![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ,ক্লাব ফুটবল,তাতে কি,এখানেওতো জার্মান ফুটবল মানে জার্মান ক্লাব আছে।অতএব,যা হবার তাই।
ইংল্যান্ডের সাবেক জাতীয় খেলোয়াড় গ্যারি লিনেকার একবার বলেছিলেন, ফুটবল হল এমন একটা খেলা, যেখানে ২২ জন লোক ৯০ মিনিট ধরে একটা বলকে তাড়িয়ে নিয়ে বেড়ায় আর শেষমেষ জেতে জার্মানরা৷
এবার লিনেকার টুইট করেছেন: ‘‘ফাইনালে ২২ জন লোক ৯০ মিনিট ধরে বলটাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে আর শেষমেষ জিতবে জার্মানরা৷'' জার্মান-জার্মান ফাইনালে কে জিতবে, খোদ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে সে প্রশ্ন করা হলে, তিনিও বলেন: কোনো একটা জার্মান দল তো জিতবেই; তাতেই তিনি খুশি৷ এ'তে ইংল্যান্ডের পত্রিকাগুলো ঠাট্টা করে লিখেছে: এ হল ইংরেজদের পক্ষে একটা পার্ফেক্ট ফাইনাল, কেননা একটা না একটা জার্মান দল হারতে বাধ্য৷
২| ২৬ শে মে, ২০১৩ রাত ১:১৫
chai বলেছেন: ++++
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ রাত ৯:১৯
খেয়া ঘাট বলেছেন: জোস।