| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোঃ খালিদ সাইফুল্লাহ্
	যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
কাহিনি একঃ নায়ক ডাক্তারী পাশ করে আদর্শ মানুষ হয়ে শহর ছেড়ে গ্রামে চলে গেল অসহায় মানুষের পাশে দাঁড়াতে। নায়িকা গ্রামের ছেমরি নতুন ডাক্তার বলতে পাগল। এই নতুন ডাক্তার-রে সিনেমার ডিরেক্টর ছাব কোথায় নিয়া ফালাইল সেই কাহিনীতে আসি! নায়িকার বাপে অসুস্থ্য হয়ে রাস্তায় পড়ে গেল। ঠিক সেই সময় সেই পথে নতুন ডাক্তার হাঁটা দিল। পথে অসুস্থ্য রোগী দেখে সে ডায়ালগ দিল “এখনি অপারেশন করতে হবে!! নাহলে রোগী বাঁচবেনা” ওটি নাই, এনেস্থেসিয়ার যন্ত্রপাতি নাই, ওটি ইন্সট্রুমেন্ট নাই ডাক্তার তার রিপ্রেজেন্টেটিভ মার্কা ব্যাগ ঘাইটা দুয়েকটা কি জানি বাইর কইরা রাস্তার উপরে রোগীর অপারেশন শুরু করল!!!  
কাহিনী দুইঃ নায়ক এক্সিডেন্ট করছে। নায়কের রক্ত লাগবে। নায়িকা ছুটতে ছুটতে আসল। আইসা একটা চিৎকার দিল “না আআআআআআ......! ডাক্তার সাহেব যত রক্ত লাগে আমি দেব” ডাক্তার সাহেব থুক্কু ডিরেক্টর ছাব নায়করে আর নায়িকারে পাশাপাশি দুই বিছানায় শুইয়ে দিল। স্ট্যান্ডে রক্তের ব্যাগ ঝুলানো হইল। নায়িকার হাতে সুঁই ফোটানো হইল এবং নায়কের হাতেও সুঁই ফোটানো হইল। দুনিয়ার তাবৎ বিজ্ঞানকে ফেল করাইয়া নায়িকার শরীরের রক্ত স্ট্যান্ডের উপরে রাখা ব্যাগ বাইয়া উঠতে লাগলো এবং আরেক নল দিয়া সেই রক্ত নায়কের শরীরে ঢুকতে লাগলো!!!
আজকে একটু ফ্রী ছিলাম। ভাবলাম একটা বাংলা ছবি দেখি। চ্যানেল ঘুরাইতে ঘুরাইতে বাংলা ছবি পাইয়া গেলাম। ছবিতে দেখাইতেছিল হাতের কিউবিটাল ফোসায় (কনুইয়ের ভাঁজে) ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন দিতাছে!!! টিভিটা অফ কইরা কিছুক্ষণ শুয়ে থেকে মাথাটা ঠান্ডা করলাম! 
 
০৫ ই মে, ২০১৪  সকাল ১১:২২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:  
  
 
২| 
০৫ ই মে, ২০১৪  সকাল ৯:৩২
হেডস্যার বলেছেন:  
 
 
০৫ ই মে, ২০১৪  সকাল ১১:৩৬
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:  
 
৩| 
০৫ ই মে, ২০১৪  সকাল ৯:৪২
কান্ডারি অথর্ব বলেছেন: 
 
  
 
 
০৫ ই মে, ২০১৪  সকাল ১১:৩৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:  
  
 
৪| 
০৫ ই মে, ২০১৪  দুপুর ১২:০৬
তারছেড়া লিমন বলেছেন: কি যে কমু  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
 
০৫ ই মে, ২০১৪  রাত ১১:১৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:  
  
 
৫| 
০৮ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা।
 
১৩ ই মে, ২০১৪  রাত ১:৩৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:  
  
  
 
৬| 
০৮ ই মে, ২০১৪  রাত ৮:০০
কন্সট্যান্ট শেখ বলেছেন:  
  
  
  
  
 
 
১৩ ই মে, ২০১৪  রাত ১:৩৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:  
  
  
  
  
 
৭| 
২৪ শে এপ্রিল, ২০২৪  ভোর ৪:২৩
ইফতেখার ভূইয়া বলেছেন: 
  
  
  
  ![]()
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪  রাত ১:৪৫
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: হেঃ হেঃ হেঃ