নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
আমার আনা মিষ্টি, মেহ্মানদের আনা মিষ্টি, বাসায় অনেক মিষ্টি জমে গেছে! মিষ্টি বাসী হয়ে গেলে খেতে ভাল লাগে না। বাসার সব দ্বায়িত্বপূর্ণ কাজগুলা আমিই করি। কাউকে কষ্ট দেই না। তাই ফ্রেস থাকতে থাকতে মিষ্টি খেয়ে শেষ করার দ্বায়িত্বটাও নিজেই নিলাম। বাসার অন্যান্য সদস্যদের এই দ্বায়িত্ব দিয়ে কষ্ট দিচ্ছি না। আমি নিজেই দ্বায়িত্ববোধ থেকে একাই মিষ্টি খেয়ে শেষ করছি!!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: স্যার, স্যার আপনে মিষ্টি খাইবেন এইটা কুনো ব্যাপার?!!! কিন্তু আফসুস এত্তগুলা মিষ্টি আইনাও আপলোডাইতে পারতেছিনা!!! আপনের মুখে নিজের হাতে তুইল্যা দিতে চাইসিলাম! কপালে মিললো না। এই দুঃখে কানবার জন্য অখনে কারে ডাকি?!!!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১
কান্ডারীজন বলেছেন: আমাদের ও মাঝে মইধ্যে মিষ্টিমুষ্টি খাইতে মঞ্চায়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: কান্ডারী ভাই, উপরের জবাব দ্রষ্টব্য...
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
বেকার সব ০০৭ বলেছেন: আরে এত মিষ্টি খা্ইলে তো ডায়াবেটিস হবে। ডায়াবেটিস থেকে বাচার জন্য কিছু মিষ্টি ব্লগে প্রেরন করেন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ছিঃ ছিঃ, এসব কি বলেন?!!! আমি কি এতই স্বার্থপর যে নিজেরে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য আপনাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে ফেলব?!!! ডায়াবেটিস হইলে আমারি হোক তবুও আপনারা নিরাপদ থাকেন!!!
৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮
হেডস্যার বলেছেন:
গুড জব....আশে পাশে আমরা ও আছি, আমাদের ও মাঝে মইধ্যে মিষ্টিমুষ্টি খাইতে মঞ্চায়।