নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
রাজপথ জুড়ে কত দিন ধরে হরতাল দেখ চাহিরে!
ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
হাতে লাঠি সোটা, পিকেটার ধর
পুলিশ এসেছে সব কেটে পড়,
প্রিজন ভ্যানেতে নেতা, কর্মীরে ভরিয়াছে দেখ চাহিরে,
ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
ওই ফাটে শোন বোমা ঘন ঘন, সকলে পালাও মহলে
দাঙ্গা পুলিশ, র্যা ব বেরিয়েছে টহলে!
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি
ছেলে-পিলে সব ঘরে ফিরেছে কি?
অফিস ফেরত বাবা-মা রা আজি ফিরিতেছে কোন যানেতে?
এখুনি আগুন জ্বলিবে গাড়ী ও ভ্যানেতে!
শোন শোন ওই বাড়ী যাবে বলে কে ডাকিছে ট্যাক্সি ক্যাবেরে!
যান চলাচল বন্ধ হয়েছে সবিরে!
পথে ধোঁয়া বয়, টায়ারে আগুন,
ককটেল-বোমা ফুটিছে দ্বিগুন
ঠাস ঠাস করে পুলিশের ছোঁড়া টিয়ার শেল সব ফাটেরে
বাহন বিহীন বেলা রাজপথে কাটেরে!
ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে।
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
২| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
রিমন রনবীর বলেছেন: কবিতার ঘ্রান সুন্দর
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: হা হা
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: :p
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
ফালতু বালক বলেছেন: he he he....valo lagse khalid vai...+++
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পুরাই লল
৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
তিক্তভাষী বলেছেন: প্রতিভা!!