নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিঠি পৌঁছবেই, পৌঁছতেই হবে।

সিনিয়র ভাইয়া

দয়া করে উপদেশ দিবেন না ।

সিনিয়র ভাইয়া › বিস্তারিত পোস্টঃ

হ্যালো ......!!!!!

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

-হ্যালো। কনা আছে?

-তুমি কে?

-আমি কনার বন্ধু।

-আমার নম্বর পেলে কিভাবে?

-জ্বি। কনা এই নম্বর থেকে ফোন করে ছিল?

-কবে? কখন?

-গতকাল রাতে দুটার দিকে।

-কেন? কেন ফোন করেছিল?

-ও আমাকে দু মিনিট গান শুনিয়ে ছিল।

- সে কি আর কখনো এতো রাতে ফোন

করে ছিল?

-জ্বি। এর চাইতেও গভির রাতে। রাত তিনটার

দিকে।

-তখন. কি বলেছিল?

-একটি অসাধারন প্রশ্ন করেছিল।

-সেটা কি?

- রাত তিনটা বাজে যে কোন মেয়েই ফোন

করলে সাধারন প্রশ্ন কেন যেন অসাধারন

মনে হয়। যেমন কনা আমাকে প্রশ্ন করেছিল

"তিনটা বাজে " ইংলিশ কি?

-তুমি কি কর?

-এতিম। আমি একজন এতিম। মা জন্মের সময়

চলে গেছে, বাবা আমায় ছেড়ে চলে গেছে আর

আপনি কনাকে আমার থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন।

তাই আমি এতিম।

-তুমি কি আমার সাথে আমেরিকা যেতে চাচ্ছ?

হাউ ফানি!!!

-না। আপনি কনার বাবা।

আপনি ওকে নিয়ে যেতেই পারেন। কিন্তু

দেশটা আমার মা,

আমি তাকে ছেড়ে যেতে পারি না। কারন আমায়

ছাড়া যে সেও এতিম।

#........হ্যালো, হ্যালো অর্ক ..অর্ক বেয়াদব

ছেলে, না বলেই ফোন রেখে দিল!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

হেডস্যার বলেছেন:
দেশপ্রেম... :)

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

সিনিয়র ভাইয়া বলেছেন: হুম। ছিল, আছে ......থাকবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.