নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরে লিখব।

মুসলিম শরীফ

I love my country

মুসলিম শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভারত আমেরিকা হয়নি যে সবাই ভারত যাওরার জন্য লাইন ধরবে।

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৫

"ভারতের ভেতরে থাকা ৫১টি ছিটমহলের ১৪ হাজার ২১৫ জন বাংলাদেশির মধ্যে কেউই বাংলাদেশে ফিরে যেতে আবেদন করেননি। অন্যদিকে বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলের ৩৭ হাজার ৩৬৯ জন ছিটমহলবাসীর মধ্যে মাত্র ১ হাজার ১৬৭ জন ভারতে ফিরতে চেয়েছেন"
উপরের অংশটুকু "প্রথম আলো" থেকে নেয়া হয়েছে। নিউজটি নিয়ে কয়েক দিন গণমাধ্যমে অনেক কথা হচ্ছে। যেমন ভারত থেকে কেহ বাংলাদেশে ফিরত আসবেনা পক্ষান্তরে বাংলাদেশ থেকে সবাই ভারত যেতে আগ্রহী।
আপনাদের কি মনে হয় ? আমার তো মনে হয় সব ঠিকই আছে যেহেতু বাংলাদেশের ভারতীয় ছিটমহল এবং জনসংখ্যা বেশী সে হিসেবে কিছু মানুষ ভারত যেতে আগ্রহ করতেই পারে। ভারত বড় রাষ্ট্র ও বলিউড অগ্রাসনের কারণে অনেকে ভারত সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন যদিও সামাজিক অর্থনীতির দিক থেকে আমরা দক্ষিণ এশিয়ায় (ভারতের) সবার উপরে। তা ছাড়া হিন্দু ভাইদের অনেকেরই ভারত পছন্দ এবং খোঁজ নিয়ে দেখেন ১ হাজার ১৬৭ জনের অধিকাংশই হিন্দু যারা ভারত যেতে আগ্রহী।
পরিশেষে যা বলতে চাচ্ছিলাম ভারত তো আর আমেরিকায় পরিণত হয় নি যে মানুষ ভারত যাওয়ার জন্য লাইন ধরবে? আমরা অযথাই চিল্লাচিল্লি করতেছি।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৮

টু-ইমদাদ বলেছেন: আর কইয়েন না ই-টোকেন পাওয়া যেন আকাশের চাঁদ..

২| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৬

ফেরদাউস আল আমিন বলেছেন: ভারত - পাকিস্তান থেকে বাংলাদেশের সামাজিকভাবে শেখার কিছু নেই। বাংলাদেশের আপামর জনগন ভারত - পাকিস্তান এর আআম জনতা থেকে অনেক উন্নত, রাজনৈতিক ভাবে অনেক সচেতন। একটু বেশি "ভিলেজ পলিটিক্স" কওরে আর কি?

৩| ২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

অথৈ সাগর বলেছেন: =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.