নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবদিকে শীত জাকিয়ে বসেছে।যাহারা শহরে থাকে তাদের জন্য গ্রামের কিছু শীতের সকালের ছবি দিলাম।
১)কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি।
২)শীত কুশার চাদরে প্রকৃতিকে ঢেকে দেয় যাতে গরম না লাগে।
৩)কুয়াশায় আচ্ছন্ন গ্রাম্য রাস্তা।
৪)শীতে আমাদের জুম্মন পালোয়ান।
৫)শিশির শিক্ত ঘাস ফুল।
৬)শীতেই দেখা মিলে হলুদ রং-এ ভরা সড়িষা ক্ষেত।
৭)শীত কালেই বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা জমে ওঠে।
৮)শীতে ফুলের উপর শিশির বিন্দু বরফপ্রায়।
৯সড়িষা ফুল।
১০)সড়িষা ফুলের আলাদা একটা মাদকতা আছে যা ক্ষেতের সামনে গেলেই টের পাওয়া যায়।
১১)শিশিরে নবদিপ্ত।
১২)কুাশায় নির্লিপ্তিততা চারিদিক।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: জানি না ভাই।জানার প্রয়োজন অনূভব করিনি।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৩
চাঁদগাজী বলেছেন:
জানার দরকার ছিলো; সামনে না গেলে, [email protected] এ ইমেইল করেন।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর শীতের ছবি।
০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:০৫
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এবারের শীতটা শুধু উত্তরেই বেশী ছিল।
মন্ত্যবের জন্য ধন্যবাদ।
৪| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার চমৎকার যতসব ছবি।
৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:১১
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর ছবি তুলেছেন। ৫ নম্বরটা বেশী ভাল লেগেছে। + +
০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:০২
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এত দেরি কেন দাদা?
মন্ত্যবের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা কি সামনের পাতায় যায় না?