নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে জীবন

সময়টাকে থামানো যায় না

আধারে জীবন

সাধারন একজন মানুষ.

আধারে জীবন › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দলনকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা মানেকি মুক্তিযুদ্ধকে অপমান করা নয়?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

এই শাহবাগ আন্দলনকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করছে অনেকে। এটা কি করে সম্ভব। যে দেশে ৩০ লক্ষ মানুষ প্রান দিয়ে দেশকে স্বাধীন করল। পুরো বাংলা যেখানে পাকিস্থানিদের দ্বারা আক্রান্ত হল । যুদ্ধ করতে হল পুরো বাংলাদেশের মানুষকে সেখানে এটাকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা মানে আমার মনে হয় মুক্তিযুদ্ধকে অপমান করা।



শাহবাগে পুলিশ বেষ্টনির। মিডিয়ার সহযোগীতার মধ্যে আন্দলন করে টিভিতে নিজের চেহারা দেখে যদি ভাবেন যে আপনারা ২য় মুক্তিযুদ্ধ করছেন বলব আপনার বেকুব।





যুদ্ধ করতে হলে ময়দানে যেতে হয়। ছড়িয়ে দিতে হয় পুরো দেশে। আমি চাইব এই যুদ্ধ পুরো দেশে ছড়িয়ে দিন আপনারা। আমিও থাকব আপনাদের সাথে।



আপনাদের এক একটা যোদ্ধাকে প্রতিনিধিত্ত্ব করতে দেশের প্রতিটি জেলায় জেলায় ছড়িয়ে দিন। দেখবেন এই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধে পরিনত হবে। দেশের মানুষ মনের গভিরে থাকা ক্ষোভগুলো নিয়ে ঝাপিয়ে পরবে আন্দলনে?



কি পারবেনতো আপনারা?

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

কলাবাগান১ বলেছেন: আপনি তো অন্ধ নাহলে যে আন্দোলন অলরেডী সারা দেশে হচ্ছে, তাও দেখছেন না... আপনার উদ্দেশ্য কি তা ভাল ভাবেই বুঝতেছি আপনার একটু আগের পোস্ট দেখেই

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

আধারে জীবন বলেছেন: আমার উদ্দেশ্য ভালভাবেই বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন শুনি। আমি রাজাকার। শিবিরের গুপ্তচর। শিবির সমর্থক। এই বাইরে কিছু থাকলে বলেন। এই সব হল অযৌক্তিক মানুষের কথাবার্তা।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: সহমত।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

মো ঃ আবু সাঈদ বলেছেন: উনারা দুধ কলা আর বাথরুম আরমে ছইড়া আন্দলন করতাছে,,,,

মুক্তিযোদ্ধ কি এমনে হইছিল নাকি???

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

মাকনুন মাহজুব বলেছেন: উনারা আরমে আন্দলন করছে...মুক্তিযুদ্ধ কি এমনে হয়।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

এম.ডি জামান বলেছেন: সরকারী পৃষ্ঠপোষকতায় আন্দোলন কখনো মুক্তিযুদ্ধের সাথে তুলনীয় হতে পারেনা।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

আধারে জীবন বলেছেন: কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত তরুণদের প্রতি আবারো সমর্থন ব্যক্ত করেছেন মহাজোটের এমপিরা। একই সঙ্গে তরুণদের এ আন্দোলনকে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ হিসেবে অভিহিত করেন তারা।

সোমবার জাতীয় সংসদেও বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় তারা এসব কথা বলেন।

নিউজ লিংক

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

একাকি রাতে বলেছেন: প্রশ্ন করেন গত পরশু বিকালে যোদ্বারা কই আপনাকে এখনি রাজাকার উপাধি দিয়ে দিবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

আধারে জীবন বলেছেন: আপনারা কথা বুঝলামনা ভাই...।?

