৭| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭

কাকভেজা বলেছেন: ভাল লেখা, আল্লাহ আপনাকে আরো তাওফিক দিন।

৮| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২১

বেলা শেষে বলেছেন: Beautiful & good writing, good descreib, every Body have to do pray to Allah with concentration. Thenk you very much, up to next time.

৯| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

দি সুফি বলেছেন: পরের তরে বলেছেন: জাজাকাল্লাহ খায়ের.......আল্লাহ আমল করার তৌফিক দান করুন

+++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.