নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উস্কানি দিয়ে ধর্মীয় দলগুলোর মধ্যে ‘উম্মাদনা’ তৈরির অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে শাহবাগ থানায়।
পুলিশ বাদী হয়ে এ মামলাটি করেছে। মামলায় ধর্মীয় দলগুলোকে উস্কানি দিয়ে সহিংসতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এদিকে গতকাল সারা দেশে সহিংসতার পর শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়
নিউজ সোর্স
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
আধারে জীবন বলেছেন: কি থেকে কি হচ্ছে বোঝা বরই মুসকিল...কেউ কাউকে ছাড় দিচ্ছে না
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
চলতি নিয়ম বলেছেন: চু....চু ...
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
আধারে জীবন বলেছেন: ল...........
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
ব্লাক উড বলেছেন: "পৃথিবীটা গোল"-তাই ঘুড়েফিরে সরকারের শ্যেণ দৃষ্টি "কেন্দ্র বিন্দু মাহমুদুর রহমান"এর কাছেই গিয়েথেমেছে।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
rainbristi বলেছেন: মাহ মুদুর রহমান যা বলছে তার অধিকাংশই সত্য কিন্তু এই জিনিস গুলা সে অনেক আগে তুলে না ধরে অসময়ে তুলে ধরছে যাতে মুসলিম রা চেইতা বরং শিবির/জামাত সুবিধাভোগী কইরা দিছে। আর সবাই এ ভাবে না বলে দেখেন কাল যে বিক্ষোভ হইছে তার সবাই কিন্তু জামাত/শিবির না। আহলে হাদিস এর লোকজন ছিল তারা বরাবর ই জামাতের বিপক্ষে কথা বলে।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
মুক্ত আকাশ বলেছেন: এ বড় অদ্ভুত দেশ। এ দেশে অপরাধ করা দোষের নয়, প্রকাশ করা দোষের। স্কাইপি কেলেংকারির দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন, বিচারপতি নিজামুল হক। অন্য কোন দেশ হলে তাকে হয়তো বিচারের মুখোমুখি হতে হত। কিন্তু তিনি যথারিতি বিচারক হিসেবে বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছেন। অথচ “আমার দেশ” কেন তা প্রকাশ করলো সে জন্য মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হল।
এখানেও আল্লাহ ও তার নবিকে নিয়ে লেখা দোষের নয়, দোষ হল টা প্রকাশ করায়। এ জন্য তাকে মামলার মুখোমুখি হতে হচ্ছে।
যারা এগুলোকে সাপোর্ট দিচ্ছেন তারা ভুলে যাচ্ছেন, আমরা খুব বাজে একটা কালচার সৃষ্টি করছি। ভবিষ্যতে যদি অন্য কোন সরকার ক্ষমতায় আসে তখন তারাও একইভাবে কোন মিডিয়ার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিলে আমাদের কোন কিছুই বলার থাকবেনা। আর সেটি অবশই রাষ্ট্রের জন্য ভাল কন ফল বয়ে আনবেনা।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
মদন বলেছেন: এই ঘটনা ঘটলে আগুনে পেট্রোল ঢালা হবে। শাহবাগ আর গোটা বাংলাদেশ এক নয়। ওখানে পুলিশ দিয়ে সাপোর্ট দিচ্ছে আর গোটা দেশে পুলিশের বিপক্ষে গিয়েই হুজুররা মাঠে নেমেছে। কাজেই মাহমুদুর রহমানের আটকে পরিস্থিতি আরো খারাপ হবে। কওমী হুজুর কি জিনিস প্রথম আলোর মতিউর রহমান ভালো জানে
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
মো ঃ আবু সাঈদ বলেছেন: রাস্তায় মনে হয় আরো মানুষ নামতে হবে...
তা না হলে কুত্তালীগ থামব না..
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
দুরন্ত-পথিক বলেছেন: mahmudur rahman k atkale situation aro kharap hobe.
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
ভোলার ডাইরী বলেছেন: বাকশাল নিপাত যাক
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
রাসেল মেটামোরফোজ বলেছেন: আগুণে ঘি ঢালার কোন মানে হয় না!
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
এম.ডি জামান বলেছেন: মাহমুদুর রহমান সত্যের পথে নির্ভিক সৈনিক। আশা করি কোন নির্যাতনে তাকে সত্যের পথ থেকে সরাতে পারবেনা।
মাহমুদুর রহমানকে গ্রেফতার করলে আওয়ামিলীগ চরম ভুল করবে।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
মদন বলেছেন: মনে হয় না এতে পরিস্থিতি ভালো হবে।