![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় খেলোয়াড়রা কখনও ঈর্ষা নিয়ে কথা বলেন না। তাঁরা কথা বলেন তাদের মেধা ও যুক্তি দিয়ে। যেখানে বিশ্বকাপ হতে ছিটকে পরে রোবেনের মতো তারকা খেলোয়াড় যুক্তি দেখিয়েছেন আর্জেন্টিনা কোন টিম নয় যারা বিশ্ব কাপ ফাইনালে খেলতে পারে! সেখানে "নেইমার " বলেছেন -
"আমি আমার ক্লাব ফুটবলের সাথি মেসির হাতে কাপ দেখতে চাই, তাই আরজেন্টিকে ফাইনালে সমর্থন দিলাম। "
মজার ব্যাপার হচ্ছে অনেকেই আবেগ ও ঈর্ষা হতে বলতে পারে যে আর্জেন্টিনা কোন টিম নয়! তবে ঐ যে বল্লাম বড় বা তারকা খেলোয়াড় কথা বলেন যুক্তি ও অভিজ্ঞতা থেকে, তাই হয়তো নেইমারের এই সমর্থন। তিনি খুব ভাল ভাবেই জানেন, তিনি ক্লাব ফুটবলে যেই মেসির সাথে খেলেন সেই মেসি এমন একজন খেলোয়াড় যিনি যে কোন "টিম না " টিম কে "টিমে " পরিবর্তন করে চ্যাম্পিয়ন করাতে পারেন। যার প্রমান হিসেবে আমরা দেখি এই "টিম না আর্জেন্টিনাই " এখনো অপরাজিত আছে, যেখানে ড্র পর্যন্ত হয়নি।
নেইমারের প্রতি মেসির উইস কিংবা মেসির প্রতি নেইমারের উইস আমাদের প্রমান করে দেয়
"সেরা সবসময়ই সেরা, কেও কারও সাথে অতুলনীয়। "
#নেইমারের ওয়েল উইসের জন্য একজন আর্জেন্টাইন ফুটবল সমর্থক হিসেবে তাকে ধন্যবাদ জানাই এবং দ্রুত ফিরে এসে ফুটবল বিশ্বকে তাঁর দুপায়ের কারুকাজ দেখানোর জন্য ইশ্বরের কাছে প্রার্থনা করছি।
©somewhere in net ltd.