নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
বাড়িতে মেহমান আসবে। তাই বের হলাম মিষ্টি আনতে। ফেরার পথে দেখতে পেলাম এলাকার নেশাখোর মাস্তান আবুল বসে আছে। সাথে আরেকজন। ওদের কাছাকাছি আসতেই আবুল বলে উঠল মিষ্টি আনছেন দেখি! আমি কিছু না বলে বাসার দিকে এগুতে থাকলাম। শুনলাম পেছন থেকে বলছে কথার উত্তর দেয় নাই। গেটের কাছকাছি আসতেই শুনলাম আবুল ডাকছে এইজে শুনেন, এইজে শুনেন। দাড়িয়ে পেছন ফিরে দেখি আবুল দ্রুতগতিতে আসছে। কাছে এসে বলল, “আপনেরে এলাকার বড় ভাই জানি। আমাদের চা পানি খাওয়ার জন্য দুইশ টাকা দেন।“ আমি বললাম এত টাকা আমার কাছে নেই। আবুল বলল “ঠিক আছে, এলাকায় কিছু হইলে তো আমদের কাছেই আসবেন। বিকালে আসব টাকাটা দিয়া দিয়েন।“
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ভাল বলেছেন, কিন্তু এই কাজটা আজ পর্যন্ত করতে পারলাম না।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০
শূন্য পথিক বলেছেন: চা পানি ২০০ টাকা ভালো তো! বিরিয়ানি খাইতে তো ২০০০০ টাকা লাগবে!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
বোকামন বলেছেন:
.... ভীষণ খারাপ লাগে .. অসহায় মনে হয়ে নিজেকে ..
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ঠিক বলেছেন বোকামন ভাই!
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
মোমেরমানুষ৭১ বলেছেন: হালারে মিষ্টি কেনার পরিবর্তে কশাইয়া বাম কানের নিচ বরাবর একটা থাপ্পর দিবেন, দেখবেন এর পর থেকে আমানেরে বস কইয়া ডাকব। তবে কাজটা করতে হবে সবার সামনে.....।