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

এস আর সজল বলেছেন: "ছেলেটা বাঘের মত সাহসী।" এখানে "বাঘ" বলে "ছেলে" টির সাহসের প্রশংসা করা হয়েছে, বাঘকে অপমান না। তেমনি শাহাবাগের আন্দোলনকে ২য় মুক্তিযুদ্ধ বলা হচ্ছে এর গুরুত্ব আর সমগ্র দেশব্যাপী এর স্বতস্ফূর্ত জাগরনের কারণে। মহান মুক্তিযুদ্ধকে অপমানের জন্য না।

কারো যদি বুঝার ঘাটতি থাকে, সেটা দোষের কিছু না। কিন্তু, যদি সে তাঁর ভুল বোঝাকে অন্যের মাঝে ছড়িয়ে দিতে চায়, সেটা অন্যায় এবং ঐচ্ছিক। /:) /:) /:) /:) /:) /:) /:)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

আধারে জীবন বলেছেন: হ্যা আপনি যথার্থই বলেছেন। কাকে শহীদ বলতে হয় আর কাকে মুক্তিযুদ্ধ বলতে হয় সেটা আমার জানার যথেষ্ট ঘাটতি আছে। নতুন করে সব শিখছি আর জানছি আপনাদের কাছ থেকে।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

অেসন বলেছেন: বাংলাদেশে প্রধান দুটি দল প্রায় ৮৫% ভোটারের প্রতিনিধিত্ব করে। সরকারী দলকে বলা হয় শাহবাগ আন্দোলনের সুবিধাভোগী। আর বিরোধী দল প্রতিদিন একটা করে বিবৃতি দিয়ে তাদের মাথা ঘামানোর প্রমান রাখছে। যেমন আপনি পরপর দুটো লেখায় মাথা ঘামানোর প্রমান রেখেছেন।
নূতন প্রজন্ম কিছু করছে উৎসাহ না দেন নিরুৎসাহিত করার চেষ্টা থেকে বিরত থাকুন। যদি আপনার ভিন্ন উদ্দেশ্য না থাকে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

আধারে জীবন বলেছেন: আমার কোন ভিন্ন উদ্দেশ্য নাই। আমি আমার ব্যাক্তিগত মতামত প্রকাশ করছি। আর ব্লগই একমাত্র ব্যাক্তিগত মত প্রকাশের মাধ্যম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

আধারে জীবন বলেছেন: তরুন প্রজন্মের আবেগ-অনুভূতি নিয়ে রাজনৈতিক দলগুলো রাজনিতী করবে সেটাকি সুখকর আমাদের জন্য? কোন ভুল আর কোন সঠিক সেটা তরুন প্রজন্মকে বোঝাতে হবে। নয়ত এর খেসারত পুরো বঙ্গালী জাতিকে দিতে হবে। রাজনৈতিক দলেরও কিছু হবে না আর জামাত-শিবিরেরও কিছু হবে না ...যা হবার পাবলিকের হবে

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

এস আর সজল বলেছেন: আপনি যদি ভুল জেনে থাকেন তাহলে তো আপনার নতুন করে শিখতেই হবে। মাথামোটা ধর্মব্যাবসায়ীদের হাতে Brainwashed ছিলেন এতদিন। রাজাকাররে বিশাল মৌলানা হিসাবে পুজা করছেন, আরেক রাজাকাররে ভাষাসৈনিক হিসাবে জানছেন আরও কতো কি...... এখন ধীরে ধীরে চোখ খুলছে। বুঝতে তো কষ্টই হবে। /:) /:) /:) /:)

নামাজের জন্য অজু করছি, তাই মুখটা খারাপ করলাম না। নয়তো ওই পাপীদের নাম গালি ছাড়া উচ্চারন করতে কষ্ট হয়।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

ধ্রুব মহাকাল বলেছেন: এম.ডি জামান বলেছেন: সরকারী পৃষ্ঠপোষকতায় আন্দোলন কখনো মুক্তিযুদ্ধের সাথে তুলনীয় হতে পারেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.